ETV Bharat / international

গলফ ক্লাবে ট্রাম্পকে হত্যার চেষ্টা, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক - Attack on Donald Trump

FBI Report About Attack On Trump: প্রাক্তন মার্কিন ডোনাল্ড ট্রাম্পেকে ফের হত্যার চেষ্টা ৷ এবার গলফ ক্লাবে তাঁকে হত্যার চেষ্টা করা হয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ৷

FBI Report About Attack On Trump
ট্রাম্পের উপর ফের হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 9:03 AM IST

ফ্লোরিডা, 16 সেপ্টেম্বর: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা ৷ রবিবার ফ্লোরিডায় গলফ ক্লাবে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই । আগ্নেয়াস্ত্র-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে সুস্থ আছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপার্থী ৷

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর দাবি, ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে ৷ ট্রাম্প যেখানে গলফ খেলছিলেন, সেখান থেকে মাত্র 400 ইয়ার্ড দূরে পড়েছিল বন্দুকটি ৷ ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ 9 সপ্তাহ আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের নির্বাচনীয় সভায় হামলা চালানো হয়েছিল। তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক যুবক। ট্রাম্পের কান ঘেঁষে গুলি বেরিয়ে গেলেও তিনি রক্তাক্ত হয়েছিলেন।

আর রবিবার স্থানীয় সময় বিকেলে নিজের পাম বিচের বাড়ি থেকে খানিক দূরে একটি ক্লাবে গলফ খেলছিলেন ট্রাম্প ৷ তাঁর খেলার জন্য আগে থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ক্লাবটিকে ৷ সেখান থেকে মাত্র কয়েকহাত দূরে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয় ৷ চলে গুলিও ৷ পাম বিচের কাউন্টি সেরিফ রিক ব্র্যাডশো জানান, প্রাক্তন প্রেসিডেন্টের নিরাপত্তায় মোতায়েন এক কর্মী পাল্টা গুলি চালালে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বন্দুকধারী ব্যক্তি ৷ কিন্তু ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত বন্দুক, একটি গোপ্রো ক্য়ামেরা উদ্ধার করা হয় ৷ পরে প্রতিবেশী দেশ থেকে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রায়ান রুথ ৷ যদিও এই হামলার পিছনে কী কারণ, তা এখনও জানা যায়নি ৷ তবে এই ঘটনার পর ট্রাম্প এবং তাঁর পরিবারের নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷

আপাত দৃষ্টিতে এই ঘটনাকে দুই ব্যক্তির মধ্যে বচসার ফল হিসাবে ধরে নেওয়া হচ্ছিল ৷ কিন্তু তদন্ত এগানোর পর জানা যায়, বচসা নয় ৷ বরং ট্রাম্পকে হত্যার জন্যই চালানো হয়েছিল গুলি ৷ যদিও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি ৷ উল্লেখ্য, দু'মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটল ৷ এর আগে 13 জুলাই পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার চলাকালীন তাঁকে লক্ষ্য় করে গুলি চালান এক ব্যক্তি ৷ হামলায় একটুর জন্য প্রাণে বেঁচে গেলেও, ট্রাম্পের ডান কান ঘেঁষে বেড়িয়ে যায় গুলি ৷ গুলিবিদ্ধ হয় এক ট্রাম্প সমর্থকের মৃত্যুও হয় ৷ সেই সঙ্গে, নিরাপত্তরক্ষীদের গুলিতে মৃত্যু হয় হামলাকারীরও ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই তাঁর উপর ফের হামলা ৷ যদিও এই সমস্ত হামলা তাঁর কোনও ক্ষটি করতে পারবে না বলে জানিয়েছেন ট্রাম্প ৷ নিজের সমর্থকদের উদ্দেশে লেখা এক ইমেল তিনি জানান, ভালো আছেন তিনি ৷

প্রসঙ্গত, নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগে ট্রাম্পের উপর এই হামলা নিয়ে উদ্বেগ বেড়েছে হোয়াইট হাউসেও ৷ ইতিমধ্যেই ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপার্থী কমলা হ্যারিস ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের হামলার কোনও জায়গা নেই আমেরিকায় ৷ তদন্তের উপরও নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

ফ্লোরিডা, 16 সেপ্টেম্বর: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা ৷ রবিবার ফ্লোরিডায় গলফ ক্লাবে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই । আগ্নেয়াস্ত্র-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে সুস্থ আছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপার্থী ৷

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর দাবি, ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে ৷ ট্রাম্প যেখানে গলফ খেলছিলেন, সেখান থেকে মাত্র 400 ইয়ার্ড দূরে পড়েছিল বন্দুকটি ৷ ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ 9 সপ্তাহ আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের নির্বাচনীয় সভায় হামলা চালানো হয়েছিল। তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক যুবক। ট্রাম্পের কান ঘেঁষে গুলি বেরিয়ে গেলেও তিনি রক্তাক্ত হয়েছিলেন।

আর রবিবার স্থানীয় সময় বিকেলে নিজের পাম বিচের বাড়ি থেকে খানিক দূরে একটি ক্লাবে গলফ খেলছিলেন ট্রাম্প ৷ তাঁর খেলার জন্য আগে থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ক্লাবটিকে ৷ সেখান থেকে মাত্র কয়েকহাত দূরে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয় ৷ চলে গুলিও ৷ পাম বিচের কাউন্টি সেরিফ রিক ব্র্যাডশো জানান, প্রাক্তন প্রেসিডেন্টের নিরাপত্তায় মোতায়েন এক কর্মী পাল্টা গুলি চালালে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বন্দুকধারী ব্যক্তি ৷ কিন্তু ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত বন্দুক, একটি গোপ্রো ক্য়ামেরা উদ্ধার করা হয় ৷ পরে প্রতিবেশী দেশ থেকে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রায়ান রুথ ৷ যদিও এই হামলার পিছনে কী কারণ, তা এখনও জানা যায়নি ৷ তবে এই ঘটনার পর ট্রাম্প এবং তাঁর পরিবারের নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷

আপাত দৃষ্টিতে এই ঘটনাকে দুই ব্যক্তির মধ্যে বচসার ফল হিসাবে ধরে নেওয়া হচ্ছিল ৷ কিন্তু তদন্ত এগানোর পর জানা যায়, বচসা নয় ৷ বরং ট্রাম্পকে হত্যার জন্যই চালানো হয়েছিল গুলি ৷ যদিও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি ৷ উল্লেখ্য, দু'মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটল ৷ এর আগে 13 জুলাই পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার চলাকালীন তাঁকে লক্ষ্য় করে গুলি চালান এক ব্যক্তি ৷ হামলায় একটুর জন্য প্রাণে বেঁচে গেলেও, ট্রাম্পের ডান কান ঘেঁষে বেড়িয়ে যায় গুলি ৷ গুলিবিদ্ধ হয় এক ট্রাম্প সমর্থকের মৃত্যুও হয় ৷ সেই সঙ্গে, নিরাপত্তরক্ষীদের গুলিতে মৃত্যু হয় হামলাকারীরও ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই তাঁর উপর ফের হামলা ৷ যদিও এই সমস্ত হামলা তাঁর কোনও ক্ষটি করতে পারবে না বলে জানিয়েছেন ট্রাম্প ৷ নিজের সমর্থকদের উদ্দেশে লেখা এক ইমেল তিনি জানান, ভালো আছেন তিনি ৷

প্রসঙ্গত, নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগে ট্রাম্পের উপর এই হামলা নিয়ে উদ্বেগ বেড়েছে হোয়াইট হাউসেও ৷ ইতিমধ্যেই ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপার্থী কমলা হ্যারিস ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের হামলার কোনও জায়গা নেই আমেরিকায় ৷ তদন্তের উপরও নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.