ETV Bharat / health

ডাবল চিনের সমস্যায় নাজেহাল, সমাধান করুন চিকিৎসকের পদ্ধতি মেনে - DOUBLE CHIN PROBLEM

Exercises Reduce Double Chin: একটি ডাবল চিন একটি সমস্যা যা মুখের চেহারাকে প্রভাবিত করতে পারে । অনেকেই এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন । তবে ঘরে বসেই সাধারণ ব্যায়ামের মাধ্যমে আপনি সহজেই ডাবল চিনের সমস্যা কমাতে পারবেন জানালেন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্পিতা হাতি ৷

Double Chin Reduce Exercises News
ডাবল চিন বা সাব মেন্টাল ফ্যাট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 11:52 AM IST

Updated : May 18, 2024, 1:28 PM IST

হায়দরাবাদ: সৌন্দর্যের ব্যাপারে আমরা যতই যত্ন নিই না কেন, কিছু ছোট সমস্যা মুখের সৌন্দর্য নষ্ট করে । এমনই একটি সমস্যা ডাবল চিন ৷ চিবুকের কাছে একটি অতিরিক্ত স্তরের মতো দেখায় এই সমস্যাটি অনেকের হয় ।

চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্পিতা হাতি বলেন, "ডাবল চিনকে ডাক্তারি ভাষায় সাব মেন্টাল ফ্যাট বলা হয় ৷ এটা কোনও রোগ নয় এটা একটা কন্ডিশন ৷ যেখানে আমাদের ফ্যাট জমা হয় ৷ তারমধ্যে একটা সাধারণ বিষয় হল জেনেটিক্স ৷ দ্বিতীয় বিষয় হল বয়স ৷ এছাড়াও মানুষ যখন বৃদ্ধ বয়সে পৌঁছয় তখন ডাবল চিনের সমস্যা হতে পারে ৷ আমরা কীভাবে ওঠাবসা করি তার উপরেও নির্ভর করে ডাবল চিন ৷ যাদের ওবেসিটি বা স্থূলতার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে ৷ এছাড়াও বিভিন্ন রোগ মেটাবলিজম ও হরমোনাল বিভিন্ন সমস্যার কারণে এই ডাবল চিনের সমস্যা হতে পারে ৷ তিনি আরও বলেন, এটি কমানোর সবচেেয়ে ভালো উপায় হল শরীর চর্চা ৷"

চুইংগাম: চিকিৎসকের মতে, যারা ডাবল চিনের সমস্যায় ভুগছেন তারা চুইংগাম চিবিয়ে ভালো ফল পেতে পারেন । কারণ চুইংগাম মুখের পেশিগুলির ব্যায়াম করে এবং তাদের শক্তিশালী করে । সেজন্য দিনে অন্তত একঘণ্টা চুইংগাম চিবোলে চোয়ালের কাছে জমে থাকা চর্বিই শুধু গলেই যায় না, মুখের একটি ভালো আকৃতিও তৈরি করে। তবে এক্ষেত্রে সুগার ফ্রি চুইংগাম বেছে নেওয়াই ভালো ।

চিবুক টানটান: বিশেষজ্ঞদের মতে, যারা ডাবল চিনের সমস্যায় ভুগছেন তারা এই ওয়ার্কআউট করলে ভালো ফল পাবেন । বলা হয় যে, চিবুক প্রসারিত করা শুধুমাত্র ডাবল চিনের সমস্যা কমায় না বরং আপনার মুখ এবং ঘাড়ের পেশিগুলিরও ভালো ব্যায়াম হয়।

পদ্ধতি:

প্রথমে দাঁড়িয়ে মাথা তুলুন । তারপর মুখের ভিতর জিভ টানুন । 5 সেকেন্ডের জন্য এই অবস্থানে মাথা রাখুন এবং তারপর মাথা নিচু করুন । দিনে 5 থেকে 6 বার এটি করলে আপনার চিবুকের পেশি নরম হবে ও ডাবল চিন কমে যাবে ৷

আরও পড়ুন:

  1. দিনে কতটা চিনি খাওয়া ভালো? রইল বিশেষজ্ঞদের পরামর্শ
  2. সোডা ছাড়া সুরাপান জমে না ? শরীরে বাসা বাঁধছে বহু রোগ
  3. পাইলসে কষ্ট পাচ্ছেন ? মেনে চলতে পারেন কয়েকটি টিপস

হায়দরাবাদ: সৌন্দর্যের ব্যাপারে আমরা যতই যত্ন নিই না কেন, কিছু ছোট সমস্যা মুখের সৌন্দর্য নষ্ট করে । এমনই একটি সমস্যা ডাবল চিন ৷ চিবুকের কাছে একটি অতিরিক্ত স্তরের মতো দেখায় এই সমস্যাটি অনেকের হয় ।

চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্পিতা হাতি বলেন, "ডাবল চিনকে ডাক্তারি ভাষায় সাব মেন্টাল ফ্যাট বলা হয় ৷ এটা কোনও রোগ নয় এটা একটা কন্ডিশন ৷ যেখানে আমাদের ফ্যাট জমা হয় ৷ তারমধ্যে একটা সাধারণ বিষয় হল জেনেটিক্স ৷ দ্বিতীয় বিষয় হল বয়স ৷ এছাড়াও মানুষ যখন বৃদ্ধ বয়সে পৌঁছয় তখন ডাবল চিনের সমস্যা হতে পারে ৷ আমরা কীভাবে ওঠাবসা করি তার উপরেও নির্ভর করে ডাবল চিন ৷ যাদের ওবেসিটি বা স্থূলতার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে ৷ এছাড়াও বিভিন্ন রোগ মেটাবলিজম ও হরমোনাল বিভিন্ন সমস্যার কারণে এই ডাবল চিনের সমস্যা হতে পারে ৷ তিনি আরও বলেন, এটি কমানোর সবচেেয়ে ভালো উপায় হল শরীর চর্চা ৷"

চুইংগাম: চিকিৎসকের মতে, যারা ডাবল চিনের সমস্যায় ভুগছেন তারা চুইংগাম চিবিয়ে ভালো ফল পেতে পারেন । কারণ চুইংগাম মুখের পেশিগুলির ব্যায়াম করে এবং তাদের শক্তিশালী করে । সেজন্য দিনে অন্তত একঘণ্টা চুইংগাম চিবোলে চোয়ালের কাছে জমে থাকা চর্বিই শুধু গলেই যায় না, মুখের একটি ভালো আকৃতিও তৈরি করে। তবে এক্ষেত্রে সুগার ফ্রি চুইংগাম বেছে নেওয়াই ভালো ।

চিবুক টানটান: বিশেষজ্ঞদের মতে, যারা ডাবল চিনের সমস্যায় ভুগছেন তারা এই ওয়ার্কআউট করলে ভালো ফল পাবেন । বলা হয় যে, চিবুক প্রসারিত করা শুধুমাত্র ডাবল চিনের সমস্যা কমায় না বরং আপনার মুখ এবং ঘাড়ের পেশিগুলিরও ভালো ব্যায়াম হয়।

পদ্ধতি:

প্রথমে দাঁড়িয়ে মাথা তুলুন । তারপর মুখের ভিতর জিভ টানুন । 5 সেকেন্ডের জন্য এই অবস্থানে মাথা রাখুন এবং তারপর মাথা নিচু করুন । দিনে 5 থেকে 6 বার এটি করলে আপনার চিবুকের পেশি নরম হবে ও ডাবল চিন কমে যাবে ৷

আরও পড়ুন:

  1. দিনে কতটা চিনি খাওয়া ভালো? রইল বিশেষজ্ঞদের পরামর্শ
  2. সোডা ছাড়া সুরাপান জমে না ? শরীরে বাসা বাঁধছে বহু রোগ
  3. পাইলসে কষ্ট পাচ্ছেন ? মেনে চলতে পারেন কয়েকটি টিপস
Last Updated : May 18, 2024, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.