ETV Bharat / international

বাংলাদেশে জেলে আগুন আন্দোলনকারীদের, পালাল শতাধিক বন্দি - Bangladesh Quota Movement - BANGLADESH QUOTA MOVEMENT

Bangladesh Quota Protest: আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে মারা গিয়েছেন 105 জন ৷ ক্রমশ সরকারের আয়ত্বের বাইরে যাচ্ছে পরিস্থিতি ৷ তা সামাল দিতেই কার্ফু জারি হয়েছে বাংলাদেশজুড়ে ৷ তারমধ্যেই জেলে আগুন লাগালেন আন্দোলনকারীরা ৷ পালাল শতাধিক বন্দি ৷

Bangladesh Quota Protesters Set Jail On Fire
বাংলাদেশে জেলে আগুন আন্দোলনকারীদের (এক্স পোস্ট)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 8:25 AM IST

ঢাকা, 20 জুলাই: ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ ৷ আগুন জ্বলছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ পরিস্থিতি সামলাতে দেশজুড়ে কার্ফু জারি করেছে শেখ হাসিনার সরকার ৷ তারমধ্যেই সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, নরসিংডি জেলার একটি জেলে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা ৷ জেল ভেঙে পালিয়ে যায় প্রচুর বন্দি ৷

সঠিক সংখ্যা বলতে না-পারলেও ঘটনার কথা স্বীকার করে নিয়েছে জেল কর্তৃপক্ষ ৷ এএফপি’কে এক আধিকারিক জানিয়েছেন, সঠিকভাবে বলতে না-পারলেও পালিয়ে যাওয়া বন্দির সংখ্যা শতাধিক ৷

সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলন অব্যহত ৷ হাসপাতাল এবং জরুরি পরিষেবাগুলি ছাড়া সমস্ত কিছু স্তব্ধ করে দেওয়া হয়েছে । ছাত্র আন্দোলনে ক্রমশ সরকারের আয়ত্বের বাইরে যাচ্ছে পরিস্থিতি ৷ তা সামাল দিতে আগেই ঢাকা-সহ বাংলাদেশের বড় শহরগুলিতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল ৷ পুলিশ এবং অ্যান্টি ক্রাইম র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঢাকা ও অন্যান্য বড় শহরের রাস্তায় টহল দিচ্ছে ৷ এবার দেশজুড়ে কার্ফু জারি করেছে শেখ হাসিনা সরকার ৷ সেনাও নামছে বলে জানিয়েছেন ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷

অনির্দিষ্টকালের জন্য় বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ৷ শুক্রবারও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চলেছে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা ৷ সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, বাংলাদেশ হিংসায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 105 ৷ অন্যদিক, সংবাদসংস্থা এপি (অ্যাসোসিয়েটেড প্রেস) সূত্রের খবর, এখনও পর্যন্ত 28 জন আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্য়া 75 ছাড়িয়েছে ৷

ঢাকা, 20 জুলাই: ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ ৷ আগুন জ্বলছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ পরিস্থিতি সামলাতে দেশজুড়ে কার্ফু জারি করেছে শেখ হাসিনার সরকার ৷ তারমধ্যেই সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, নরসিংডি জেলার একটি জেলে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা ৷ জেল ভেঙে পালিয়ে যায় প্রচুর বন্দি ৷

সঠিক সংখ্যা বলতে না-পারলেও ঘটনার কথা স্বীকার করে নিয়েছে জেল কর্তৃপক্ষ ৷ এএফপি’কে এক আধিকারিক জানিয়েছেন, সঠিকভাবে বলতে না-পারলেও পালিয়ে যাওয়া বন্দির সংখ্যা শতাধিক ৷

সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলন অব্যহত ৷ হাসপাতাল এবং জরুরি পরিষেবাগুলি ছাড়া সমস্ত কিছু স্তব্ধ করে দেওয়া হয়েছে । ছাত্র আন্দোলনে ক্রমশ সরকারের আয়ত্বের বাইরে যাচ্ছে পরিস্থিতি ৷ তা সামাল দিতে আগেই ঢাকা-সহ বাংলাদেশের বড় শহরগুলিতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল ৷ পুলিশ এবং অ্যান্টি ক্রাইম র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঢাকা ও অন্যান্য বড় শহরের রাস্তায় টহল দিচ্ছে ৷ এবার দেশজুড়ে কার্ফু জারি করেছে শেখ হাসিনা সরকার ৷ সেনাও নামছে বলে জানিয়েছেন ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷

অনির্দিষ্টকালের জন্য় বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ৷ শুক্রবারও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চলেছে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা ৷ সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, বাংলাদেশ হিংসায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 105 ৷ অন্যদিক, সংবাদসংস্থা এপি (অ্যাসোসিয়েটেড প্রেস) সূত্রের খবর, এখনও পর্যন্ত 28 জন আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্য়া 75 ছাড়িয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.