ETV Bharat / health

চুলকে ঘন করতে চান ? ব্যবহার করুন ডিম থেকে শুরু করে কমলালেবু - Thick Hair

Hair Care Tips: ঘন ও লম্বা চুল কে না ভালোবাসে ৷ এর জন্য অনেকে অনেক কিছুই করে থাকেন ৷ চুল ঘন ও লম্বা করতে কিছু জিনিস ব্যবহার করতে পারেন যা আপনার চুলকে ঘন ও লম্বা করতে সাহায্য় করবে ৷

Hair Care News
চুলকে ঘন করতে চান
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 4:20 PM IST

হায়দরাবাদ: ঘন ও লম্বা চুল সকলেরই পছন্দ ৷ এর জন্য অনেকে বিভিন্ন পণ্য ব্যবহার করে থাকেন ৷ এসব না করে কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন যা চুলকে করে তুলতে পারে ৷ জেনে নিন, চুল ঘন করার জন্য কী কী ব্যবহার করতে পারেন ?

ডিম: চুলের জন্য ডিম কার্যকরী উপায় হতে পারে ৷ এতে ভিটামিন তেমনি রয়েছে প্রোটিন ৷ এরজন্য আপনি ডিম ফেটিয়ে মাথায় লাগাতে পারেন ৷ যা চুলের বৃদ্ধিতে সাহায্য় করে ৷ এছাড়াও চুলের গোঁড়া মজবুত করতে সাহায্য় করে ৷ এরজন্য সপ্তাহে 2 দিন এটি ব্যবহার করতে পারেন ৷

কমলালেবু: চুলের জন্য কমলালেবু একটি গুরুত্বপূর্ণ উপাদান ৷ এতে রয়েছে ভিটামিন সি, সাইট্রিক অ্যসিড এবং পেকটিন ৷ মাথার ত্বকে কমলালেবু লাগালে চুল ঘন করতে সাহায্য করে এছাড়াও চুলকে চকচকে দেখাতে সাহায্য় করে ৷

অ্যাভোকাডো: অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যার ফলে অ্যাভোকাডোকে মাথার স্ক্যাল্পের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজারও বলা যেতে পারে । এর জন্য সপ্তাহে একবার তাদের মাথার ত্বকে অ্যাভোকাডো পেস্ট লাগিয়ে রাখতে পারেন ৷ তবে এটি চুলের বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং মাথার ত্বকের শুষ্কতাও দূর করতে সাহায্য করে ৷

নারকেল তেল: বলাই বাহুল্য নারকেল তেল চুল ও ত্বকের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান ৷ এটি ত্বককে যেমন কোমল করতে সাহায্য় করে তেমনি চুলের জন্য বেশ কার্যকরী উপায় ৷ তাই আপনি সপ্তাহে দুই দিন চুলে নারকেল তেল ব্যবহার করুন ৷ এতে চুলকে মজবুত করা থেকে চুল ঘন করতে সাহায্য করে ৷

চুল ঘন করার জন্য কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন (There are a few things to keep in mind for thickening hair):

ভালো চুলের জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ এছাড়াও গরম জল দিয়ে চুল ধোয়া এড়িয়ে যাওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন:

  1. মুখের দাগ নিয়ে সমস্যায় ভুগছেন ? মেনে চলতে পারেন এই ঘরোয়া পদ্ধতি
  2. ওজন কমানো থেকে ব্লাড সুগার নিয়ন্ত্রণ, এই ফলের রয়েছে বহুগুণ
  3. আজ বিশ্ব জন্মগত ত্রুটি দিবস, দিনটি সম্পর্কে জেনে নিন বিস্তারিত

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: ঘন ও লম্বা চুল সকলেরই পছন্দ ৷ এর জন্য অনেকে বিভিন্ন পণ্য ব্যবহার করে থাকেন ৷ এসব না করে কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন যা চুলকে করে তুলতে পারে ৷ জেনে নিন, চুল ঘন করার জন্য কী কী ব্যবহার করতে পারেন ?

ডিম: চুলের জন্য ডিম কার্যকরী উপায় হতে পারে ৷ এতে ভিটামিন তেমনি রয়েছে প্রোটিন ৷ এরজন্য আপনি ডিম ফেটিয়ে মাথায় লাগাতে পারেন ৷ যা চুলের বৃদ্ধিতে সাহায্য় করে ৷ এছাড়াও চুলের গোঁড়া মজবুত করতে সাহায্য় করে ৷ এরজন্য সপ্তাহে 2 দিন এটি ব্যবহার করতে পারেন ৷

কমলালেবু: চুলের জন্য কমলালেবু একটি গুরুত্বপূর্ণ উপাদান ৷ এতে রয়েছে ভিটামিন সি, সাইট্রিক অ্যসিড এবং পেকটিন ৷ মাথার ত্বকে কমলালেবু লাগালে চুল ঘন করতে সাহায্য করে এছাড়াও চুলকে চকচকে দেখাতে সাহায্য় করে ৷

অ্যাভোকাডো: অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যার ফলে অ্যাভোকাডোকে মাথার স্ক্যাল্পের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজারও বলা যেতে পারে । এর জন্য সপ্তাহে একবার তাদের মাথার ত্বকে অ্যাভোকাডো পেস্ট লাগিয়ে রাখতে পারেন ৷ তবে এটি চুলের বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং মাথার ত্বকের শুষ্কতাও দূর করতে সাহায্য করে ৷

নারকেল তেল: বলাই বাহুল্য নারকেল তেল চুল ও ত্বকের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান ৷ এটি ত্বককে যেমন কোমল করতে সাহায্য় করে তেমনি চুলের জন্য বেশ কার্যকরী উপায় ৷ তাই আপনি সপ্তাহে দুই দিন চুলে নারকেল তেল ব্যবহার করুন ৷ এতে চুলকে মজবুত করা থেকে চুল ঘন করতে সাহায্য করে ৷

চুল ঘন করার জন্য কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন (There are a few things to keep in mind for thickening hair):

ভালো চুলের জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ এছাড়াও গরম জল দিয়ে চুল ধোয়া এড়িয়ে যাওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন:

  1. মুখের দাগ নিয়ে সমস্যায় ভুগছেন ? মেনে চলতে পারেন এই ঘরোয়া পদ্ধতি
  2. ওজন কমানো থেকে ব্লাড সুগার নিয়ন্ত্রণ, এই ফলের রয়েছে বহুগুণ
  3. আজ বিশ্ব জন্মগত ত্রুটি দিবস, দিনটি সম্পর্কে জেনে নিন বিস্তারিত

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.