ETV Bharat / health

বেসিনের জেদি দাগ তুলতে নিময়িত ব্যবহার করুন কোল্ডড্রিঙ্কস - বেসিনের জেদি দাগ চুলতে

Basin Clean: বারবার পরিষ্কারের পরেও বেসিনের নোংরা থেকেই যাচ্ছে ? এর জেদি দাগ তুলতে এবং চকচকে দেখাতে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন ৷ জেনে নিন কী কী করবেন ?

Basin Clean News
বেসিনের জেদি দাগ চুলতে চান
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 8:35 PM IST

হায়দরাবাদ: বাথরুম হোক বা রান্নাঘর-বেসিন একটা গুরুত্বপূর্ণ বিষয় ৷ বেসিন পাইপে জল জমে একটা নিত্যনতুন বিষয় ৷ তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বেসিন পরিষ্কার করা প্রয়োজন ৷ বেসিন পরিষ্কার রাখা বিশেষভাবে প্রয়োজন ৷ সবসময় ব্যবহার করা বেসিন প্রতিনিয়ত নোংরা হতে থাকে ৷ এছাড়াও বেসিনের পাইপে ময়লা আটকে যায় ফলে বেসিনে জল জমেও নোংরা তাড়াতাড়ি হয় ৷ প্রত্যেক সপ্তাহে একবার বা দু'বার পরিষ্কার করা দরকার ৷ জেনে নিন, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বেসিনকে পরিষ্কার রাখতে পারেন (Basin Clean) ৷

বেসিন পরিষ্কারে বেকিংসোডা ও নুন একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ এরজন্য আপনি বেকিংসোডা নুন একসঙ্গে মিশিয়ে বেসিনে ঢেলে রাখুন ৷ 30 মিনিট পর ভালো একটু ঘষে জল দিয়ে পরিষ্কার করে নিন ৷ এতে বেসিন চকচকে দেখাবে ৷ অ্যাপেল সিডার ভিনিগার হালকা গরম করে এরসঙ্গে জল মিশিয়ে নিন ৷ তারপর ওই জল বেসিনে ঢেলে দিন কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন ৷ পরে জল ঢেলে আরও একবার পরিষ্কার করে নিন ৷

কোল্ডড্রিঙ্কস দিয়েও ভালো বেসিন পরিষ্কার করা যায় ৷ এরজন্য কিছুটা কোল্ডড্রিঙ্কস বেসিনে ঢেলে দিন ৷ কিছুক্ষণ রেখে বেসিন ব্রাশ করে ঘষে দিন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এতে চকচকে দেখাবে ৷ রোজ রান্নার পর বাসন মাজার লিকুইড দিয়ে ধুয়ে দিন ৷ এতে রোজকার পরিষ্কার থাকবে ৷ সেরামিক বেসিনে কড়া বা ডিটারজেন্ট না ব্যবহার করাই ভালো ৷ এতে লিকুইড সাবান ব্৷বহার করতে পারেন ৷

দিনের সব কাজ শেষে বেসিনে নুন ও গরমজল ঢেলে দিন ৷ এতে বেসিনের পাইপে থাকা জীবানু চলে যায় ৷ ফলে দুর্গন্ধ হয় না ৷

বেসিনকে পরিচ্ছন্ন রাখার জন্য লেবু ব্যবহার করতে পারেন ৷ এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা চকচকে করতে সাহায্য় করে ৷

আরও পড়ুন:

  1. রোজকার ব্যবহৃত ফ্রিজে দুর্গন্ধ ছড়াচ্ছে ? এই ঘরোয়া উপায়ে পরিষ্কার করতে পারেন
  2. আবহাওয়া পরিবর্তনে চুলকানির সমস্যা ? মুক্তি দেবে অ্যলোভেরা জেল-নারকেল তেল
  3. ইনস্টলেশনের পর পেসমেকার নিয়ে সতর্কতা অবলম্বন জরুরি, জেনে নিন চিকিৎসকের মতামত

হায়দরাবাদ: বাথরুম হোক বা রান্নাঘর-বেসিন একটা গুরুত্বপূর্ণ বিষয় ৷ বেসিন পাইপে জল জমে একটা নিত্যনতুন বিষয় ৷ তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বেসিন পরিষ্কার করা প্রয়োজন ৷ বেসিন পরিষ্কার রাখা বিশেষভাবে প্রয়োজন ৷ সবসময় ব্যবহার করা বেসিন প্রতিনিয়ত নোংরা হতে থাকে ৷ এছাড়াও বেসিনের পাইপে ময়লা আটকে যায় ফলে বেসিনে জল জমেও নোংরা তাড়াতাড়ি হয় ৷ প্রত্যেক সপ্তাহে একবার বা দু'বার পরিষ্কার করা দরকার ৷ জেনে নিন, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বেসিনকে পরিষ্কার রাখতে পারেন (Basin Clean) ৷

বেসিন পরিষ্কারে বেকিংসোডা ও নুন একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ এরজন্য আপনি বেকিংসোডা নুন একসঙ্গে মিশিয়ে বেসিনে ঢেলে রাখুন ৷ 30 মিনিট পর ভালো একটু ঘষে জল দিয়ে পরিষ্কার করে নিন ৷ এতে বেসিন চকচকে দেখাবে ৷ অ্যাপেল সিডার ভিনিগার হালকা গরম করে এরসঙ্গে জল মিশিয়ে নিন ৷ তারপর ওই জল বেসিনে ঢেলে দিন কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন ৷ পরে জল ঢেলে আরও একবার পরিষ্কার করে নিন ৷

কোল্ডড্রিঙ্কস দিয়েও ভালো বেসিন পরিষ্কার করা যায় ৷ এরজন্য কিছুটা কোল্ডড্রিঙ্কস বেসিনে ঢেলে দিন ৷ কিছুক্ষণ রেখে বেসিন ব্রাশ করে ঘষে দিন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এতে চকচকে দেখাবে ৷ রোজ রান্নার পর বাসন মাজার লিকুইড দিয়ে ধুয়ে দিন ৷ এতে রোজকার পরিষ্কার থাকবে ৷ সেরামিক বেসিনে কড়া বা ডিটারজেন্ট না ব্যবহার করাই ভালো ৷ এতে লিকুইড সাবান ব্৷বহার করতে পারেন ৷

দিনের সব কাজ শেষে বেসিনে নুন ও গরমজল ঢেলে দিন ৷ এতে বেসিনের পাইপে থাকা জীবানু চলে যায় ৷ ফলে দুর্গন্ধ হয় না ৷

বেসিনকে পরিচ্ছন্ন রাখার জন্য লেবু ব্যবহার করতে পারেন ৷ এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা চকচকে করতে সাহায্য় করে ৷

আরও পড়ুন:

  1. রোজকার ব্যবহৃত ফ্রিজে দুর্গন্ধ ছড়াচ্ছে ? এই ঘরোয়া উপায়ে পরিষ্কার করতে পারেন
  2. আবহাওয়া পরিবর্তনে চুলকানির সমস্যা ? মুক্তি দেবে অ্যলোভেরা জেল-নারকেল তেল
  3. ইনস্টলেশনের পর পেসমেকার নিয়ে সতর্কতা অবলম্বন জরুরি, জেনে নিন চিকিৎসকের মতামত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.