ETV Bharat / health

ভরা গ্রীষ্মেও এসি'র বিল কম করতে চান, জেনে নিন ব্যবহারের সঠিক নিয়ম - How can get less electricity bill - HOW CAN GET LESS ELECTRICITY BILL

Air Conditioner: গরমে বাড়ি বা অফিসে এসি চালানো আবশ্যক ৷ কিন্তু খুব বেশি ইলেকট্রিক বিল মেটাচ্ছেন ? কিন্তু এসি চালানোর সময় কিছু বিষয় মাথায় রাখলে আসতে পারে কম বিল ৷

Running AC can Reduce the electric bill News
এসির বিলও কম আসতে পারে
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 1:02 PM IST

হায়দরাবাদ: বৈশাখ মাস আসতে না-আসতেই ঘরে ঘরে এসি চালানো শুরু হয়ে গিয়েছে ৷ কেউ কেউ ব্যবহার করেন উইন্ডো এসি ৷ আবার অনেকেই ওয়াল এসি ব্যবহার করে থাকেন ৷ তবে যাই হোক না কেন এসি ব্যবহার করার আগে সঠিক নিয়ম জেনে রাখা প্রয়োজন ৷ নিয়ম মেনে এসি চালানো না-হলে ইলেকট্রিক বিল মেটোনো আপনার পক্ষে অসাধ্য হতে পারে ৷ এছাড়াও আপনার এসি খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে ৷ তাই এসি চালানোর সময় কতকগুলি বিষয় অবশ্যই মাথায় রাখুন (Correct Rules for AC Operation)৷

সবার প্রথম মাথায় রাখতে হবে এসি-র সাইজ ৷ কারণ আপনার রুমের সাইজ অনুযায়ি এসি কেনা জরুরি ৷ আপনার যদি বড় ঘর হয় আর যদি ছোট এসি কিনে ফেলেন তাহলে ঘর ঠান্ডা হতে অনেক সময় নেয় ৷ ফলে এসির তাপমাত্রা ও ঘরের সাইজের সঙ্গে লোড নিতে পারে না ৷ ফলে খুব তাড়াতাড়ি এসি খারাপ হওয়ার সম্ভবনা থাকে ৷

এসি-র সার্ভিসিং বছরের নির্দিষ্ঠ সময় করে নেওয়া প্রয়োজন ৷ শীতকালে এসি-র ব্যবহার তেমন হয় না ৷ কিন্তু গরম পড়তে না-পড়েই হঠাৎ করেই এসি চালু হয়ে যায় ৷ তাই চালানোর আগে একবার সার্ভিসিং করে নেওয়া ভালো ৷ না-হলে আপনার ইলেকট্রিক বিল বাড়তে পারে ৷

এসি চালানোর সময় তাপমাত্রা সবসময় 26 থেকে 28 রাখা প্রয়োজন ৷ আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এসি-র তাপমাত্রা সবসময় স্লিপ মোডে রাখা প্রয়োজন ৷ ঘর ঠান্ডা হয়ে হয়ে যাওয়ার পর এসি বন্ধ করে দেওয়া ৷ আপনি গভীর ঘুমে যাওযার পর সারারাত এসি-র ঠান্ডাতে আপনার শরীরের যেমন ক্ষতি হতে পারে, তেমন ইলেকট্রক বিলও আসতে পারে আকাশছোঁয়া৷

ঘরের তাপমাত্রা বেশি থাকলে এসি চালানোর পরে ঠান্ডা হতে দেরি হয় ৷ ফলে এসি-র বিলও বেশি আসে ৷ ফলে আপনি ঘরে মোটা পর্দা বা কাঁচের স্লাইড জানলা লাগান ৷ এতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে ও এসি-র বিলও কম হবে ৷

আরও পড়ুন:

  1. মটন খেতে পছন্দ করেন ? এই গরমে কীভাবে খাবেন জানালেন পুষ্টিবিদ
  2. নিত্যদিনের ব্যবহৃত কাচের বাসন চকচকে রাখুন এভাবে, রইল কিছু টিপস
  3. ইনডাকশনের তেলচিটেভাব দূর করতে কী করবেন ? জেনে নিন সহজ উপায়

হায়দরাবাদ: বৈশাখ মাস আসতে না-আসতেই ঘরে ঘরে এসি চালানো শুরু হয়ে গিয়েছে ৷ কেউ কেউ ব্যবহার করেন উইন্ডো এসি ৷ আবার অনেকেই ওয়াল এসি ব্যবহার করে থাকেন ৷ তবে যাই হোক না কেন এসি ব্যবহার করার আগে সঠিক নিয়ম জেনে রাখা প্রয়োজন ৷ নিয়ম মেনে এসি চালানো না-হলে ইলেকট্রিক বিল মেটোনো আপনার পক্ষে অসাধ্য হতে পারে ৷ এছাড়াও আপনার এসি খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে ৷ তাই এসি চালানোর সময় কতকগুলি বিষয় অবশ্যই মাথায় রাখুন (Correct Rules for AC Operation)৷

সবার প্রথম মাথায় রাখতে হবে এসি-র সাইজ ৷ কারণ আপনার রুমের সাইজ অনুযায়ি এসি কেনা জরুরি ৷ আপনার যদি বড় ঘর হয় আর যদি ছোট এসি কিনে ফেলেন তাহলে ঘর ঠান্ডা হতে অনেক সময় নেয় ৷ ফলে এসির তাপমাত্রা ও ঘরের সাইজের সঙ্গে লোড নিতে পারে না ৷ ফলে খুব তাড়াতাড়ি এসি খারাপ হওয়ার সম্ভবনা থাকে ৷

এসি-র সার্ভিসিং বছরের নির্দিষ্ঠ সময় করে নেওয়া প্রয়োজন ৷ শীতকালে এসি-র ব্যবহার তেমন হয় না ৷ কিন্তু গরম পড়তে না-পড়েই হঠাৎ করেই এসি চালু হয়ে যায় ৷ তাই চালানোর আগে একবার সার্ভিসিং করে নেওয়া ভালো ৷ না-হলে আপনার ইলেকট্রিক বিল বাড়তে পারে ৷

এসি চালানোর সময় তাপমাত্রা সবসময় 26 থেকে 28 রাখা প্রয়োজন ৷ আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এসি-র তাপমাত্রা সবসময় স্লিপ মোডে রাখা প্রয়োজন ৷ ঘর ঠান্ডা হয়ে হয়ে যাওয়ার পর এসি বন্ধ করে দেওয়া ৷ আপনি গভীর ঘুমে যাওযার পর সারারাত এসি-র ঠান্ডাতে আপনার শরীরের যেমন ক্ষতি হতে পারে, তেমন ইলেকট্রক বিলও আসতে পারে আকাশছোঁয়া৷

ঘরের তাপমাত্রা বেশি থাকলে এসি চালানোর পরে ঠান্ডা হতে দেরি হয় ৷ ফলে এসি-র বিলও বেশি আসে ৷ ফলে আপনি ঘরে মোটা পর্দা বা কাঁচের স্লাইড জানলা লাগান ৷ এতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে ও এসি-র বিলও কম হবে ৷

আরও পড়ুন:

  1. মটন খেতে পছন্দ করেন ? এই গরমে কীভাবে খাবেন জানালেন পুষ্টিবিদ
  2. নিত্যদিনের ব্যবহৃত কাচের বাসন চকচকে রাখুন এভাবে, রইল কিছু টিপস
  3. ইনডাকশনের তেলচিটেভাব দূর করতে কী করবেন ? জেনে নিন সহজ উপায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.