হায়দরাবাদ: নবজাতকের বেঁচে থাকা, ঠিকমতো শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক বিকাশের জন্য জন্মকালীন সময়ে শিশুর ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ । আন্তর্জাতিক মান অনুযায়ী, যে সব নবজাতকের ওজন আড়াই কিলোগ্রামের কম হয়, তাদের স্বল্প ওজনের শিশু বলা হয় । এই কম ওজনের শিশুরা ভবিষ্যতে স্বাস্থ্য নিয়ে সমস্যার মুখে পড়ে ৷
ভারতে কোভিড মহামারী চলাকালীন, স্বল্প ওজনের শিশুর জন্মের হার প্রায় 3 শতাংশ বেড়েছে ৷ কমিউনিকেশনস মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণার রিপোর্টে দেখা গিয়েছে, এই সময়ে জন্ম নেওয়া শিশুদের ওজন কম হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ ছিল । স্বল্প ওজনের জন্ম শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে ভবিষ্যতে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ৷ জন্মকালীন কম ওজন শিশুমৃত্যুর অন্যতম বড় কারণ হতে পারে বলে মনে করেন শিশুরোগ বিশেষজ্ঞদের অনেকেই ।
বিশেষজ্ঞদের মতে, কম ওজনের শিশুরা জন্মের কিছু দিনের মধ্যেই প্রোটিনের অভাবজনিত অপুষ্টি ও তার সঙ্গে নানা সংক্রমণের শিকার হতে পারে । ফলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের অনেক স্বাস্থ্য সমস্যারও সৃষ্টি হতে পারে ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা নির্ধারিত নবজাতকের আদর্শ ওজন 2.5 কেজি ৷ এই সমীক্ষা অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি চারটি শিশুর মধ্যে একটি এর চেয়ে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে । কম ওজনের এই শিশুদের 95 শতাংশই নিম্ন এবং মধ্যমআয়ের দেশগুলিতে জন্মেছে এবং এদের অর্ধেকের বেশি দক্ষিণ এশিয়ায় জন্মগ্রহণ করেছে বলে জানা গিয়েছে ৷
এপ্রিল 2020 থেকে 2021 সালের এপ্রিলের মধ্যে জন্ম নেওয়া শিশুরা আগে জন্ম নেওয়া শিশুদের তুলনায় কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছিল । এই গবেষণার জন্য ভারতে দুই লাখেরও বেশি শিশুকে পরীক্ষা করা হয়েছিল । তাদের মধ্যে, COVID-19 এর আগে 1.92 লক্ষ এবং COVID-19-এর সময় 12 হাজারের জন্ম হয়েছিল । ওই গবেষণার রিপোর্ট অনুযায়ী, কোভিড-কালে জন্ম নেওয়া শিশুদের গড় ওজন তার আগে জন্মানো শিশুদের চেয়ে 11 গ্রাম কম ছিল ৷