ETV Bharat / international

কানাডায় বন্দুকবাজের হামলায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত নির্মাণ ব্যবসায়ীর - Shootout in Canada - SHOOTOUT IN CANADA

Shootout in Canada: কানাডার দক্ষিণ এডমন্টনে আবাসিক এলাকায় বন্দুকবাজের হামলা ৷ গুলিতে ভারতীয় বংশোদ্ভূত নির্মাণ সংস্থার মালিক-সহ দুই ব্যক্তি নিহত হয়েছেন । আহত হয়েছেন একজন ৷ মৃত ভারতীয়র নাম বুটা সিং গিল ৷

Shootout in Canada
Shootout in Canada
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 11:10 AM IST

অটোয়া(কানাডা), 10 এপ্রিল: কানাডায় দিনে দুপুরে শুটআউট ৷ বন্দুকবাজের হমলায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত নির্মাণ সংস্থার মালিক-সহ দু'জনের ৷ গুরুতর আহত আরও এক ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কানাডার আলবার্টা প্রদেশের কাভানাঘের আশেপাশে একটি আবাসিক এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আধিকারিকরা সেখানে যান ৷ 49 ও 57 বছর বয়সি দুজনের দেহ এবং 51 বছর বয়সি ব্যক্তিকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয় । ওই ব্যক্তির অবস্থা আশংকাজনক । মঙ্গলবার এবং বুধবার মৃতদের ময়নাতদন্ত হয় ৷

নিহত ভারতীয়র নাম বুটা সিং গিল ৷ শহরের পঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ছিল নির্মাণ সংস্থার মালিকের । প্রাক্তন সিটি কাউন্সিলর মহিন্দর বাঙ্গা ঘটনাস্থলে বলেন, "বুটা সিং গিল অন্যদের সাহায্য করার জন্য পরিচিত ছিল । মানুষটি তাঁর ক্ষমতার বাইরে গিয়েও সকলকে সাহায্য করতেন। কেন কেউ তাঁকে কেন আঘাত করবে?" মহিন্দর বাঙ্গা জানান, তিনি বুটা সিং গিলকে ভালো করেই চেনেন । তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন ৷ তিনি যে কাউকে সাহায্য করতেন ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেখানে এই হামলার ঘটনা ঘটেছে তার আশেপাশে বসবাসকারী বেশ কয়েকজন বিকট শব্দ শুনতে পেয়েছিলেন । অ্যাবি সিবেন তাঁদের মধ্যে একজন ৷ তিনি দুপুরের দিকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন যখন এই বিকট শব্দ শুনতে পান বলে জানান । অ্যাবি সিবেন বলেন, "আমি আমার দুই বাচ্চাকে নিয়ে কাভানাঘ বুলেভার্ডে হাঁটছিলাম যখন আমার বাড়ির কাছে একটি নির্মাণ সাইট থেকে শব্দটি ভেসে আসে । আমি অন্তত চারটি গুলির শব্দ শুনেছি ।"

আরও পড়ুন:

  1. এক সপ্তাহের মধ্য দ্বিতীয় ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার মার্কিন যুক্তরাষ্ট্রে
  2. মার্কিন মুলুকে ফের ভারতীয় ছাত্রের মৃত্যু
  3. টাকা নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত দোকানের কর্মী, অধরা আততায়ীরা

অটোয়া(কানাডা), 10 এপ্রিল: কানাডায় দিনে দুপুরে শুটআউট ৷ বন্দুকবাজের হমলায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত নির্মাণ সংস্থার মালিক-সহ দু'জনের ৷ গুরুতর আহত আরও এক ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কানাডার আলবার্টা প্রদেশের কাভানাঘের আশেপাশে একটি আবাসিক এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আধিকারিকরা সেখানে যান ৷ 49 ও 57 বছর বয়সি দুজনের দেহ এবং 51 বছর বয়সি ব্যক্তিকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয় । ওই ব্যক্তির অবস্থা আশংকাজনক । মঙ্গলবার এবং বুধবার মৃতদের ময়নাতদন্ত হয় ৷

নিহত ভারতীয়র নাম বুটা সিং গিল ৷ শহরের পঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ছিল নির্মাণ সংস্থার মালিকের । প্রাক্তন সিটি কাউন্সিলর মহিন্দর বাঙ্গা ঘটনাস্থলে বলেন, "বুটা সিং গিল অন্যদের সাহায্য করার জন্য পরিচিত ছিল । মানুষটি তাঁর ক্ষমতার বাইরে গিয়েও সকলকে সাহায্য করতেন। কেন কেউ তাঁকে কেন আঘাত করবে?" মহিন্দর বাঙ্গা জানান, তিনি বুটা সিং গিলকে ভালো করেই চেনেন । তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন ৷ তিনি যে কাউকে সাহায্য করতেন ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেখানে এই হামলার ঘটনা ঘটেছে তার আশেপাশে বসবাসকারী বেশ কয়েকজন বিকট শব্দ শুনতে পেয়েছিলেন । অ্যাবি সিবেন তাঁদের মধ্যে একজন ৷ তিনি দুপুরের দিকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন যখন এই বিকট শব্দ শুনতে পান বলে জানান । অ্যাবি সিবেন বলেন, "আমি আমার দুই বাচ্চাকে নিয়ে কাভানাঘ বুলেভার্ডে হাঁটছিলাম যখন আমার বাড়ির কাছে একটি নির্মাণ সাইট থেকে শব্দটি ভেসে আসে । আমি অন্তত চারটি গুলির শব্দ শুনেছি ।"

আরও পড়ুন:

  1. এক সপ্তাহের মধ্য দ্বিতীয় ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার মার্কিন যুক্তরাষ্ট্রে
  2. মার্কিন মুলুকে ফের ভারতীয় ছাত্রের মৃত্যু
  3. টাকা নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত দোকানের কর্মী, অধরা আততায়ীরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.