ETV Bharat / international

রাশিয়ার একাধিক ধর্মীয় স্থানে জঙ্গি হামলা, নিহত কমপক্ষে 15 - Gunmen attack churches in Russia

author img

By PTI

Published : Jun 24, 2024, 11:42 AM IST

Terrorist Attacks in Russia: সন্ত্রাসের কবলে রাশিয়া ৷ মস্কোর দাগেস্তান শহরের একাধিক ধর্মীয়স্থানে হামলা চালাল জঙ্গিরা ৷ একের পর এক হামলায় নিহত কমপক্ষে 15 জন পুলিশকর্মী ৷ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ ৷ এই ঘটনায় 3 দিনের শোকের ঘোষণা দাগেস্তানের গভর্নর ৷

Russia Terror Attack
রাশিয়ার একাধিক ধর্মীয় স্থানে জঙ্গি হামলা (প্রতীকী চিত্র)

মস্কো, 24 জুন: রাশিয়ার দাগেস্তানে জঙ্গিহানা ৷ ইহুদি উপাসনালয়, দুই অর্থোডক্স গির্জা এবং একটি ট্রাফিক পুলিশ পোস্টে হামলা চালাল একদল সশস্ত্র জঙ্গি ৷ হামলায় নিহত অন্তত 15 জন পুলিশ আধিকারিক, এক যাজক এবং ন্যাশনাল গার্ডের এক সদস্য-সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ রবিবার এক ভিডিয়ো বার্তা প্রকাশ করে ঘটনার কথা জানিয়েছেন দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ ৷ ঘটনার ভয়াবহতার কথা বিবেচনা করে সোমবার থেকে আগামী 3 দিন এলাকায় শোকদিবস পালিত হবে বলে জানিয়েছেন গভর্নর ৷

দাগেস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছে, ক্যাসপিয়ান সমুদ্রের কাছে স্থিত ডারবেন্ট শহরের একটি ইহুদি উপাসনালয় এবং একটি গির্জায় হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী ৷ হামলার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা ৷ ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গির্জা এবং উপাসনালয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতী ৷

এই ঘটনার কিছুক্ষণের মধ্যে মুসলিম অধ্যুষিত রাজধানী মাখাচকালায় একটি ট্রাফিক পুলিশ পোস্টে হামলার খবর পাওয়া যায় । আরআইএ নোভোস্তির রিপোর্ট অনুযায়ী, হামলায় প্রাণ হারান 6 জন পুলিশকর্মী ৷ গুরুতর আহত হন আরও 12 জন পুলিশকর্মী ৷ তবে নিরাপত্তাবাহিনীর পালটা আক্রমণে খতম 4 জঙ্গি ৷ যদিও এখনও কোনও জঙ্গি সংগঠন হামলা দায় স্বীকার করেনি ৷

তবে দাগেস্তানের এক সরকারি আধিকারিক এই ঘটনার জন্য ইউক্রেন এবং ন্যাটোকেই দায় করেছে ৷ দাগেস্তানের আইন প্রণেতা আব্দুলখাকিম গাদজেইবের মতে, এই সন্ত্রাসী হামলাগুলো কোনও না কোনওভাবে ইউক্রেন ও ন্যাটো দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত। এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ ইতিমধ্যেই জঙ্গি আইনের আওতায় একটি ফৌজদারি মামলা করে তদন্ত শুরু করেছে প্রশাসন ৷ স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দাগেস্তানের এক আধিকারিকের ছেলেকে আটক করা হয়েছে ।

মস্কো, 24 জুন: রাশিয়ার দাগেস্তানে জঙ্গিহানা ৷ ইহুদি উপাসনালয়, দুই অর্থোডক্স গির্জা এবং একটি ট্রাফিক পুলিশ পোস্টে হামলা চালাল একদল সশস্ত্র জঙ্গি ৷ হামলায় নিহত অন্তত 15 জন পুলিশ আধিকারিক, এক যাজক এবং ন্যাশনাল গার্ডের এক সদস্য-সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ রবিবার এক ভিডিয়ো বার্তা প্রকাশ করে ঘটনার কথা জানিয়েছেন দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ ৷ ঘটনার ভয়াবহতার কথা বিবেচনা করে সোমবার থেকে আগামী 3 দিন এলাকায় শোকদিবস পালিত হবে বলে জানিয়েছেন গভর্নর ৷

দাগেস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছে, ক্যাসপিয়ান সমুদ্রের কাছে স্থিত ডারবেন্ট শহরের একটি ইহুদি উপাসনালয় এবং একটি গির্জায় হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী ৷ হামলার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা ৷ ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গির্জা এবং উপাসনালয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতী ৷

এই ঘটনার কিছুক্ষণের মধ্যে মুসলিম অধ্যুষিত রাজধানী মাখাচকালায় একটি ট্রাফিক পুলিশ পোস্টে হামলার খবর পাওয়া যায় । আরআইএ নোভোস্তির রিপোর্ট অনুযায়ী, হামলায় প্রাণ হারান 6 জন পুলিশকর্মী ৷ গুরুতর আহত হন আরও 12 জন পুলিশকর্মী ৷ তবে নিরাপত্তাবাহিনীর পালটা আক্রমণে খতম 4 জঙ্গি ৷ যদিও এখনও কোনও জঙ্গি সংগঠন হামলা দায় স্বীকার করেনি ৷

তবে দাগেস্তানের এক সরকারি আধিকারিক এই ঘটনার জন্য ইউক্রেন এবং ন্যাটোকেই দায় করেছে ৷ দাগেস্তানের আইন প্রণেতা আব্দুলখাকিম গাদজেইবের মতে, এই সন্ত্রাসী হামলাগুলো কোনও না কোনওভাবে ইউক্রেন ও ন্যাটো দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত। এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ ইতিমধ্যেই জঙ্গি আইনের আওতায় একটি ফৌজদারি মামলা করে তদন্ত শুরু করেছে প্রশাসন ৷ স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দাগেস্তানের এক আধিকারিকের ছেলেকে আটক করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.