ETV Bharat / international

ঈশ্বর রক্ষা করেছেন, প্রাণঘাতী হামলা নিয়ে প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্পের - Donald Trump

Attack on Donald Trump: বড় কিছু হওয়া থেকে ঈশ্বর রক্ষা করেছেন । আমরা ভয় পাব না ৷ তাঁর উপর হওয়া হামলার ঘটনায় নিয়ে এমনটাই প্রতিক্রিয়া আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ৷

Donald Trump
ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 9:47 PM IST

ওয়াশিংটন, 14 জুলাই: পেনসিলভেনিয়ায় নির্বাচনী জনসভায় প্রাণঘাতী হামলা হয় আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি ৷ ঈশ্বরের জন্যই তাঁর প্রাঁণ বেঁচে গিয়েছে ৷ হামলার পর প্রাথমিক প্রতিক্রিয়া এমনটাই দাবি ট্রাম্পের ৷

সোশাল মিডিয়া পোস্টে এ দিন তাঁকে হত্যার চেষ্টার পরে ঐক্যের আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট । ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "আপনাদের সকলের শুভ কামনা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ ৷ বড় কিছু হওয়া থেকে ঈশ্বর রক্ষা করেছেন । আমরা ভয় পাব না, বরং আমাদের বিশ্বাসে অনড় থাকব এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াব ৷"

ট্রাম্প আরও বলেন, "আমি ঘটনায় জখম অনান্যদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং মৃত সমর্থকের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ হৃদয়ে সেই নাগরিকের স্মৃতি ধরে রাখুন যিনি এই ঘটনায় ভয়ানকভাবে নিহত হয়েছেন । এই মুহুর্তে এটি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমরা একসঙ্গে দাঁড়িয়ে লড়াই করি এবং আমেরিকার নাগরিক হিসাবে আমাদের যথার্থ দেশভক্তি দেখাই ৷ আমরা দৃঢ় সংকল্প নিই যে অশুভ শক্তিকে আমরা কোনওভাবেই জয়ী হতে দেব না ৷"

সিক্রেট সার্ভিসের তথ্য বলছে, ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে বুলেট বেরিয়ে গিয়েছে ৷ তাতেই আহত হয়েছেন তিনি ৷ যদিও হাসপাতালে চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ রিপাবলিকান পার্টির নেতা ৷ ওই ঘটনায় এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে ৷ তাঁর বয়স 20 বছর ৷ গুলিবিদ্ধ হয় এক ট্রাম্প সমর্থকেরও মৃত্যু হয়েছে ৷ সভায় আসা দু'জন দর্শক গুরুতর আহত হয়েছেন ৷

ডোনাল্ড ট্রাম্প নিজে একটি সোশাল মিডিয়া পোস্টে তাঁর উপর হামলার অভিজ্ঞতার ভাগ করে নিয়েছেন ৷ তিনি জানান, "একটি গুলি করা হয়েছিল, যা আমার ডান কানের উপরের অংশে লেগে বেরিয়ে যায় হয়েছিল।" আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং অনান্য দলের রাজনৈতিক নেতারা এই হামলার তীব্র নিন্দা করেছেন । বাইডেন বলেন, "আমেরিকাতে এই ধরণের হিংসার কোন স্থান নেই ৷" ন্যাটোর প্রধানও হামলার নিন্দা করেছেন । বন্ধু ট্রাম্পের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

ওয়াশিংটন, 14 জুলাই: পেনসিলভেনিয়ায় নির্বাচনী জনসভায় প্রাণঘাতী হামলা হয় আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি ৷ ঈশ্বরের জন্যই তাঁর প্রাঁণ বেঁচে গিয়েছে ৷ হামলার পর প্রাথমিক প্রতিক্রিয়া এমনটাই দাবি ট্রাম্পের ৷

সোশাল মিডিয়া পোস্টে এ দিন তাঁকে হত্যার চেষ্টার পরে ঐক্যের আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট । ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "আপনাদের সকলের শুভ কামনা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ ৷ বড় কিছু হওয়া থেকে ঈশ্বর রক্ষা করেছেন । আমরা ভয় পাব না, বরং আমাদের বিশ্বাসে অনড় থাকব এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াব ৷"

ট্রাম্প আরও বলেন, "আমি ঘটনায় জখম অনান্যদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং মৃত সমর্থকের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ হৃদয়ে সেই নাগরিকের স্মৃতি ধরে রাখুন যিনি এই ঘটনায় ভয়ানকভাবে নিহত হয়েছেন । এই মুহুর্তে এটি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমরা একসঙ্গে দাঁড়িয়ে লড়াই করি এবং আমেরিকার নাগরিক হিসাবে আমাদের যথার্থ দেশভক্তি দেখাই ৷ আমরা দৃঢ় সংকল্প নিই যে অশুভ শক্তিকে আমরা কোনওভাবেই জয়ী হতে দেব না ৷"

সিক্রেট সার্ভিসের তথ্য বলছে, ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে বুলেট বেরিয়ে গিয়েছে ৷ তাতেই আহত হয়েছেন তিনি ৷ যদিও হাসপাতালে চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ রিপাবলিকান পার্টির নেতা ৷ ওই ঘটনায় এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে ৷ তাঁর বয়স 20 বছর ৷ গুলিবিদ্ধ হয় এক ট্রাম্প সমর্থকেরও মৃত্যু হয়েছে ৷ সভায় আসা দু'জন দর্শক গুরুতর আহত হয়েছেন ৷

ডোনাল্ড ট্রাম্প নিজে একটি সোশাল মিডিয়া পোস্টে তাঁর উপর হামলার অভিজ্ঞতার ভাগ করে নিয়েছেন ৷ তিনি জানান, "একটি গুলি করা হয়েছিল, যা আমার ডান কানের উপরের অংশে লেগে বেরিয়ে যায় হয়েছিল।" আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং অনান্য দলের রাজনৈতিক নেতারা এই হামলার তীব্র নিন্দা করেছেন । বাইডেন বলেন, "আমেরিকাতে এই ধরণের হিংসার কোন স্থান নেই ৷" ন্যাটোর প্রধানও হামলার নিন্দা করেছেন । বন্ধু ট্রাম্পের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.