মস্কো, 23 মার্চ: রাশিয়ার সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে ইউক্রেনের হাত দেখছেন প্রেসিন্ডেট ভ্লাদিমির পুতিন ৷ তাঁর দাবি, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ চলছে তারই সূত্র ধরে হামলায় ইন্ধন জুগিয়েছে ইউক্রেন ৷ স্থানীয় সময়ে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ৷ সেখানেই হামলার বিষয়টটি স্পষ্ট করেন তিনি ৷ পাশাপাশি তিনি জানান 11 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে ৷ তার মধ্যে থাকা 4 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ৷ পুরো রাশিয়াকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে জানান পুতিন ৷ পাশাপাশি 24 মার্চ রাশিয়ায় শোকদিবস ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ৷
তবে, তাঁর এই দাবি খারিজ করেছে ইউক্রেন ৷ দেশের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে সেদেশের কোনও সম্পর্ক নেই ৷ শধু তাই নয়, ইউক্রেনের দাবি যেভাবে প্রেসিডেন্ট পুতিন তাঁদের অভিযুক্ত করছেন তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না ৷ এদিকে ইতিমধ্যেই জঙ্গি সংগঠন আইএসআইএসকে এই হামলার দায় নিয়েছে ৷ যদিও নিজেদের অবস্থান থেকে এখনই সরছে না মস্কো ৷
ভারতীয় সময় শনিবার সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণে পুতিন এই হামলাকে বর্বরোচিত বলে আখ্যা দেন ৷ দেশের মানুষের প্রতি আশ্বাস এই ঘটনার সঙ্গে জড়িতদের কোনওভাবেই ছাড়া হবে না ৷ তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ৷ একইসঙ্গে তাঁর আরও দাবি, হামলার ধরন থেকে পরিষ্কার এটা কোনও অপরিকল্পিত বিষয় নয় ৷ দীর্ঘদিন ধরে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে হামলা করা হয়েছে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ৷
উল্লেখ্য, শুক্রবার রাতে রাশিয়ার একটি কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। হলটিতে প্রায় 6 হাজার মানুষের বসার বন্দোবস্ত করা হয়েছিল। কনসার্ট চলাকালীন হঠাৎই হলের মধ্যেই বিস্ফোরণ হয়। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। হলের ছাদ খসে পড়ে। এর পরেই কনসার্ট হলে ঢুকে পড়েন বন্দুকবাজরা। দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তারা। তাতেই মৃত্যু সংখ্য়া ছুঁয়েছে 150-র কাছাকাছি ৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
আরও পড়ুন: