কিভ, 23 অগস্ট: রোদ ঝলমলে সকালে ইউক্রেনের রাজধানী কিভ-এ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যুদ্ধবিধ্বস্ত দেশে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷ এর প্রায় ছ'সপ্তাহ আগে প্রধানমন্ত্রী ভারতের মিত্রদেশ রাশিয়ায় গিয়েছিলেন ৷ তখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিন-মোদি সম্পর্কের সমালোচনা করেছিলেন ৷ ইউক্রেন-রাশিয়ায় যুদ্ধ শুরুর পর প্রথম তিনি সেদেশে পা রাখলেন ৷
শুক্রবার সকালে কিভ-এ পৌঁছনোর কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে তাঁর দেখা হয়েছে ৷ সেই ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, "আজ ভোরে কিভ পৌঁছেছি ৷ ভারতীয়রা আমাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন ৷" এদিনই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে ৷
1991 সালে সোভিয়েত ইউনিয়ন (ইউএসএসআর) ভেঙে যে দেশগুলি তৈরি হয়েছিল, তার মধ্যে অন্যতম ইউক্রেন ৷ সেদিক থেকে স্বাধীনতার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী বিশ্বের 'রুটির ঝুড়ি' ইউক্রেন সফরে গেলেন ৷
Reached Kyiv earlier this morning. The Indian community accorded a very warm welcome. pic.twitter.com/oYEV71BTlv
— Narendra Modi (@narendramodi) August 23, 2024
সোভিয়েত যুগের অবসান হলেও রাশিয়ার আগ্রাসন থেকে মুক্তি পায়নি ইউক্রেন ৷ 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করেন ৷ সেই থেকে দু'দেশের যুদ্ধ এখনও চলছে ৷ ভারত অবশ্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে কোনও দেশের পক্ষেই সমর্থন জানায়নি ৷ বরং বারবার কূটনৈতিক পথে আলোচনার মাধ্য়মে সমাধানের কথা জানিয়েছে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউক্রেন সফর নিয়ে সেদেশের জনগণ আশা করছেন যে মোদি হয়তো যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করতে পারবেন ৷ প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন সময়ে এই কথা জানিয়েছেন ৷ সম্প্রতি মস্কো সফরেও তাঁর মুখে যুদ্ধ বন্ধের কথা শোনা গিয়েছে ৷