ETV Bharat / international

রাফা থেকে প্যালেস্তিনীয়দের সরতে নির্দেশ ইজরায়েলের, অভিযানের আশঙ্কা - Israeli Army

author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 8:03 PM IST

Israeli Army
সেনার অভিযান (ইটিভি ভারত)

Israeli Army: রাফায় অভিযান চালাতে পারে ইজরায়েল ৷ সেই কারণে সোমবার তারা ওই এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে ৷ কোন পথে যেতে হবে, সেই সংক্রান্ত মানচিত্রও পৌঁছে দিচ্ছে তারা ৷ যাঁরা রাফা থেকে সরে আসবেন, তাঁদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে ইজরায়েল ৷

জেরুজালেম, 6 মে: গাজার দক্ষিণ অংশে রাফায় অনেকদিন ধরেই সেনা অভিযান চালানোর পরিকল্পনা করছে ইজরায়েল ৷ এবার সেই অভিযান শুরু করতে পারে তারা ৷ সোমবার তারা ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ৷ এর থেকেই অনুমান করা হচ্ছে যে শীঘ্রই তারা ওই অভিযান চালাবে ৷

কিন্তু এই অভিযান শুরু হলে ইজরায়েল ও হামাসের মধ্যে যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা চলছে, তা ভেস্তে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ইজরায়েলি সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানান, প্রায় 1 লক্ষ লোককে সরে যেতে বলা হয়েছে ৷ এই নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে ইজরায়েল ৷ ওই মানচিত্রে দেখানো আছে কোন পথে নিরাপদে অন্যত্র সরতে পারবেন বাসিন্দারা ৷ আকাশপথে সেই মানচিত্র পৌঁছে দেওয়ার কাজও চলছে ৷

ওই এলাকা থেকে রকেট হামলা চালিয়ে হামাস তিনজন ইজরায়েলি সৈনিককে হত্যা করে ৷ তার পরই ওই এলাকায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছে ইজরায়েল ৷ কিন্তু আদৌ সেখান থেকে স্থানীয় মানুষ সরতে পারবে কি না, সেই প্রশ্ন থেকে যাচ্ছে ৷ কারণ, সেখানে এখন প্রায় 1.4 মিলিয়ন লোক আশ্রয় নিয়ে রয়েছেন ৷

তবে ইজরায়েল জানিয়েছে, রাফার নিকটবর্তী মুয়াজি এলাকায় তারা মানবিক আশ্রয়ের ব্য়বস্থা করবে ৷ সেখানেই রাফা থেকে আসা মানুষের আশ্রয় নিতে পারবেন ৷ সেখানে হাসপাতাল, তাঁবু, খাবার ও জলের ব্যবস্থা করা হচ্ছে ৷ এখনই খুবই কষ্টের জীবন যাপন করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের ৷ নতুন করে অন্যত্র আশ্রয় নিতে হলে তাঁদের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

যদিও নতুন করে অভিযান নিয়ে আগেই আপত্তি জানিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ তাছাড়া মিশর ও কাতারও চায় ইজরায়েল এবং হামাসের মধ্য়ে সংঘর্ষ বিরতি হোক ৷ কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় অভিযানে অনড় ৷ তারা ওই এলাকায় হামাসকে শেষ করতে চায় তারা ৷ তারা এই নিয়ে দায় চাপিয়েছে হামাসের উপর৷ ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের দাবি, সংঘর্ষবিরতি নিয়ে আন্তরিক নয় হামাস ৷ সেই কারণে অদূর ভবিষ্যতে রাফায় অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ওয়েস্ট ব্যাংকে সবচেয়ে প্রাণঘাতী ইজরায়েলি হামলা ! মৃত 14 প্যালেস্তিনীয়
  2. গাজায় সমুদ্রপথে সাহায্য পৌঁছে দিতে রাজি রাষ্ট্রসংঘ
  3. মধ্যপ্রাচ্য থেকে এখনই সরছে না মার্কিন যুদ্ধ সামগ্রী, জানালেন প্রতিরক্ষা সচিব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.