দাউদাউ করে রাস্তার উপর জ্বলল ডাবল ডেকার বাস ৷ পাথর উড়ে এলো পুলিশের গাড়িতে ৷ যার জেরে গাড়িটিই উলটে গেল ৷ পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল উত্তর ইংল্যান্ডের লিডসে ৷ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় এই ঘটনা সংক্রান্ত একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতেই ধরা পড়েছে ঘটনার বিভিন্ন ছবি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের অ্যাসিস্টেন্ট চিফ কনস্টেবল প্যাট টুইগস ৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘটনার সূত্রপাত হয় শিশুদের কেন্দ্র করে ৷ শিশুদের নির্নাযাতনের অভিযোগ ওঠে একটি হাসপাতলের তরফে ৷ এই অভিযোগে সারা দিয়ে সোশাল সার্ভিসের কর্মীরা একটি বাড়ি থেকে চার শিশুকে সরিয়ে নিয়ে আসে ৷ এরপরেই সোশাল সার্ভিস ও এজেন্সির কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষেরা ৷ তাঁদের সেখান থেকে উদ্ধার করতে যায় পুলিশ ৷ সেসময় পুলিশের উপর হামলা চালায় আন্দোলনকারীরা ৷ এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে ৷ আন্দোলনকারীরা একটি ডাবল ডেকার বাসে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে পাথর-বৃষ্টি করতে থাকে ৷
যদিও এই ঘটনার কেউ গুরুতর আহত বা নিহত হননি ৷ লিডস সিটি কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ টম রিওর্ডান বলেছেন, "শুক্রবার দুপুর 1টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং কর্তৃপক্ষ ইতিমধ্যেই ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করেছে ৷ আগের দিনে একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল ৷ আমাদের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন ।"
ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব ইভেট কুপার সোশাল মিডিয়ায় লিখেছেন, "পুলিশের গাড়ি এবং পাবলিক ট্রান্সপোর্টে রাতারাতি হামলায় আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লিডসের হ্যারহিলস এলাকায় ছেয়ে গিয়েছিল পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ । আমাদের সমাজে এ ধরনের বিশৃঙ্খলার কোনও স্থান নেই ৷"