ETV Bharat / international

দাউদাউ করে জ্বলছে দীর্ঘ জঙ্গল! দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পাকিস্তান - Pakistan Forest Fire

Pakistan Forest Fire: দাবানল নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে পাকিস্তান সরকার ৷ তাপপ্রবাহের কারণে পরিস্থিতি আরও বেগতিক বলে জানাচ্ছে প্রশাসন ৷ কবে মিলবে সমাধান ? উত্তর খুঁজছে ইসলামাবাদ ৷

Pakistan Forest Fire
দাবানল প্রসঙ্গে চিন্তায় পাকিস্তান সরকার (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Jun 3, 2024, 12:20 PM IST

ইসালামাবাদ, 3 জুন: তীব্র তাপপ্রবাহের কারণে দাউদাউ করে জ্বলছে দীর্ঘ ঘন জঙ্গল ৷ কোনও মতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দাবানলের লেলিহান শিখাকে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার ৷ স্থানীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বহু প্রচেষ্টার পর রবিবার খাইবার পাখতুনখাওয়ার মরগল্লা পাহাড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে প্রশাসন ৷

বহু প্রচেষ্টার পর সম্প্রতি মরগল্লা পাহাড়ের দুটি পৃথক স্থানে দাবানল নিয়ন্ত্রণে আনে ৷ সেই ঘটনার একদিন পর ফের একই ঘটনা ৷ ঘটনা প্রসঙ্গে ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান মেমোন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছয় ক্যাপিটল ডেভেলপমন্ট অথরিটি (সিডিএ) ৷ তাঁদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 36টি ইঞ্জিন ৷ অবশেষে নিয়ন্ত্রণে আনা যায় দাবানল ৷ তিনি বলেন, "সাম্প্রতিক সময়ে বেশ বেড়ে গিয়েছে দাবানলের সমস্যা ৷ কিছুদিন আগেই ইসলামাবাদের পাহাড়ি এলাকায় আগুন লেগে যায় ৷ যদিও আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি ৷ তবে ঘটনায় গত শুক্রবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷"

মেমোন আরও জানান, কয়েকদিন আগে রাওয়ালপিন্ডির বাঘার শরিফ জঙ্গলের প্রায় 15 থেকে 20 একড় এলাকায় আগুন ছড়িয়ে পড়ে ৷ উদ্ধারকারী আধিকারিকদের মতে, রুক্ষ এবং খাড়া ভূমির কারণে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ক্রমশ বাড়ছে ৷ তবে যে সমস্ত এলাকায় পৌঁছনে সম্ভব, সেখানে আগুন নেভানোর কাজ করা হচ্ছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে একটি জরুরি অভিযান শুরু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে ৷ আগুন নিয়ন্ত্রণের জন্য আরও কর্মী এবং যন্ত্রপাতিরও ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর ৷

পাকিস্তানের বেশ কয়েকটি অংশে গত সপ্তাহে 52.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তাপমাত্রা ৷ এই রেকর্ডের কারণ হিসেবে মূলত মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা ।

ইসালামাবাদ, 3 জুন: তীব্র তাপপ্রবাহের কারণে দাউদাউ করে জ্বলছে দীর্ঘ ঘন জঙ্গল ৷ কোনও মতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দাবানলের লেলিহান শিখাকে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার ৷ স্থানীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বহু প্রচেষ্টার পর রবিবার খাইবার পাখতুনখাওয়ার মরগল্লা পাহাড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে প্রশাসন ৷

বহু প্রচেষ্টার পর সম্প্রতি মরগল্লা পাহাড়ের দুটি পৃথক স্থানে দাবানল নিয়ন্ত্রণে আনে ৷ সেই ঘটনার একদিন পর ফের একই ঘটনা ৷ ঘটনা প্রসঙ্গে ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান মেমোন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছয় ক্যাপিটল ডেভেলপমন্ট অথরিটি (সিডিএ) ৷ তাঁদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 36টি ইঞ্জিন ৷ অবশেষে নিয়ন্ত্রণে আনা যায় দাবানল ৷ তিনি বলেন, "সাম্প্রতিক সময়ে বেশ বেড়ে গিয়েছে দাবানলের সমস্যা ৷ কিছুদিন আগেই ইসলামাবাদের পাহাড়ি এলাকায় আগুন লেগে যায় ৷ যদিও আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি ৷ তবে ঘটনায় গত শুক্রবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷"

মেমোন আরও জানান, কয়েকদিন আগে রাওয়ালপিন্ডির বাঘার শরিফ জঙ্গলের প্রায় 15 থেকে 20 একড় এলাকায় আগুন ছড়িয়ে পড়ে ৷ উদ্ধারকারী আধিকারিকদের মতে, রুক্ষ এবং খাড়া ভূমির কারণে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ক্রমশ বাড়ছে ৷ তবে যে সমস্ত এলাকায় পৌঁছনে সম্ভব, সেখানে আগুন নেভানোর কাজ করা হচ্ছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে একটি জরুরি অভিযান শুরু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে ৷ আগুন নিয়ন্ত্রণের জন্য আরও কর্মী এবং যন্ত্রপাতিরও ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর ৷

পাকিস্তানের বেশ কয়েকটি অংশে গত সপ্তাহে 52.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তাপমাত্রা ৷ এই রেকর্ডের কারণ হিসেবে মূলত মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.