ETV Bharat / international

চাঙ্গিকে হারিয়ে 'বিশ্বের শ্রেষ্ঠ বিমাবন্দর' দোহার হামাদ - Hamad International Airport - HAMAD INTERNATIONAL AIRPORT

Hamad International Airport: স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডে বিশ্বের শ্রেষ্ঠ বিমাবন্দরের তকমা পেল দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ৷ 12 বছর শ্রেষ্ঠত্বের এই মুকুটটি ছিল সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের কাছে ৷ এবার সেই তকমা ছিনিয়ে নিল হামাদ বিমানবন্দর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 6:29 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল: স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডে সিঙ্গাপুুরের চাঙ্গিকে হারিয়ে বিশ্বের শ্রেষ্ঠ বিমাবন্দরের তকমা পেল দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ৷ শ্রেষ্ঠত্বের এই মুকুটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের কাছে ছিল এক যুগ ধরে ৷ এবার সেই তকমা ছিনিয়ে নিল হামাদ বিমানবন্দর ৷ কেনাকাটার জন্য 'বিশ্বের সেরা বিমানবন্দর'-এর তকমা পেয়েছে হামাদ ৷ বলে রাখা ভালো এই নিয়ে দ্বিতীয়বার এই শিরোপা পেল দোহার এই বিমানবন্দর ৷ সেইসঙ্গে 'মধ্যপ্রাচ্যের সেরা বিমানবন্দর' হিসেবেও আন্তর্জাতিক মঞ্চে স্থান করে নিয়েছে হামাদ বিমানবন্দর ৷ এই নিয়ে টানা 10 বছর এই মুকুট নিজের ঝুলিতে পুড়েছে দোহার এই বিমানবন্দর ৷

হামাদ আন্তর্জাতিক বিমান্দরের সাফল্যের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে ৷ এর আগে 2022 সালে বিশ্বের শ্রেষ্ঠ বিমাবন্দরের তকমা পেয়েছিল এই বিমানবন্দর ৷ ঘটনাচক্রে এই বছরই বিমানবন্দরের 10তম জন্মদিন ৷ সিইও বদর মোহাম্মদ আল মীর বিমানবন্দরের সেই বিষষটিকে মাথায় রেখে বিশ্ব সেরা হওয়ার ঘটনাটিকে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৷

এই প্রসঙ্গে মীর বলেন, "এই বছর হামাদ তার কার্যক্রমের 10 তম বছর উদযাপন করছে ৷ আমরা সত্যিই খুব আনন্দিত। যাত্রীরা তৃতীয়বারের জন্য আমাদেরকে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে ভোট দিয়েছে ৷" মীর আরও বলেন, "এই পুরস্কার আমাদের কর্মীদের জন্য ৷ কারণ তাঁরা নিজেদের কাজের মাধ্যমে আমাদের এই স্থানে পৌঁছে দিয়েছেন ৷"

সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের পরে, সিউল ইনচিওন বিমানবন্দর তৃতীয় স্থান অর্জন করেছে, টোকিওর হানেদা এবং নারিতা বিমানবন্দর শীর্ষ পাঁচে রয়েছে । নিউজিল্যান্ডের বিমানবন্দরগুলির মধ্যে 100 জনের মধ্যে স্থান পেয়েছে একমাত্র অকল্যান্ড ৷ 51তম থেকে 45তম স্থানে উঠে এসেছে সেই বিমানবন্দর ।

গত বছরের র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি 2024 সালের বিশ্বের সেরা বিমানবন্দরগুলি হল:

দোহা হামদ

সিঙ্গাপুর চাঙ্গি

সিউল ইনচেন

টোকিও হানেদা

টোকিও নারিতা

প্যারিস

দুবাই

মিউনিখ

জুরিখ

ইস্তাম্বুল

হংকং

রোম ফিউমিসিনো

ভিয়েনা

হেলসিঙ্কি-ভান্তা

মাদ্রিদ-বরাজাস

সেন্ট্রাইয়ার নাগোয়া

ভ্যাঙ্কুভার

কাঁসাই

মেলবোর্ন

কোপেনহেগেন

আরও পড়ুন:

  1. শৌচাগারে 'সুখটান'! ধোঁয়া দেখে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা কলকাতাগামী বিমানের

নয়াদিল্লি, 18 এপ্রিল: স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডে সিঙ্গাপুুরের চাঙ্গিকে হারিয়ে বিশ্বের শ্রেষ্ঠ বিমাবন্দরের তকমা পেল দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ৷ শ্রেষ্ঠত্বের এই মুকুটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের কাছে ছিল এক যুগ ধরে ৷ এবার সেই তকমা ছিনিয়ে নিল হামাদ বিমানবন্দর ৷ কেনাকাটার জন্য 'বিশ্বের সেরা বিমানবন্দর'-এর তকমা পেয়েছে হামাদ ৷ বলে রাখা ভালো এই নিয়ে দ্বিতীয়বার এই শিরোপা পেল দোহার এই বিমানবন্দর ৷ সেইসঙ্গে 'মধ্যপ্রাচ্যের সেরা বিমানবন্দর' হিসেবেও আন্তর্জাতিক মঞ্চে স্থান করে নিয়েছে হামাদ বিমানবন্দর ৷ এই নিয়ে টানা 10 বছর এই মুকুট নিজের ঝুলিতে পুড়েছে দোহার এই বিমানবন্দর ৷

হামাদ আন্তর্জাতিক বিমান্দরের সাফল্যের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে ৷ এর আগে 2022 সালে বিশ্বের শ্রেষ্ঠ বিমাবন্দরের তকমা পেয়েছিল এই বিমানবন্দর ৷ ঘটনাচক্রে এই বছরই বিমানবন্দরের 10তম জন্মদিন ৷ সিইও বদর মোহাম্মদ আল মীর বিমানবন্দরের সেই বিষষটিকে মাথায় রেখে বিশ্ব সেরা হওয়ার ঘটনাটিকে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৷

এই প্রসঙ্গে মীর বলেন, "এই বছর হামাদ তার কার্যক্রমের 10 তম বছর উদযাপন করছে ৷ আমরা সত্যিই খুব আনন্দিত। যাত্রীরা তৃতীয়বারের জন্য আমাদেরকে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে ভোট দিয়েছে ৷" মীর আরও বলেন, "এই পুরস্কার আমাদের কর্মীদের জন্য ৷ কারণ তাঁরা নিজেদের কাজের মাধ্যমে আমাদের এই স্থানে পৌঁছে দিয়েছেন ৷"

সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের পরে, সিউল ইনচিওন বিমানবন্দর তৃতীয় স্থান অর্জন করেছে, টোকিওর হানেদা এবং নারিতা বিমানবন্দর শীর্ষ পাঁচে রয়েছে । নিউজিল্যান্ডের বিমানবন্দরগুলির মধ্যে 100 জনের মধ্যে স্থান পেয়েছে একমাত্র অকল্যান্ড ৷ 51তম থেকে 45তম স্থানে উঠে এসেছে সেই বিমানবন্দর ।

গত বছরের র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি 2024 সালের বিশ্বের সেরা বিমানবন্দরগুলি হল:

দোহা হামদ

সিঙ্গাপুর চাঙ্গি

সিউল ইনচেন

টোকিও হানেদা

টোকিও নারিতা

প্যারিস

দুবাই

মিউনিখ

জুরিখ

ইস্তাম্বুল

হংকং

রোম ফিউমিসিনো

ভিয়েনা

হেলসিঙ্কি-ভান্তা

মাদ্রিদ-বরাজাস

সেন্ট্রাইয়ার নাগোয়া

ভ্যাঙ্কুভার

কাঁসাই

মেলবোর্ন

কোপেনহেগেন

আরও পড়ুন:

  1. শৌচাগারে 'সুখটান'! ধোঁয়া দেখে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা কলকাতাগামী বিমানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.