ETV Bharat / health

বাজারচলতি নয়, মেকআপ তুলতে রইল ঘরোয়া টোনারের সন্ধান - Tips to Remove Makeup Naturally - TIPS TO REMOVE MAKEUP NATURALLY

Natural Makeup Removers: আবহাওয়ার পরিবর্তনের সময় ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন । সব থেকে আগে প্রয়োজন সারাদিনের মেকআপ পরিষ্কার করা ৷ ত্বকের ক্ষতি না করে প্রাকৃতিক জিনিস দিয়ে মেকআপ তুলতে পারেন ৷

Natural Makeup Removers News
মোকআপ তুলতে ব্যবহার করতে প্রাকৃতিক জিনিস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 9:43 PM IST

হায়দরাবাদ: মেকআপ আমরা কমবেশি সবাই করেই থাকি ৷ কেউ হালকা আবার কেউ ভারী মেকআপ করতে পছন্দ করেন ৷ তবে মেকআপ করার পর সুন্দর লাগলেও বিউটিশিয়ানদের মতে, সারাদিনের পর বাড়ি ফিরে অবশ্য়ই মেকআপ তোলা প্রয়োজন ৷ অনেকে মেকআপ তোলার জন্য টোনার বা অনেক কিছু রাসায়নিক ব্যবহার করে থাকেন ৷ তাতে ত্বকের ক্ষতি হতে পারে ৷ রইল কিছু প্রাকৃতিক উপায় যা দিয়ে আপনি মেকআপ তুলতে পারেন ৷

দুধ: কাঁচা দুধ অনেক সময় সৌন্দর্য চিকিৎসায় ব্যবহৃত হয় । বিশেষজ্ঞদের মতে, দুধ মেকআপও দূর করতে পারে । আপনি যদি একটি তুলোর কটন বল দুধে ডুবিয়ে তা দিয়ে আপনার মুখ মুছে নেন তবে মেকআপ উঠে যাবে । যদি ভারী মেকআপ থাকে তবে দুধে এক টেবিল চামচ বাদাম তেল যোগ করুন ৷ এরপর এই মিশ্রণটি দিয়ে মেকআপ মুছে ফেলুন ।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজি-এ প্রকাশিত একটি সমীক্ষায় জানা গিয়েছে, দুধ দিয়ে মেকআপ মুছে দিলে তা সম্পূর্ণরূপে দূর হয় এবং ত্বকে হাইড্রেশন ও কোমলতা বৃদ্ধি পায় । এই গবেষণায় অংশ নিয়েছিলেন একজন নেতৃস্থানীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডন ইয়াং এবং নিউইয়র্ক সিটির মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিনের অধ্যাপক ।

নারকেল তেল: অনেকেই ওয়াটার প্রুফ মেকআপ বেছে নেন যাতে মেকআপ তাড়াতাড়ি না ওঠে । বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মেকআপ প্রাকৃতিক নারকেল তেল ব্যবহার করাই ভালো । বলা হয় যে, এটি শুধুমাত্র জলরোধী মেকআপ খুব সহজে অপসারণ করে না, তার পাশাপাশি একটি ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে এবং ত্বককে নরম করে । হাতে এক চা চামচ নারকেল তেল নিয়ে মুখে এবং ঘাড়ে ভালো করে লাগান ৷ এরপর 2-3 মিনিট রেখে তুলো দিয়ে মুছুন । নারকেল তেল দিয়ে লিপস্টিকও সহজেই মুছে ফেলা যায় ।

হায়দরাবাদ: মেকআপ আমরা কমবেশি সবাই করেই থাকি ৷ কেউ হালকা আবার কেউ ভারী মেকআপ করতে পছন্দ করেন ৷ তবে মেকআপ করার পর সুন্দর লাগলেও বিউটিশিয়ানদের মতে, সারাদিনের পর বাড়ি ফিরে অবশ্য়ই মেকআপ তোলা প্রয়োজন ৷ অনেকে মেকআপ তোলার জন্য টোনার বা অনেক কিছু রাসায়নিক ব্যবহার করে থাকেন ৷ তাতে ত্বকের ক্ষতি হতে পারে ৷ রইল কিছু প্রাকৃতিক উপায় যা দিয়ে আপনি মেকআপ তুলতে পারেন ৷

দুধ: কাঁচা দুধ অনেক সময় সৌন্দর্য চিকিৎসায় ব্যবহৃত হয় । বিশেষজ্ঞদের মতে, দুধ মেকআপও দূর করতে পারে । আপনি যদি একটি তুলোর কটন বল দুধে ডুবিয়ে তা দিয়ে আপনার মুখ মুছে নেন তবে মেকআপ উঠে যাবে । যদি ভারী মেকআপ থাকে তবে দুধে এক টেবিল চামচ বাদাম তেল যোগ করুন ৷ এরপর এই মিশ্রণটি দিয়ে মেকআপ মুছে ফেলুন ।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজি-এ প্রকাশিত একটি সমীক্ষায় জানা গিয়েছে, দুধ দিয়ে মেকআপ মুছে দিলে তা সম্পূর্ণরূপে দূর হয় এবং ত্বকে হাইড্রেশন ও কোমলতা বৃদ্ধি পায় । এই গবেষণায় অংশ নিয়েছিলেন একজন নেতৃস্থানীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডন ইয়াং এবং নিউইয়র্ক সিটির মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিনের অধ্যাপক ।

নারকেল তেল: অনেকেই ওয়াটার প্রুফ মেকআপ বেছে নেন যাতে মেকআপ তাড়াতাড়ি না ওঠে । বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মেকআপ প্রাকৃতিক নারকেল তেল ব্যবহার করাই ভালো । বলা হয় যে, এটি শুধুমাত্র জলরোধী মেকআপ খুব সহজে অপসারণ করে না, তার পাশাপাশি একটি ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে এবং ত্বককে নরম করে । হাতে এক চা চামচ নারকেল তেল নিয়ে মুখে এবং ঘাড়ে ভালো করে লাগান ৷ এরপর 2-3 মিনিট রেখে তুলো দিয়ে মুছুন । নারকেল তেল দিয়ে লিপস্টিকও সহজেই মুছে ফেলা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.