ETV Bharat / health

রক্তচাপ-ডায়াবেটিসের মতো একাধিক স্বাস্থ্য সমস্যা বিএমআই পরিবর্তনের সঙ্গে জড়িত! - Blood pressure sugar BMI problem

Lost to Poor Health: রক্তচাপ-ডায়াবেটিসের মতো একাধিক স্বাস্থ্য সমস্যা বর্তমানে অধিকাংশ মানুষেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ 2000-21 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, দুর্বল স্বাস্থ্যের প্রভাবে রক্তচাপ, ডায়াবেটিসের সমস্যা 50 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ৷

Lost to Poor Health News
গবেষণায় দেখা গিয়েছে রক্তচাপ, সুগার, বিএমআই সমস্যা বৃদ্ধি পেয়েছে (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : May 19, 2024, 4:13 PM IST

হায়দরাবাদ: রক্তচাপ বাড়তে থাকে বিভিন্ন কারণে । চূড়ান্ত কর্মব্যস্ত জীবন, মানসিক অবসাদ, উদ্বেগ রক্তচাপ বৃদ্ধি করে । একটা বয়সের পর এই ধরনের সমস্যা আরও বেড়ে যেতে পারে । দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, বডি মাস ইনডেক্স (BMI)-এ পরিবর্তন রক্তচাপ-ডায়াবেটিসের মতো একাধিক স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দিতে পারে যা বার্ধক্যে জীবনযাত্রার বদলকে আরও বেশি প্রভাবিত করে । গবেষকদের মতে, এই বিপাক-সম্পর্কিত সমস্যাগুলির কারণে শরীরে দুর্বল হয়ে পড়ে ৷

গবেষণা দেখা গিয়েছে, রক্তচাপ-ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন, এমন রোগীর অকালমৃত্যুও 2000 থেকে 2021 সালের মধ্যে প্রায় 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে । এই পরিসংখ্যান চিন্তা বাড়িয়েছে গবেষকদের ৷ গবেষণায় দেখা গিয়েছে, 15-49 বছর বয়সিদের মধ্যে উচ্চ বিএমআই এবং ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি ৷ এই বয়সের অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকির মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ এবং উচ্চ এলডিএল (কম ঘনত্বের লাইপোপ্রোটিন) বা খারাপ কোলেস্টেরল ।

ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই), ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন ইউএস-এর একজন সহযোগী অধ্যাপক মাইকেল ব্রাউয়ার জানান, বিপাকীয় এই ঝুঁকির কারণগুলি অধিকাংশ ক্ষেত্রেই আমাদের জীবনযাপনের ধরন ও প্রকৃতির মাধ্যমে প্রভাবিত হতে পারে ৷ বিশেষ করে তরুণ প্রজন্মের জীবনযাপনের ধরন তাদের মধ্যে বিপাকীয় সমস্যা বাড়িয়ে দিচ্ছে ৷ তিনি বলেন, "বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে রক্তচাপ, সুগার এবং বডি মাস ইনডেক্সে বড়সড় পরিবর্তন বা ঝুঁকির আসঙ্কা বেশি ৷"

জিবিডি 2021 রিস্ক ফ্যাক্টর কোলাবোরেটর্স গঠনকারী গবেষকরা 1990 থেকে 2021 সাল পর্যন্ত 204টি দেশ ও অঞ্চলের জন্য 88টি ঝুঁকির কারণ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যগত ফলাফলের কারণ বিশ্লেষণ করেছেন ৷ এই বিশ্লেষণে প্রতিরোধযোগ্য, অসংক্রামক রোগ বা রোগের ঝুঁকিতে থাকা জনসংখ্যার অনুমান তুলে ধরেছেন।

2021 সালে DALY-তে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, এই সমস্যাগুলির সবচেয়ে বেশি প্রভাব রয়েছে ও পার্টিকুলেট ম্যাটার (PM), ধূমপান, জন্মের সময় কম ওজন, বয়স, লিঙ্গ এবং অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে । গবেষকরা বলেন, "মা ও শিশুর স্বাস্থ্য, পানের অযোগ্য জল, পরিচ্ছন্নতা সংক্রান্ত ঝুঁকির ফলে এই সব বিপাকীয় রোগের প্রকোপ বাড়িয়ে দিয়েছে ৷ বিশেষ করে সামাজিক-জনতাত্ত্বিক সূচক (সোসিও-ডেমোগ্রাফিক ইনডেক্স) অনুযায়ী অনুন্নত অঞ্চলে এই ধরনের সমস্যা বেশি দেখা গিয়েছে ৷"

একাধিক ক্ষেত্রে অগ্রগতি সত্ত্বেও গবেষকরা বলেন, "মা ও শিশুর অপুষ্টির সঙ্গে সম্পর্কিত রোগের প্রাদূর্ভাব সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, পূর্ব এশিয়া এবং ওশেনিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলির সঙ্গে বেশি দেখা গিয়েছে ।"

আরও পড়ুন:

  1. শিশুদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপের সমস্যা ! নিয়ন্ত্রণে রাখুন চিকিৎসকের পরামর্শে
  2. সোডা ছাড়া সুরাপান জমে না ? শরীরে বাসা বাঁধছে বহু রোগ
  3. ইন্সট্যান্ট নুডলস শরীরের জন্য ক্ষতিকর ? কী বলছেন বিশেষজ্ঞরা

হায়দরাবাদ: রক্তচাপ বাড়তে থাকে বিভিন্ন কারণে । চূড়ান্ত কর্মব্যস্ত জীবন, মানসিক অবসাদ, উদ্বেগ রক্তচাপ বৃদ্ধি করে । একটা বয়সের পর এই ধরনের সমস্যা আরও বেড়ে যেতে পারে । দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, বডি মাস ইনডেক্স (BMI)-এ পরিবর্তন রক্তচাপ-ডায়াবেটিসের মতো একাধিক স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দিতে পারে যা বার্ধক্যে জীবনযাত্রার বদলকে আরও বেশি প্রভাবিত করে । গবেষকদের মতে, এই বিপাক-সম্পর্কিত সমস্যাগুলির কারণে শরীরে দুর্বল হয়ে পড়ে ৷

গবেষণা দেখা গিয়েছে, রক্তচাপ-ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন, এমন রোগীর অকালমৃত্যুও 2000 থেকে 2021 সালের মধ্যে প্রায় 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে । এই পরিসংখ্যান চিন্তা বাড়িয়েছে গবেষকদের ৷ গবেষণায় দেখা গিয়েছে, 15-49 বছর বয়সিদের মধ্যে উচ্চ বিএমআই এবং ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি ৷ এই বয়সের অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকির মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ এবং উচ্চ এলডিএল (কম ঘনত্বের লাইপোপ্রোটিন) বা খারাপ কোলেস্টেরল ।

ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই), ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন ইউএস-এর একজন সহযোগী অধ্যাপক মাইকেল ব্রাউয়ার জানান, বিপাকীয় এই ঝুঁকির কারণগুলি অধিকাংশ ক্ষেত্রেই আমাদের জীবনযাপনের ধরন ও প্রকৃতির মাধ্যমে প্রভাবিত হতে পারে ৷ বিশেষ করে তরুণ প্রজন্মের জীবনযাপনের ধরন তাদের মধ্যে বিপাকীয় সমস্যা বাড়িয়ে দিচ্ছে ৷ তিনি বলেন, "বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে রক্তচাপ, সুগার এবং বডি মাস ইনডেক্সে বড়সড় পরিবর্তন বা ঝুঁকির আসঙ্কা বেশি ৷"

জিবিডি 2021 রিস্ক ফ্যাক্টর কোলাবোরেটর্স গঠনকারী গবেষকরা 1990 থেকে 2021 সাল পর্যন্ত 204টি দেশ ও অঞ্চলের জন্য 88টি ঝুঁকির কারণ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যগত ফলাফলের কারণ বিশ্লেষণ করেছেন ৷ এই বিশ্লেষণে প্রতিরোধযোগ্য, অসংক্রামক রোগ বা রোগের ঝুঁকিতে থাকা জনসংখ্যার অনুমান তুলে ধরেছেন।

2021 সালে DALY-তে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, এই সমস্যাগুলির সবচেয়ে বেশি প্রভাব রয়েছে ও পার্টিকুলেট ম্যাটার (PM), ধূমপান, জন্মের সময় কম ওজন, বয়স, লিঙ্গ এবং অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে । গবেষকরা বলেন, "মা ও শিশুর স্বাস্থ্য, পানের অযোগ্য জল, পরিচ্ছন্নতা সংক্রান্ত ঝুঁকির ফলে এই সব বিপাকীয় রোগের প্রকোপ বাড়িয়ে দিয়েছে ৷ বিশেষ করে সামাজিক-জনতাত্ত্বিক সূচক (সোসিও-ডেমোগ্রাফিক ইনডেক্স) অনুযায়ী অনুন্নত অঞ্চলে এই ধরনের সমস্যা বেশি দেখা গিয়েছে ৷"

একাধিক ক্ষেত্রে অগ্রগতি সত্ত্বেও গবেষকরা বলেন, "মা ও শিশুর অপুষ্টির সঙ্গে সম্পর্কিত রোগের প্রাদূর্ভাব সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, পূর্ব এশিয়া এবং ওশেনিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলির সঙ্গে বেশি দেখা গিয়েছে ।"

আরও পড়ুন:

  1. শিশুদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপের সমস্যা ! নিয়ন্ত্রণে রাখুন চিকিৎসকের পরামর্শে
  2. সোডা ছাড়া সুরাপান জমে না ? শরীরে বাসা বাঁধছে বহু রোগ
  3. ইন্সট্যান্ট নুডলস শরীরের জন্য ক্ষতিকর ? কী বলছেন বিশেষজ্ঞরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.