ETV Bharat / international

প্রেসিডেন্ট নির্বাচিত না-হলে রক্তস্নান হবে আমেরিকায়, হুঁশিয়ারি ট্রাম্পের - Donald Trump Bloodbath in America

Donald Trump warns: ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত না-হলে দেশের রক্তধারা বয়ে যাবে ৷ নভেম্বের আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ফের মুখোমুখি জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প ৷ ডোনাল্ড ট্রাম্প

ETV Bharat
ডোনাল্ড ট্রাম্প
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 12:03 PM IST

ওহিও, 17 মার্চ: সমাজকে সুরক্ষিত রাখতে পারেন শুধুই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জে বাইডেন নন ৷ এমনটাই দাবি করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ৷ শুধু তাই নয়, নভেম্বরের প্রেসিডেনশিয়াল নির্বাচনে তিনি যদি পরাজিত হন, তাহলে রক্তবন্যা বয়ে যাবে ৷ শনিবার ওহিওর মোরেনোয় হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ৷ এদিন তিনি সেনেট প্রার্থীর হয়ে প্রচার করছিলেন ৷

সম্প্রতি ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ আগামী 5 নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ 2020 সালের পর আরও একবার মুখোমুখি হবে এই দুই প্রতিদ্বন্দ্বী ৷ ঠিক এমন ঘটনা ঘটেছিল 68 বছর আগে ৷ 1952 সালে রিপাবলিকাল প্রার্থী ডি আইজেনহাওয়ার ডেমোক্র্যাট প্রার্থী আডলাই স্টিভেনসনকে পরাজিত করে আমেরিকার প্রেসিডেন্ট হন ৷ এর 4 বছর পর 1956 সালে ফের মুখোমুখি হন আইজেনআওয়ার ও স্টিভেনসন ৷ আর সেবার আগের তুলনায় আরও বেশি ভোটে জয়ী হয়ে ফের আমেরিকার প্রেসিডেন্ট হন আইজেনহাওয়ার ৷

জো বাইডেন যদি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে আমেরিকার অবস্থা কী হবে? এ নিয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, "আমি যদি নির্বাচিত না হই, তাহলে রক্তস্নান হবে ৷ দেশজুড়ে রক্তধারা বয়ে যাবে ৷" কারণ, তিনি আমেরিকার উন্নতি চান ৷ বিদেশে তৈরি গাড়িগুলির উপর কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে ট্রাম্পের ৷ ক্ষমতায় এলে সেসব কার্যকর করবেন ৷

বিরোধী জো বাইডেনের বিরুদ্ধে প্রাক্তন প্রেসিডেন্টের অভিযোগ, বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি প্রতিজ্ঞা করেছি, সমাজকে সুরক্ষিত রাখব ৷ কিন্তু তিনি (জো বাইডেন) আপনাদের সামাজিক দিক দিয়ে নিরাপদে রাখতে পারবেন না ৷ কারণ তিনি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন ৷ আমি কথা দিয়েছি ৷ আর সেটা সবসময় রাখব ৷ আমরা কোনওদিন এই প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হব না ৷"

আরও পড়ুন:

  1. প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ফের মুখোমুখি ট্রাম্প-বাইডেন
  2. 'পরমাণু যুদ্ধের জন্য তৈরি রাশিয়া'; প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে হুঁশিয়ারি পুতিনের

ওহিও, 17 মার্চ: সমাজকে সুরক্ষিত রাখতে পারেন শুধুই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জে বাইডেন নন ৷ এমনটাই দাবি করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ৷ শুধু তাই নয়, নভেম্বরের প্রেসিডেনশিয়াল নির্বাচনে তিনি যদি পরাজিত হন, তাহলে রক্তবন্যা বয়ে যাবে ৷ শনিবার ওহিওর মোরেনোয় হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ৷ এদিন তিনি সেনেট প্রার্থীর হয়ে প্রচার করছিলেন ৷

সম্প্রতি ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ আগামী 5 নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ 2020 সালের পর আরও একবার মুখোমুখি হবে এই দুই প্রতিদ্বন্দ্বী ৷ ঠিক এমন ঘটনা ঘটেছিল 68 বছর আগে ৷ 1952 সালে রিপাবলিকাল প্রার্থী ডি আইজেনহাওয়ার ডেমোক্র্যাট প্রার্থী আডলাই স্টিভেনসনকে পরাজিত করে আমেরিকার প্রেসিডেন্ট হন ৷ এর 4 বছর পর 1956 সালে ফের মুখোমুখি হন আইজেনআওয়ার ও স্টিভেনসন ৷ আর সেবার আগের তুলনায় আরও বেশি ভোটে জয়ী হয়ে ফের আমেরিকার প্রেসিডেন্ট হন আইজেনহাওয়ার ৷

জো বাইডেন যদি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে আমেরিকার অবস্থা কী হবে? এ নিয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, "আমি যদি নির্বাচিত না হই, তাহলে রক্তস্নান হবে ৷ দেশজুড়ে রক্তধারা বয়ে যাবে ৷" কারণ, তিনি আমেরিকার উন্নতি চান ৷ বিদেশে তৈরি গাড়িগুলির উপর কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে ট্রাম্পের ৷ ক্ষমতায় এলে সেসব কার্যকর করবেন ৷

বিরোধী জো বাইডেনের বিরুদ্ধে প্রাক্তন প্রেসিডেন্টের অভিযোগ, বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি প্রতিজ্ঞা করেছি, সমাজকে সুরক্ষিত রাখব ৷ কিন্তু তিনি (জো বাইডেন) আপনাদের সামাজিক দিক দিয়ে নিরাপদে রাখতে পারবেন না ৷ কারণ তিনি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন ৷ আমি কথা দিয়েছি ৷ আর সেটা সবসময় রাখব ৷ আমরা কোনওদিন এই প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হব না ৷"

আরও পড়ুন:

  1. প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ফের মুখোমুখি ট্রাম্প-বাইডেন
  2. 'পরমাণু যুদ্ধের জন্য তৈরি রাশিয়া'; প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে হুঁশিয়ারি পুতিনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.