ETV Bharat / international

পাকিস্তানে বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে 23 - Pakistan Gunmen Attack - PAKISTAN GUNMEN ATTACK

Gunmen Shoot Travelers From Pak Punjab: পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বন্দুকবাজের হামলায় নিহত কমপক্ষে 23 জন, আহত 5 ৷ হামলার জন্য দায়ীদের রেয়াত করা হবে না বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ৷

PAKISTAN GUNMEN ATTACK
পাকিস্তানে বন্দুকবাজের হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 1:26 PM IST

কোয়েতা, 26 অগস্ট: দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে বন্দুকবাজের হামলা ! হামলায় নিহত কমপক্ষে 23 জন ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বালোচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় ৷ উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই এলাকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে লড়াই করছে দেশের নিরাপত্তাবাহিনী ৷

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, এদিন সকালে পঞ্জাব-বালোচিস্তান হাইওয়ের উপর আচমকা হামলা চালায় বন্দুকধারী একদল দুষ্কৃতী ৷ প্রায় 10টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা ৷ এমনকী, ভুয়ো পুলিশ সেজে একাধিক গাড়িতে তল্লাশিও চালায় তারা ৷ এরই মধ্যে বেশ কয়েকজনকে গাড়ি থেকে জোর করে বের করে তাদের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজের দল ৷ হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় 23 জনের ৷ আহত আরও 5 জন ৷ স্থানীয় প্রশাসনের এক শীর্ষ আধিকারিক নাজিবুল্লা কাকার জানান, দুষ্কৃতীরা খুঁজে খুঁজে পঞ্জাবের বাসিন্দাদের উপর হামলা চালিয়েছে ৷

তিনি আরও জানান, নিহতদের মধ্যে অধিকাংশই পঞ্জাবি শ্রমিক । হামলার পিছনে বিএলএ তথা বালোচ লিবারেশন আর্মির হাত থাকতে পারে বলে অনুমান প্রদেশের অপর শীর্ষ কর্তা হামিদ জেহরির ৷ উল্লেখ্য, বালোচ লিবারেশন আর্মি এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় জঙ্গি সংগঠন। প্রচুর অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বালোচিস্তান পাকিস্তানের বৃহত্তম কিন্তু দরিদ্রতম প্রদেশ। আর এর প্রধান কারণ হল, জঙ্গি সংগঠনের বারবারন্ত ৷

হামলাটিকে 'বর্বর' হিসাবে আখ্যা দিয়ে যে বা যারা এর পিছনে রয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ৷ এদিকে, হামলার কয়েক ঘণ্টা আগে হাইওয়ে থেকে সকলকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল নিষিদ্ধ জঙ্গি গোষ্টী বিএলএ-র তরফে ৷ যদিও হামলার পর তাদের তরফে কোনও রকম দায় স্বীকার করা হয়নি ৷ প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ এর আগেও একাধিকবার পূর্ব পঞ্জাবের বেশ কয়েকজন বাসিন্দাকে হত্যা করেছে জঙ্গিরা ৷

কোয়েতা, 26 অগস্ট: দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে বন্দুকবাজের হামলা ! হামলায় নিহত কমপক্ষে 23 জন ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বালোচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় ৷ উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই এলাকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে লড়াই করছে দেশের নিরাপত্তাবাহিনী ৷

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, এদিন সকালে পঞ্জাব-বালোচিস্তান হাইওয়ের উপর আচমকা হামলা চালায় বন্দুকধারী একদল দুষ্কৃতী ৷ প্রায় 10টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা ৷ এমনকী, ভুয়ো পুলিশ সেজে একাধিক গাড়িতে তল্লাশিও চালায় তারা ৷ এরই মধ্যে বেশ কয়েকজনকে গাড়ি থেকে জোর করে বের করে তাদের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজের দল ৷ হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় 23 জনের ৷ আহত আরও 5 জন ৷ স্থানীয় প্রশাসনের এক শীর্ষ আধিকারিক নাজিবুল্লা কাকার জানান, দুষ্কৃতীরা খুঁজে খুঁজে পঞ্জাবের বাসিন্দাদের উপর হামলা চালিয়েছে ৷

তিনি আরও জানান, নিহতদের মধ্যে অধিকাংশই পঞ্জাবি শ্রমিক । হামলার পিছনে বিএলএ তথা বালোচ লিবারেশন আর্মির হাত থাকতে পারে বলে অনুমান প্রদেশের অপর শীর্ষ কর্তা হামিদ জেহরির ৷ উল্লেখ্য, বালোচ লিবারেশন আর্মি এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় জঙ্গি সংগঠন। প্রচুর অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বালোচিস্তান পাকিস্তানের বৃহত্তম কিন্তু দরিদ্রতম প্রদেশ। আর এর প্রধান কারণ হল, জঙ্গি সংগঠনের বারবারন্ত ৷

হামলাটিকে 'বর্বর' হিসাবে আখ্যা দিয়ে যে বা যারা এর পিছনে রয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ৷ এদিকে, হামলার কয়েক ঘণ্টা আগে হাইওয়ে থেকে সকলকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল নিষিদ্ধ জঙ্গি গোষ্টী বিএলএ-র তরফে ৷ যদিও হামলার পর তাদের তরফে কোনও রকম দায় স্বীকার করা হয়নি ৷ প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ এর আগেও একাধিকবার পূর্ব পঞ্জাবের বেশ কয়েকজন বাসিন্দাকে হত্যা করেছে জঙ্গিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.