ইসলামাবাদ ও নয়াদিল্লি, 30 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরকারিভাবে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে শেহবাজ শরিফ সরকার ৷ সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে খবর, অক্টোবরের মাঝামাঝি প্রতিবেশী দেশটিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠক হবে ৷ তাতে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ ৷ ভারত সরকারের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি ৷
দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ সাংবাদিকদের বলেন, "সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এর (এসসিও) বৈঠকে যোগ দিতে সব সদস্য দেশের সরকারকেই আমন্ত্রণ জানানো হয়েছে, এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৷ ইসলামাবাদে এসসিও-র সদস্য দেশগুলির সরকারের প্রধানদের নিয়ে কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট-এর (সিএইচজি) বৈঠক হবে ৷"
জিও নিউজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুমতাজ জাহরা বালোচ নিশ্চিত করে জানিয়েছেন, পাকিস্তান আসন্ন এসসিও বৈঠকের আয়োজক দেশ ৷ 15-16 অক্টোবর ইসলামাবাদে এই বৈঠক হবে ৷ এর দু'দিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছিলেন, পাকিস্তান অবশ্যই এই আঞ্চলিক বৈঠকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে ৷
এদিকে প্রধানমন্ত্রী পাকিস্তানে এসসিও বৈঠকে যোগ দিতে যাবেন কি না, তা নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে ৷ তিনি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলেও রটনা হয় ৷ বিদেশমন্ত্রক এই সব খবর খারিত করে একটি সরকারি বিবৃতি জারি করে ৷ তাতে জানানো হয়েছে, "বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর ঘুরে বেড়াচ্ছে, পাকিস্তানে এসসিও-র বৈঠকে প্রধানমন্ত্রী যোগ দেবেন না ৷ বা বিদেশ মন্ত্রক পাকিস্তানে এই এসসিও বৈঠকে যাবে ৷ বিদেশ মন্ত্রক এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ৷ এই জাতীয় খবরগুলি উপেক্ষা করা উচিত ৷"
2001 সালের 15 জুন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এর প্রতিষ্ঠা হয় ৷ 9টি দেশের সরকারের একটা আন্তর্জাতিক সংগঠন ৷ প্রথমে পাঁচটি দেশ নিয়ে সাংহাই ফাইভ নামের সংগঠন ছিল ৷ বর্তমানে 9টি সদস্য দেশ- কাজাকস্তান, চিন, কিরগিজস্তান, রাশিয়া, তাজাকস্তান, উজবেকিস্তান, ভারত, ইরান, পাকিস্তান যোগ দেয় ৷
গত বছরের জুলাই মাসে ভারত প্রথমবার এই সংগঠনের চেয়ারম্যানশিপ পায় ৷ তার আগে মে মাসে গোয়ায় সদস্য দেশগুলির বিদেশ মন্ত্রীদের নিয়ে এসসিও বৈঠক হয় ৷ সেই বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলওয়াল জারদারি ভুট্টো ৷ সেবার ইরান, বেলারুশ ও মঙ্গোলিয়াকেও আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার ৷