ওয়াশিংটন, 20 এপ্রিল: ভারতীয় মাদক পাচারকারী বানমিত সিংকে 5 বছরের কারাদণ্ডের সাজা দিল মার্কিন আদালত ৷ সেই সঙ্গে বানমিত সিংয়ের 150 মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভারতীয় অর্থে যার ওই সম্পত্তির পরিমাণ সাড়ে বারোশো কোটির টাকার বেশি ৷ মূলত, ডার্ক ওয়েবে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মাদক বিক্রি করত এই বানমিত সিং ৷ সেই অপরাধে মার্কিন আদালত বানমিতকে দোষী সাব্যস্ত করে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, মেরিল্যান্ড, নিউইয়র্ক, নর্থ ডাকোটা ও ওয়াশিংটন শহরে ডার্ক ওয়েবের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার মাদক বিক্রি করেছিলেন ভারতীয় বানমিত সিং ৷ সেই অভিযোগে 2019 সালের এপ্রিল মাসে তাঁকে লন্ডন থেকে গ্রেফতার করা হয় ৷ মার্কিন প্রশাসনের অনুরোধে বানমিতকে গ্রেফতার করেছিল স্কটল্যান্ড ইয়ার্ড ৷ সেখানে 3 বছর বিচারাধীন থাকার পর 2023 সালের মার্চ মাসে বানমিতকে প্রত্যাপর্ণ করানো হয় মার্কিন মুলুকে ৷
মার্কিন আদালতের নথি অনুযায়ী, বানমিত ডার্ক ওয়েবে একাধিক ভেন্ডর মার্কেটিং সাইট তৈরি করেছিল ৷ সিল্ক রোড, আলফা বে, হানসা-সহ একাধিক নামে মার্কেটিং সাইট তৈরি করা হয় ৷ সেখানেই নিষিদ্ধ বিভিন্ন পণ্য ও ফেন্টানাইল, এলএসডি, এক্সট্যাসি, জ্যানাক্স, কেটামাইন ও ট্রামাডোলের মতো মূল্যবান মাদক বিক্রি করত ৷ সেই ভেন্ডর সাইটগুলি ব্যবহার করে মাদকের গ্রাহকরা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে বানমিত সিংকে টাকা পাঠিয়ে দিত ৷
অর্ডার অনুযায়ী বানমিত সিং নিজে লন্ডন থেকে শিপমেন্টের ব্যবস্থা করে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পৌঁছে দিত ৷ প্রধানত ইউএস মেইল শিপমেন্টের ব্যবহার করত সে ৷ মাঝে মধ্যে দু’-একটি সংস্থার মাধ্যমে শিপমেন্ট পাঠানো হত ৷ 2012 থেকে 2017 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্ততপক্ষে আটটি শহরে মাদক সরবরাহ করত ৷ ওহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, মেরিল্যান্ড, নিউইয়র্ক, নর্থ ডাকোটা ও ওয়াশিংটন শহরে মাদকপাচারের নিয়ন্ত্রক ছিল বানমিত ৷
পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পৌঁছানোর পর, সেখান থেকে নতুন করে শিপমেন্টের মাধ্যমে কানাডা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও জামাইকায় চলে যেত ৷ অর্থাৎ, লন্ডন থেকে বসে পশ্চিম বিশ্বের তাবড় দেশগুলিতে মাদকচক্রের মাথা হয়ে উঠেছিল বানমিত সিং ৷ শুক্রবার মার্কিন আদালতে রায় ঘোষণার সময় এই তথ্য জানিয়েছেন বিচারক ৷
আরও পড়ুন: