ETV Bharat / international

ইজরায়েলি এয়ারস্ট্রাইকে বিধ্বস্ত লেবানন, মহিলা ও শিশু-সহ নিহত 492 জন ! - Israeli Airstrike at Lebanon

Lebanon Attack: ইজরায়েলি এয়ারস্ট্রাইকে নিহত 492 জন ৷ সোমবারের হামলার পর এমনই দাবি করল লেবানন ৷

Lebanon Attack
লেবাননে ইজরায়েলি হামলা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Sep 24, 2024, 11:20 AM IST

লেবানন, 24 সেপ্টেম্বর: ঠিক যেন দ্বিতীয় গাজা ! পেজার বিস্ফোরণ ও ওয়াকি-টকির মাধ্যমে হামলার রেশ কাটতে না-কাটতেই লেবাননে এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ এই হামলায় প্রাণ হারিয়েছেন 492 জন ৷ আহত দেড় হাজারেরও বেশি মানুষ ৷

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে 35 জন শিশু ও 58 জন মহিলা রয়েছেন ৷ 2006 সালের ইজরায়েল-হিজবুল্লা যুদ্ধের পর এই প্রথম এতো বড় হামলা চালাল ইজরায়েলি সেনা ৷ এমনই দাবি করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ৷

পেজার হামলার পর লেবানিজদের দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ একটি অডিয়ো বার্তায় তিনি লেবানিজদের ইজরায়েলে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেন ৷ অভিযান শেষ হলে তাঁরা ফের দেশে ফিরতে পারবেন বলেও জানান নেতানিয়াহু ৷ তারপরই ইজরায়েল-লেবানন সীমান্তবর্তী এলাকায় এয়ারস্ট্রাইক চালায় আইডিএফ ৷

ইজরায়েল সেনার মুখপাত্র রিয়ার অ্যডমিরাল ড্যানিয়ল হাগারি জানান, লেবানিজদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল ৷ তাঁদের আশ্রয় দেওয়ার জন্য সেনার তরফে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয় ৷ তিনি বলেন, "ইজরায়েলের সীমান্ত থেকে হিজবুল্লাদের সরাতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব আমরা ৷" সেই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজনে এবার স্থলপথেও লেবানন আক্রমণ করবে আইডিএফ ৷

হাগারির দাবি, "আমরা কোনও দিন যুদ্ধ চাইনি ৷ তবে দেশে নিরাপত্তা বজায় রাখতে যা করার তাই করব ৷ আশা করছি, খুব শীঘ্রই আমাদের এই অভিযান শেষ হয়ে যাবে ৷" তিনি জানিয়েছেন, গত অক্টোবর থেকে এখনও পর্যন্ত প্রায় 9 হাজার ড্রোন ও রকেট নিয়ে ইজরায়েলের উপর হামলা চালিয়েছে হিজবুল্লা ৷ তাঁর কথায়, "দক্ষিণী লেবাননকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে হিজবুল্লা ৷"

ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে বরাবরই প্যালেস্তাইনকে সমর্থন জানিয়েছে লেবানন ৷ আর সেই কারণে 2006 সালে ইজরায়েলি হামলার মুখোমুখি হতে হয় ৷ সেই সময়, প্রাণের বাঁচার লক্ষ্যে দেশ ছেড়ে বেইরুতের দিকে পালিয়ে যান হাজার হাজার লেবানিজ ৷ প্রায় এক বছর ধরে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে চলে যুদ্ধ ৷ এই যুদ্ধেও প্যালেস্তাইনের সমর্থনে এগিয়ে এসেছে লেবানন ৷

প্রসঙ্গত, ইজরায়েলি হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ও ওয়েস্ট ব্য়াংক ৷ একের পর এক রকেট হামলায় প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ ৷ মৃতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্য়া কোনও অংশে কম নয় ৷ যুদ্ধ থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমের শক্তিধর দেশগুলি ৷ কিন্তু হিজবুল্লাদের নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে ইজরায়েলি সেনা ৷ তাই লেবাননের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আডিএফ ৷

লেবানন, 24 সেপ্টেম্বর: ঠিক যেন দ্বিতীয় গাজা ! পেজার বিস্ফোরণ ও ওয়াকি-টকির মাধ্যমে হামলার রেশ কাটতে না-কাটতেই লেবাননে এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ এই হামলায় প্রাণ হারিয়েছেন 492 জন ৷ আহত দেড় হাজারেরও বেশি মানুষ ৷

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে 35 জন শিশু ও 58 জন মহিলা রয়েছেন ৷ 2006 সালের ইজরায়েল-হিজবুল্লা যুদ্ধের পর এই প্রথম এতো বড় হামলা চালাল ইজরায়েলি সেনা ৷ এমনই দাবি করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ৷

পেজার হামলার পর লেবানিজদের দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ একটি অডিয়ো বার্তায় তিনি লেবানিজদের ইজরায়েলে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেন ৷ অভিযান শেষ হলে তাঁরা ফের দেশে ফিরতে পারবেন বলেও জানান নেতানিয়াহু ৷ তারপরই ইজরায়েল-লেবানন সীমান্তবর্তী এলাকায় এয়ারস্ট্রাইক চালায় আইডিএফ ৷

ইজরায়েল সেনার মুখপাত্র রিয়ার অ্যডমিরাল ড্যানিয়ল হাগারি জানান, লেবানিজদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল ৷ তাঁদের আশ্রয় দেওয়ার জন্য সেনার তরফে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয় ৷ তিনি বলেন, "ইজরায়েলের সীমান্ত থেকে হিজবুল্লাদের সরাতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব আমরা ৷" সেই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজনে এবার স্থলপথেও লেবানন আক্রমণ করবে আইডিএফ ৷

হাগারির দাবি, "আমরা কোনও দিন যুদ্ধ চাইনি ৷ তবে দেশে নিরাপত্তা বজায় রাখতে যা করার তাই করব ৷ আশা করছি, খুব শীঘ্রই আমাদের এই অভিযান শেষ হয়ে যাবে ৷" তিনি জানিয়েছেন, গত অক্টোবর থেকে এখনও পর্যন্ত প্রায় 9 হাজার ড্রোন ও রকেট নিয়ে ইজরায়েলের উপর হামলা চালিয়েছে হিজবুল্লা ৷ তাঁর কথায়, "দক্ষিণী লেবাননকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে হিজবুল্লা ৷"

ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে বরাবরই প্যালেস্তাইনকে সমর্থন জানিয়েছে লেবানন ৷ আর সেই কারণে 2006 সালে ইজরায়েলি হামলার মুখোমুখি হতে হয় ৷ সেই সময়, প্রাণের বাঁচার লক্ষ্যে দেশ ছেড়ে বেইরুতের দিকে পালিয়ে যান হাজার হাজার লেবানিজ ৷ প্রায় এক বছর ধরে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে চলে যুদ্ধ ৷ এই যুদ্ধেও প্যালেস্তাইনের সমর্থনে এগিয়ে এসেছে লেবানন ৷

প্রসঙ্গত, ইজরায়েলি হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ও ওয়েস্ট ব্য়াংক ৷ একের পর এক রকেট হামলায় প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ ৷ মৃতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্য়া কোনও অংশে কম নয় ৷ যুদ্ধ থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমের শক্তিধর দেশগুলি ৷ কিন্তু হিজবুল্লাদের নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে ইজরায়েলি সেনা ৷ তাই লেবাননের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আডিএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.