ETV Bharat / international

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার 'ঘৃণা ভাষণ' প্রকাশ-সম্প্রচারে নিষেধাজ্ঞা বাংলাদেশে - SHEIKH HASINA SPEECHES BAN

সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে একটি অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেছেন ৷ তিনি বর্তমান ইউনুস সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন ৷

Sheikh Hasina Speeches Ban in Bangladesh
শেখ হাসিনার বক্তৃতা প্রচারে নিষেধাজ্ঞা (ফাইল ছবি)
author img

By PTI

Published : Dec 5, 2024, 10:14 PM IST

ঢাকা, 5 ডিসেম্বর: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী 'ঘৃণা ভাষণ' করছেন ৷ সেই বক্তৃতা বাংলাদেশে প্রচারে নিষেধাজ্ঞা জারি করল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনাল (আইসিটি) ৷ গত 5 অগস্ট দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর সম্প্রতি নিউইয়র্কে প্রথম ভার্চুয়ালি বক্তৃতা দেন তিনি ৷ সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে গণহত্যা চলছে বলে অভিযোগ করেন ৷ এর জন্য বর্তমান ইউনুস সরকারকে দায়ী করেছেন তিনি ৷

তাঁর এই বক্তৃতাকে 'ঘৃণা ভাষণ' বা হেট স্পিচ বলে উল্লেখ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৷ এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বা আইসিটি-র তরফে শেখ হাসিনার বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ দেশের কোথাও সোশাল মিডিয়ায় কোনওভাবে তাঁর বক্তৃতা যেন ছড়িয়ে না পড়ে ৷ বিচারপতি মহম্মদ গোলাম মোরতুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইবুনালের তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার সকালে এই নিষেধাজ্ঞার আদেশ জারি করে ৷

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনাল-এর (আইসিটি) আইনজীবী গাজি মহম্মদ তামিম সাংবাদিকদের বলেন, "ট্রাইবুনাল সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ার সর্বত্র প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেট স্পিচ ছড়ানো, প্রকাশ করা, সম্প্রচার করায় নিষেধাজ্ঞা জারি করেছে ৷" তিনি আরও জানান, 2009 সালে এই ট্রাইবুনাল গঠিত হয় ৷ 1971 সালে মুক্তিযুদ্ধে গণহত্যা এবং পাকিস্তানি সেনার সঙ্গে সহযোগিতায় জড়িতদের বিচারের জন্য এই ট্রাইবুনাল গঠন করা হয় ৷

ট্রাইবুনাল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-কে (বিটিআরসি) সোশাল মিডিয়া থেকে শেখ হাসিনার সব 'উত্তেজনামূলক মন্তব্য' মুছে ফেলার নির্দেশ দিয়েছে ৷ 77 বছর বয়সি হাসিনার বিরুদ্ধে কমপক্ষে 60টি মামলা দায়ের হয়েছে আইসিটি আদালতে ৷ জুলাই-অগস্টে দেশে যে বিক্ষোভ, প্রতিবাদ হয়েছে সেখানে হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে ৷

ঢাকা, 5 ডিসেম্বর: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী 'ঘৃণা ভাষণ' করছেন ৷ সেই বক্তৃতা বাংলাদেশে প্রচারে নিষেধাজ্ঞা জারি করল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনাল (আইসিটি) ৷ গত 5 অগস্ট দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর সম্প্রতি নিউইয়র্কে প্রথম ভার্চুয়ালি বক্তৃতা দেন তিনি ৷ সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে গণহত্যা চলছে বলে অভিযোগ করেন ৷ এর জন্য বর্তমান ইউনুস সরকারকে দায়ী করেছেন তিনি ৷

তাঁর এই বক্তৃতাকে 'ঘৃণা ভাষণ' বা হেট স্পিচ বলে উল্লেখ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৷ এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বা আইসিটি-র তরফে শেখ হাসিনার বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ দেশের কোথাও সোশাল মিডিয়ায় কোনওভাবে তাঁর বক্তৃতা যেন ছড়িয়ে না পড়ে ৷ বিচারপতি মহম্মদ গোলাম মোরতুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইবুনালের তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার সকালে এই নিষেধাজ্ঞার আদেশ জারি করে ৷

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনাল-এর (আইসিটি) আইনজীবী গাজি মহম্মদ তামিম সাংবাদিকদের বলেন, "ট্রাইবুনাল সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ার সর্বত্র প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেট স্পিচ ছড়ানো, প্রকাশ করা, সম্প্রচার করায় নিষেধাজ্ঞা জারি করেছে ৷" তিনি আরও জানান, 2009 সালে এই ট্রাইবুনাল গঠিত হয় ৷ 1971 সালে মুক্তিযুদ্ধে গণহত্যা এবং পাকিস্তানি সেনার সঙ্গে সহযোগিতায় জড়িতদের বিচারের জন্য এই ট্রাইবুনাল গঠন করা হয় ৷

ট্রাইবুনাল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-কে (বিটিআরসি) সোশাল মিডিয়া থেকে শেখ হাসিনার সব 'উত্তেজনামূলক মন্তব্য' মুছে ফেলার নির্দেশ দিয়েছে ৷ 77 বছর বয়সি হাসিনার বিরুদ্ধে কমপক্ষে 60টি মামলা দায়ের হয়েছে আইসিটি আদালতে ৷ জুলাই-অগস্টে দেশে যে বিক্ষোভ, প্রতিবাদ হয়েছে সেখানে হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.