ETV Bharat / international

বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীরতর হচ্ছে: আমেরিকা - India US relationship - INDIA US RELATIONSHIP

India-US relationship: বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীরতর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৷ সোমবার এ কথা জানালেন আমেরিকার একজন শীর্ষ আধিকারিক ৷ তিনি বলেন, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক গভীর হচ্ছে দু'দেশের ৷ আর এই সম্পর্ককে দীর্ঘদিন অব্যাহত রাখা হবে ৷

ETV BHARAT
আরও গভীরতর হচ্ছে ভারত-আমেরিকা সম্পর্ক (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jul 2, 2024, 1:29 PM IST

ওয়াশিংটন, 2 জুলাই: অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ সোমবার আমেরিকার একজন শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷ তিনি বলেন, ওয়াশিংটন এই সম্পর্ককে অব্যাহত রাখবে ।

সোমবার স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল দৈনিক সাংবাদিক সম্মেলনে ভারত-মার্কিন সম্পর্ক এবং ইতালিতে সাম্প্রতিক জি7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কথোপকথনের বিষয়ে কথা বলছিলেন ৷ তখনই তিনি সাংবাদিকদের বলেন, "ভারত এমন একটি দেশ, যেখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে আমাদের সম্পর্ককে গভীরতর করছি ৷ বিশেষ করে এটি আমাদের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার এবং আমাদের নিরাপত্তা সহযোগিতাকে আরও গভীর করার সঙ্গে সম্পর্কিত।"

বেদান্ত আরও বলেন, "কয়েক সপ্তাহ আগে জি7-এর ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদির সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলার সুযোগ পেয়েছিলেন ৷ সুতরাং এটি এমন একটি ক্ষেত্র যেখানে সহযোগিতা আরও গভীর করার জন্য আমরা এই সম্পর্কটি অব্যাহত রাখব ।"

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফরের আয়োজন করেছিল ৷ মোদি বলেছিলেন, "আমি মনে করি, এমন অনেকগুলি অতিরিক্ত ক্ষেত্র থাকবে যেখানে আমরা সহযোগিতাকে আরও গভীর করতে থাকব ।"

প্রধানমন্ত্রী মোদি গত বছরের জুনে প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৷ সেখানে দুই দেশ একটি মেগা প্রতিরক্ষা, বাণিজ্য ও মহাকাশ সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে । প্যাটেল জানান, কয়েক সপ্তাহ আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ভারত সফর করেছেন । সুলিভান 17 থেকে 18 জুন ভারত সফর করেন এবং তাঁর সমকক্ষ অজিত ডোভালের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন ৷ প্রাথমিকভাবে তাঁরা গুরুত্বপূর্ণ ভারত-মার্কিন ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (আইসিইটি) বাস্তবায়নের উপর জোর দেন ৷

ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে প্যাটেল বলেন যে, "মার্কিন যুক্তরাষ্ট্র-সহ গ্রহের যে কোনও দেশ যে কোনও জায়গায় সন্ত্রাসবাদের নিন্দা করবে ৷ তবে শেষ পর্যন্ত, ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা । অবশ্যই, আমরা যে কোনও দেশকে তাদের প্রতিবেশীদের সঙ্গে আরও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে স্বাগত জানাই ।" (পিটিআই)

ওয়াশিংটন, 2 জুলাই: অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ সোমবার আমেরিকার একজন শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷ তিনি বলেন, ওয়াশিংটন এই সম্পর্ককে অব্যাহত রাখবে ।

সোমবার স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল দৈনিক সাংবাদিক সম্মেলনে ভারত-মার্কিন সম্পর্ক এবং ইতালিতে সাম্প্রতিক জি7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কথোপকথনের বিষয়ে কথা বলছিলেন ৷ তখনই তিনি সাংবাদিকদের বলেন, "ভারত এমন একটি দেশ, যেখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে আমাদের সম্পর্ককে গভীরতর করছি ৷ বিশেষ করে এটি আমাদের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার এবং আমাদের নিরাপত্তা সহযোগিতাকে আরও গভীর করার সঙ্গে সম্পর্কিত।"

বেদান্ত আরও বলেন, "কয়েক সপ্তাহ আগে জি7-এর ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদির সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলার সুযোগ পেয়েছিলেন ৷ সুতরাং এটি এমন একটি ক্ষেত্র যেখানে সহযোগিতা আরও গভীর করার জন্য আমরা এই সম্পর্কটি অব্যাহত রাখব ।"

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফরের আয়োজন করেছিল ৷ মোদি বলেছিলেন, "আমি মনে করি, এমন অনেকগুলি অতিরিক্ত ক্ষেত্র থাকবে যেখানে আমরা সহযোগিতাকে আরও গভীর করতে থাকব ।"

প্রধানমন্ত্রী মোদি গত বছরের জুনে প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৷ সেখানে দুই দেশ একটি মেগা প্রতিরক্ষা, বাণিজ্য ও মহাকাশ সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে । প্যাটেল জানান, কয়েক সপ্তাহ আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ভারত সফর করেছেন । সুলিভান 17 থেকে 18 জুন ভারত সফর করেন এবং তাঁর সমকক্ষ অজিত ডোভালের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন ৷ প্রাথমিকভাবে তাঁরা গুরুত্বপূর্ণ ভারত-মার্কিন ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (আইসিইটি) বাস্তবায়নের উপর জোর দেন ৷

ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে প্যাটেল বলেন যে, "মার্কিন যুক্তরাষ্ট্র-সহ গ্রহের যে কোনও দেশ যে কোনও জায়গায় সন্ত্রাসবাদের নিন্দা করবে ৷ তবে শেষ পর্যন্ত, ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা । অবশ্যই, আমরা যে কোনও দেশকে তাদের প্রতিবেশীদের সঙ্গে আরও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে স্বাগত জানাই ।" (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.