ETV Bharat / international

সেনা-সম্পত্তিতে হামলার 12 মামলায় ইমরান খানকে জামিন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালতের - ইমরান খান

Former Pakistan PM Imran Khan: গত 9 মে পাকিস্তানের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে 12টি মামলা দায়ের হয় ৷ শনিবার পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত সেই মামলায় জামিন দিয়েছে ইমরান খানকে ৷

Former Pakistan PM Imran Khan
Former Pakistan PM Imran Khan
author img

By PTI

Published : Feb 10, 2024, 4:16 PM IST

ইসলামাবাদ, 10 ফেব্রুয়ারি: পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত শনিবার সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গত 9 মে সামরিক সম্পত্তিতে হামলা সংক্রান্ত 12টি মামলায় জামিন দিয়েছে । বিচারক মালিক এজাজ আসিফ 0.1 মিলিয়ন টাকার বন্ডে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে জামিন দিয়েছেন ৷ যে মামলাগুলিতে ইমরান জামিন পেলেন, সেগুলির মধ্য়ে পাকিস্তানি সেনার জেনারেল হেড কোয়ার্টার ও আর্মি মিউজিয়াম হামলার মামলাও রয়েছে ৷ এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান এই খবর জানিয়েছে ।

আদালত জানিয়েছে যে 71 বছর বয়সী ইমরানকে গ্রেফতার করে রাখার কোনও যুক্তি নেই ৷ কারণ, গত 9 মে ওই মামলাগুলির সব অভিযুক্তই জামিনে রয়েছেন । তবে এই রায়ে ইমরান খানের জেলমুক্তি হচ্ছে না ৷ কারণ, বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এখন তিনি সাজাপ্রাপ্ত আসামী ৷ কিন্তু এই রায় অবশ্যই স্বস্তি দেবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷

তাছাড়া বৃহস্পতিবার পাকিস্তানে হয়ে যাওয়া নির্বাচনে ইমরানের দল প্রায় 100টি আসনে জিতেছে ৷ শুক্রবার এই বিষয়টি সামনে আসে ৷ তার পরদিনই জামিন পেলেন ইমরান ৷ তাঁর সঙ্গে তাঁর সরকারের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও 13টি মামলায় জামিন পেয়েছেন ৷

ইমরান খানের বিরুদ্ধে গত 9 মে হিংসার সঙ্গে সম্পর্কিত একাধিক মামলা দায়ের করা হয়েছিল ৷ এই মামলাগুলি তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতারের পর শুরু হয় । গত 6 ফেব্রুয়ারি এই মামলায় ইমরান ও কুরেশিকে অভিযুক্ত করা হয় ৷ তাঁদের আদালতে পেশ করা হয়৷ বিচারকের কাছে ইমরান জানান যে গত 9 মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করা হয় ৷ তাছাড়া সেনার সম্পত্তিতে হামলার অভিযোগও তিনি অস্বীকার করেন ৷

আরও পড়ুন:

  1. প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রীর 14 বছরের জেল
  2. 10 বছরের কারাদণ্ড ইমরান খানের, একই সাজা কুরেশিরও
  3. কোনও জোটে যাবে না ইমরানের দল, সরকার গড়তে সঙ্গীর সন্ধানে নওয়াজরা

ইসলামাবাদ, 10 ফেব্রুয়ারি: পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত শনিবার সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গত 9 মে সামরিক সম্পত্তিতে হামলা সংক্রান্ত 12টি মামলায় জামিন দিয়েছে । বিচারক মালিক এজাজ আসিফ 0.1 মিলিয়ন টাকার বন্ডে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে জামিন দিয়েছেন ৷ যে মামলাগুলিতে ইমরান জামিন পেলেন, সেগুলির মধ্য়ে পাকিস্তানি সেনার জেনারেল হেড কোয়ার্টার ও আর্মি মিউজিয়াম হামলার মামলাও রয়েছে ৷ এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান এই খবর জানিয়েছে ।

আদালত জানিয়েছে যে 71 বছর বয়সী ইমরানকে গ্রেফতার করে রাখার কোনও যুক্তি নেই ৷ কারণ, গত 9 মে ওই মামলাগুলির সব অভিযুক্তই জামিনে রয়েছেন । তবে এই রায়ে ইমরান খানের জেলমুক্তি হচ্ছে না ৷ কারণ, বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এখন তিনি সাজাপ্রাপ্ত আসামী ৷ কিন্তু এই রায় অবশ্যই স্বস্তি দেবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷

তাছাড়া বৃহস্পতিবার পাকিস্তানে হয়ে যাওয়া নির্বাচনে ইমরানের দল প্রায় 100টি আসনে জিতেছে ৷ শুক্রবার এই বিষয়টি সামনে আসে ৷ তার পরদিনই জামিন পেলেন ইমরান ৷ তাঁর সঙ্গে তাঁর সরকারের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও 13টি মামলায় জামিন পেয়েছেন ৷

ইমরান খানের বিরুদ্ধে গত 9 মে হিংসার সঙ্গে সম্পর্কিত একাধিক মামলা দায়ের করা হয়েছিল ৷ এই মামলাগুলি তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতারের পর শুরু হয় । গত 6 ফেব্রুয়ারি এই মামলায় ইমরান ও কুরেশিকে অভিযুক্ত করা হয় ৷ তাঁদের আদালতে পেশ করা হয়৷ বিচারকের কাছে ইমরান জানান যে গত 9 মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করা হয় ৷ তাছাড়া সেনার সম্পত্তিতে হামলার অভিযোগও তিনি অস্বীকার করেন ৷

আরও পড়ুন:

  1. প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রীর 14 বছরের জেল
  2. 10 বছরের কারাদণ্ড ইমরান খানের, একই সাজা কুরেশিরও
  3. কোনও জোটে যাবে না ইমরানের দল, সরকার গড়তে সঙ্গীর সন্ধানে নওয়াজরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.