নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: দেশে ফিরলেন গুপ্তচরবৃত্তির মামলায় 'মৃত্যুদণ্ড' পাওয়া 7 প্রাক্তন নৌ- সোনা কর্তা ৷ দীর্ঘ 18 মাস তাঁরা কাতারের কারাগারে আটকে ছিলেন ৷ বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত 8 জন নৌ-কর্তাদের মধ্যে 7 জন ভারতে ফিরে এসেছেন ৷ কাতার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত সরকার ৷
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে 26 অক্টোবর কাতারের আদালত তাঁদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল ৷ এরপরই 8 ভারতীয় নৌ-কর্তাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় ভারতীয় বিদেশমন্ত্রক ৷ সেই মতোই সেদেশের সরকারে সঙ্গে যোগাযোগ করে ৷ নৌ-কর্তাদের মুক্তির পরই কাতারের আমিরকে ধন্যবাদ জানানো হয়েছে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতীয় নৌ-সেনা বাহিনীর এই 8 প্রাক্তন অফিসার কাতারের দাহরা গ্লোবাল কোম্পানিতে কর্মরত ছিলেন ৷ সেখানেই তাঁদের বিরুদ্ধে তথ্যপাচারের অভিযোগ উঠেছিল ৷
2022 সালের অগস্ট মাসে কাতারে আইন ভঙ্গ ও তথ্যপাচারের অভিযোগে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছিল ৷ 2023 সালের 26 অক্টোবর এই নৌকর্তাদের 'মৃত্যুদণ্ডের' সাজা ঘোষণা করে কাতারের কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স ৷ এরপরই এই নৌ-কর্তাদের দেশে ফেরাতে হস্তক্ষেপ করে বিদেশ মন্ত্রক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপে দু'দেশের মধ্যে আলোচনা হয় ৷ 2015 সালে হওয়া ভারত-কাতার চুক্তির ব্যবহার করা হতে পারে বলেও জানা গিয়েছিল বিভিন্ন সূত্রে ৷
সূত্রের খবর, কূটনৈতিক তৎপরতায় ভারত সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত 8 ভারতীয় নৌ কর্তাকে মুক্ত করা গিয়েছে ৷ দুবাইতে অনুষ্ঠিত হওয়া সিওপি28 সামিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে কাতারে আটকে থাকা নৌ-সেনা কর্তাদের মুক্তির ব্যাপারেও আলোচনা হয়েছিল ৷ বিদেশ মন্ত্রকের নবনিযুক্ত মুখপাত্র, "সাজা ঘোষণার 60 দিনের মধ্যে বিষয়টি আদালতে আপিল করা যেতে পারে। সেই মতোই কাতারের সর্বোচ্চ আদালত আপিল করেছিল বিদেশমন্ত্রক।" অবশেষে মুক্তি মিলল 8 নৌ-সেনা কর্তার ৷
আরও পড়ুন: