ETV Bharat / international

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে 'লাল ঝড়', নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে প্রেসিডেন্ট দিসানায়েকের দল - SRI LANKA ELECTION RESULTS 2024

সম্প্রতি শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) নেতা অনুরা কুমারা দিসানায়েকে ৷ পার্লামেন্ট নির্বাচনেও 'লাল ঝড়' ৷

SRI LANKA PARLIAMENT ELECTION 2024
প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে (এপি)
author img

By PTI

Published : Nov 15, 2024, 1:27 PM IST

কলম্বো, 15 নভেম্বর: শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে ন্যাশনাল পিপলস্ পাওয়ার (এনপিপি) ৷ নির্বাচন কমিশনের তথ্য় অনুযায়ী, 225 আসনের পার্লামেন্টে কমপক্ষে 123টি আসন পেয়েছে জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি)-এর নেতৃত্বাধীন বামপন্থী জোট এনপিপি ৷ সেপ্টেম্বরে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় ছিনিয়ে নেন জেভিপি অনুরা কুমারা দিসানায়েকে ৷ এবার পার্লামেন্টও বামেদের দখলে যেতে চলেছে ৷

শ্রীলঙ্কায় 225 আসনের পার্লামেন্টে সংখ্য়াগরিষ্ঠতার জন্য প্রয়োজন 113টি আসন ৷ বৃহস্পতিবার ভোটপ্রক্রিয়া শেষ হতেই শুরু হয় ভোটগণনা ৷ শুক্রবার সকালে সংখ্য়াগরিষ্ঠার সেই গণ্ডি পেরিয়ে যায় এনপিপি ৷ কমিশনের তথ্য অনুযায়ী, ব্যালটে প্রায় 62 শতাংশ ভোট পেয়েছে বামেরা ৷ অন্যদিকে, প্রধান প্রতিপক্ষ সজিত প্রেমাদাসের দল সমগি জন বলওয়েগয়া (এসজেবি) 18 শতাংশ ও প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দল ন্যাশনল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিপি) পেয়েছে 5 শতাংশ ৷ মাত্র 2টি আসন পেয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজাপক্ষে পরিবারের দল শ্রীলঙ্কা পিপলস্ ফ্রন্ট (এসএলপিপি) ৷

উল্লেখ্য়, শ্রীলঙ্কা পার্লামেন্টের 225টি আসনের মধ্যে 196টি আসনে সরাসরি ভোট নেওয়া হয় ৷ বাকি 29টি আসন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির প্রাপ্ত ভোটের উপর নির্ভর করে ভাগ করে দেওয়া হয় ৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় পার্লামেন্ট নির্বাচনে অধীক ভোট পেতে চলেছে বাম জোট ৷

2022 সালে প্রবল অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় শ্রীলঙ্কায় ৷ সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷ তারপর দেশের ব্যাটন সামলাছিলেন প্রধানমন্ত্রী দিনেশ গুনবর্ধন এবং প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ৷ এরপর সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পান বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকে ৷ প্রেসিডেন্ট হয়েই পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনে সক্রিয় হন অনুরা দিসানায়েকে ৷

পড়ুন: শ্রীলঙ্কায় 'লাল ঝড়', প্রেসিডেন্ট পদে শপথ নিলেন বামপন্থী নেতা দিসানায়েকে

কলম্বো, 15 নভেম্বর: শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে ন্যাশনাল পিপলস্ পাওয়ার (এনপিপি) ৷ নির্বাচন কমিশনের তথ্য় অনুযায়ী, 225 আসনের পার্লামেন্টে কমপক্ষে 123টি আসন পেয়েছে জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি)-এর নেতৃত্বাধীন বামপন্থী জোট এনপিপি ৷ সেপ্টেম্বরে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় ছিনিয়ে নেন জেভিপি অনুরা কুমারা দিসানায়েকে ৷ এবার পার্লামেন্টও বামেদের দখলে যেতে চলেছে ৷

শ্রীলঙ্কায় 225 আসনের পার্লামেন্টে সংখ্য়াগরিষ্ঠতার জন্য প্রয়োজন 113টি আসন ৷ বৃহস্পতিবার ভোটপ্রক্রিয়া শেষ হতেই শুরু হয় ভোটগণনা ৷ শুক্রবার সকালে সংখ্য়াগরিষ্ঠার সেই গণ্ডি পেরিয়ে যায় এনপিপি ৷ কমিশনের তথ্য অনুযায়ী, ব্যালটে প্রায় 62 শতাংশ ভোট পেয়েছে বামেরা ৷ অন্যদিকে, প্রধান প্রতিপক্ষ সজিত প্রেমাদাসের দল সমগি জন বলওয়েগয়া (এসজেবি) 18 শতাংশ ও প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দল ন্যাশনল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিপি) পেয়েছে 5 শতাংশ ৷ মাত্র 2টি আসন পেয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজাপক্ষে পরিবারের দল শ্রীলঙ্কা পিপলস্ ফ্রন্ট (এসএলপিপি) ৷

উল্লেখ্য়, শ্রীলঙ্কা পার্লামেন্টের 225টি আসনের মধ্যে 196টি আসনে সরাসরি ভোট নেওয়া হয় ৷ বাকি 29টি আসন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির প্রাপ্ত ভোটের উপর নির্ভর করে ভাগ করে দেওয়া হয় ৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় পার্লামেন্ট নির্বাচনে অধীক ভোট পেতে চলেছে বাম জোট ৷

2022 সালে প্রবল অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় শ্রীলঙ্কায় ৷ সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷ তারপর দেশের ব্যাটন সামলাছিলেন প্রধানমন্ত্রী দিনেশ গুনবর্ধন এবং প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ৷ এরপর সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পান বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকে ৷ প্রেসিডেন্ট হয়েই পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনে সক্রিয় হন অনুরা দিসানায়েকে ৷

পড়ুন: শ্রীলঙ্কায় 'লাল ঝড়', প্রেসিডেন্ট পদে শপথ নিলেন বামপন্থী নেতা দিসানায়েকে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.