ETV Bharat / international

বন্ধ কানাডার এসডিএস ভিসা! বিপাকে ভারত-সহ 14টি দেশের পড়ুয়ারা - CANADA STOPS SDS VISA

বিশ্বের 14টি দেশের পড়ুয়াদের দ্রুত ভিসা পাওয়ার প্রক্রিয়া বন্ধ করে দিল কানাডা সরকার ৷ এর ফলে বহু ভারতীয় পড়ুয়া ক্ষতিগ্রস্ত হতে পারেন ৷

Canadian PM Justin Trudeau
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 8:10 PM IST

নয়াদিল্লি, 9 নভেম্বর: ভারতীয় পড়ুয়াদের জন্য দুঃসংবাদ ! স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম ভিসা বা এসডিএস ভিসা দেওয়া বন্ধ করে দিল কানাডার জাস্টিন ট্রুডো সরকার ৷ গতকাল, 8 নভেম্বর থেকেই তা কার্যকর হয়েছে ৷ এতদিন এই এসডিএস মাধ্যমে আবেদন করলে দ্রুত কানাডা যাওয়ার ভিসা পেতে পারতেন ভারতীয় পড়ুয়ারা ৷

এসডিএস ভিসা কী ?

ভারত-কানাডা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই খবর এ দেশের পড়ুয়াদের কাছে অবশ্যই একটা বড় ধাক্কা ৷ 2018 সালে কানাডা সরকার এসডিএস ভিসা চালু করেছিল ৷ ভারত, চিন, ব্রাজিল-সহ 14টি দেশের পড়ুয়ারা এর ফলে উপকৃত হতেন ৷ এই প্রক্রিয়ায় 20 দিন বা কয়েক সপ্তাহের মধ্যে সহজেই কানাডায় পড়তে যাওয়ার ভিসা পেয়ে যেতেন আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা ৷ এবার আর সেই পথ থাকছে না।

কানাডা সরকার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, পড়ুয়াদের নিরাপত্তা, সব ছাত্রছাত্রীদের সমানাধিকার, আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং তাঁরা যেন শিক্ষাক্ষেত্রে সদর্থক অভিজ্ঞতা পেতে পারেন- সে সব দিক মাথায় রেখেই এমন সিদ্ধান্ত ৷ এসডিএস ভিসা বন্ধ হলেও মেধাবি ছাত্রছাত্রীরা এখনও সেদেশে পড়তে যাওয়ার ভিসার আবেদন করতেই পারেন ৷

সেক্ষেত্রে রেগুলার স্টুডেন্ট পারমিট-এর মাধ্যমে আবেদন করতে হবে ৷ সেখানে কানাডিয়ান গ্যারেন্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট-এর মাধ্যমে পড়ুয়ারা তাঁদের আর্থিক অবস্থার নিশ্চয়তা দেবে সরকারকে ৷ এই পরিস্থিতিতেও কানাডা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে ৷

এসডিএস এবং রেগুলার স্টুডেন্ট পারমিটের মধ্যে পার্থক্য কী ?

এসডিএস ভিসা পেতে হলে পড়ুয়াদের ইংরেজি বা ফরাসি ভাষার পরীক্ষা দিতে হত ৷ এই ভিসা পাওয়া যেত কয়েক সপ্তাহের মধ্যেই ৷ অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পড়ুয়া উচ্চশিক্ষার জন্য কানাডা পাড়ি দিতে পারতেন ৷ অন্যদিকে রেগুলার স্টুডেন্ট পারমিটে ভিসা পাওয়া প্রক্রিয়াটি দীর্ঘ ৷ ভিসা পেতে 8 সপ্তাহের মতো সময় লাগে ৷ আগামিদিনে এই প্রক্রিয়ায় ভিসা পেতে পড়ুয়াদের কঠিন পরীক্ষার মধ্য়ে দিয়ে যেতে হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।

নয়াদিল্লি, 9 নভেম্বর: ভারতীয় পড়ুয়াদের জন্য দুঃসংবাদ ! স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম ভিসা বা এসডিএস ভিসা দেওয়া বন্ধ করে দিল কানাডার জাস্টিন ট্রুডো সরকার ৷ গতকাল, 8 নভেম্বর থেকেই তা কার্যকর হয়েছে ৷ এতদিন এই এসডিএস মাধ্যমে আবেদন করলে দ্রুত কানাডা যাওয়ার ভিসা পেতে পারতেন ভারতীয় পড়ুয়ারা ৷

এসডিএস ভিসা কী ?

ভারত-কানাডা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই খবর এ দেশের পড়ুয়াদের কাছে অবশ্যই একটা বড় ধাক্কা ৷ 2018 সালে কানাডা সরকার এসডিএস ভিসা চালু করেছিল ৷ ভারত, চিন, ব্রাজিল-সহ 14টি দেশের পড়ুয়ারা এর ফলে উপকৃত হতেন ৷ এই প্রক্রিয়ায় 20 দিন বা কয়েক সপ্তাহের মধ্যে সহজেই কানাডায় পড়তে যাওয়ার ভিসা পেয়ে যেতেন আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা ৷ এবার আর সেই পথ থাকছে না।

কানাডা সরকার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, পড়ুয়াদের নিরাপত্তা, সব ছাত্রছাত্রীদের সমানাধিকার, আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং তাঁরা যেন শিক্ষাক্ষেত্রে সদর্থক অভিজ্ঞতা পেতে পারেন- সে সব দিক মাথায় রেখেই এমন সিদ্ধান্ত ৷ এসডিএস ভিসা বন্ধ হলেও মেধাবি ছাত্রছাত্রীরা এখনও সেদেশে পড়তে যাওয়ার ভিসার আবেদন করতেই পারেন ৷

সেক্ষেত্রে রেগুলার স্টুডেন্ট পারমিট-এর মাধ্যমে আবেদন করতে হবে ৷ সেখানে কানাডিয়ান গ্যারেন্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট-এর মাধ্যমে পড়ুয়ারা তাঁদের আর্থিক অবস্থার নিশ্চয়তা দেবে সরকারকে ৷ এই পরিস্থিতিতেও কানাডা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে ৷

এসডিএস এবং রেগুলার স্টুডেন্ট পারমিটের মধ্যে পার্থক্য কী ?

এসডিএস ভিসা পেতে হলে পড়ুয়াদের ইংরেজি বা ফরাসি ভাষার পরীক্ষা দিতে হত ৷ এই ভিসা পাওয়া যেত কয়েক সপ্তাহের মধ্যেই ৷ অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পড়ুয়া উচ্চশিক্ষার জন্য কানাডা পাড়ি দিতে পারতেন ৷ অন্যদিকে রেগুলার স্টুডেন্ট পারমিটে ভিসা পাওয়া প্রক্রিয়াটি দীর্ঘ ৷ ভিসা পেতে 8 সপ্তাহের মতো সময় লাগে ৷ আগামিদিনে এই প্রক্রিয়ায় ভিসা পেতে পড়ুয়াদের কঠিন পরীক্ষার মধ্য়ে দিয়ে যেতে হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.