ETV Bharat / entertainment

'পা টলত, চোখের সামনে ধোঁয়াশা...' শুটিং সেটে নেশা করতে বাধ্য হন জিনাত আমন - Zeenat Aman Dum Maro Dum Song - ZEENAT AMAN DUM MARO DUM SONG

Dum Maro Dum song: দেব আনন্দের সামনেই 'হরে রামা হরে কৃষ্ণা' ছবির সেটে নেশায় মগ্ন অভিনেত্রী জিনাত আমন ৷ এমন অবস্থা ছিল যে, তিনি ঠিকভাবে পা পর্যন্ত ফেলতে পারতেন না ৷ কীভাবে শুটিং সামলেছেন, 53 বছর পর সেই অভিজ্ঞতা শেয়ার করলেন জিনাত আমন ৷

Dum Maro Dum song
শুটিং সেটে নেশা করতে বাধ্য হন জিনাত আমন (আইএএনএস/সোশাল মিডিয়া)
author img

By PTI

Published : Sep 24, 2024, 6:18 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: 'মেজাজটাই আসল রাজা... '৷ পর্দায় রিয়েল দেখানোর জন্য হাতে তুলে নিয়েছিলেন নেশার জিনিস ৷ 'দম মারো দম' গানের শুটিংয়ে রীতিমত নেশায় বুঁদ হয়ে থাকতেন অভিনেত্রী জিনাত আমন ৷ 1971 সালের জনপ্রিয় ছবি 'হরে রামা হরে কৃষ্ণা' ছবির শুটিংয়ের অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তিনি জানিয়েছেন, পর্দায় চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি নেশার (গাঁজা) জিনিস ব্যবহার করেছেন ৷ শুধু তাই নয়, নেপালে সত্যিকারের হিপ্পিদের সঙ্গেও নেশাগ্রস্ত হয়ে থাকতেন অভিনেত্রী ৷

সোমবার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সেই গানের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন জিনাত ৷ তিনি বলেন, " আমরা তখন কাঠমান্ডুতে হরে রামা হরে কৃষ্ণা ছবির শুটিং করছি ৷ দম মারো দম গানের জন্য দেব আনন্দ স্যার রাস্তা থেকে বেশ কিছু হিপ্পিদের জড়ো করেন ৷ শুটিংয়ে দেব সাব গানের সিকোয়েন্সে অথেনটিসিটি চাইছিলেন ৷ আমার চরিত্র জেনিসকে এমনভাবে দেখাতে হবে যেখানে সে সত্যিই নেশায় বুঁদ হয়ে থাকবে ৷" এরপর অভিনেত্রী ছবির একটি দৃশ্যের ছবি শেয়ার করে বলেন, "সবচেয়ে সহজ পথ ছিল হিপ্পিদের ছিল্লাম থেকে টান মারা ৷ সেটাই করতে থাকলাম ৷ শুটিংয়ে একটার পর একটা টেক অরজিনাল নেওয়ার জন্য আমি নেশা করতে শুরু করি ৷"

'হরে রামা হরে কৃষ্ণা' ছবিতে জিনাতের চরিত্রের নাম ছিল জসবীর 'জেনিস' জয়সওয়াল ৷ ছবি পরিচালনার পাশাপাশি মুখ্যচরিত্রে দেখা গিয়েছে দেব আনন্দকে ৷ এই ছবিতে আমনের চরিত্র দেখানো হয়েছ, ছোটবেলায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি ৷ তারপর অসৎ সঙ্গে পড়ে তিনি মদ্যপান-ড্রাগসের মতো নেশায় ডুবে যান ৷

এরপর শুটিং শেষ হলেও নেশা কাটত না জিনাতের ৷ তিনি জানান, নেশা এতচাই চড়ে যেত যে তিনি হোটেলে ফেরার ক্ষমতায় থাকতেন না ৷ একটা অদ্ভুত ঘোরের মধ্যে থাকতেন তিনি ৷ কখনও ভীষণ খুশি থাকতেন, আবার কখনও মাথা ঘুরতে থাকত আবার কখনও চোখের সামনে ধোঁয়া-ধোঁয়া দেখতেন ৷ তিনি বলেন, "আমার টিমের সদস্যরা ওই অবস্থা থেকে নিজেরাই গাড়িতে তুলে দিতেন ৷ তারপর নিয়ে যেতেন একটা সুন্দর জায়গায় ৷ যেখানে পাহাড়ী ঠান্ডা বাতাস আমাকে আচ্ছন্ন করত ৷ আমি চোখের সামনে থাকা হিমালয় পর্বতকে দেখে কতকিছু ভাবতাম ৷ এইভাবেই সময় কাটার সঙ্গে সঙ্গে আমার নেশা একটু একটু করে কাটতে শুরু করত ৷"

অভিনেত্রী আরও বলেন, "আমি পরে জানতে পারি যে এই ঘটনার কথা আমার মা জানতে পেরে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল ৷ শুধু তাই নয়, অত কম বয়সে ছবির জন্য আমাকে নেশা করতে হওয়ায় টিম মেম্বারদের ভীষণ কথা শুনিয়েছিলেন ৷ ভাগ্যক্রমে আমি মায়ের ক্রোধের ঝাঁঝ থেকে বেঁচে গিয়েছি ৷" একই পোস্টে জিনস আমন জানিয়েছেন, তিনি মুম্বই, দিল্লি ও জয়পুরের সেইসব জায়গায় যাবেন যেখানে শুটিংয়ের সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ৷

চলতি বছর অক্টোবরে লাইভ ব্র্যান্ডের সঙ্গে তিনি সেইসব জায়গায় যাবেন বলে জানিয়েছেন ৷ এরপর তিনি অনুরোধ করেন তাঁর জেনারেশনের প্রিয় সেই সব গান শোনার জন্য অনুষ্ঠানের টিকিট কাটতে হবে ৷ তাই পরিবারের সকল সদস্যদের সঙ্গে বিশেষ সেই মুহূর্ত উপভোগ করার জন্য অনুষ্ঠানের টিকিট শীঘ্রই কাটতে হবে ৷

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: 'মেজাজটাই আসল রাজা... '৷ পর্দায় রিয়েল দেখানোর জন্য হাতে তুলে নিয়েছিলেন নেশার জিনিস ৷ 'দম মারো দম' গানের শুটিংয়ে রীতিমত নেশায় বুঁদ হয়ে থাকতেন অভিনেত্রী জিনাত আমন ৷ 1971 সালের জনপ্রিয় ছবি 'হরে রামা হরে কৃষ্ণা' ছবির শুটিংয়ের অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তিনি জানিয়েছেন, পর্দায় চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি নেশার (গাঁজা) জিনিস ব্যবহার করেছেন ৷ শুধু তাই নয়, নেপালে সত্যিকারের হিপ্পিদের সঙ্গেও নেশাগ্রস্ত হয়ে থাকতেন অভিনেত্রী ৷

সোমবার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সেই গানের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন জিনাত ৷ তিনি বলেন, " আমরা তখন কাঠমান্ডুতে হরে রামা হরে কৃষ্ণা ছবির শুটিং করছি ৷ দম মারো দম গানের জন্য দেব আনন্দ স্যার রাস্তা থেকে বেশ কিছু হিপ্পিদের জড়ো করেন ৷ শুটিংয়ে দেব সাব গানের সিকোয়েন্সে অথেনটিসিটি চাইছিলেন ৷ আমার চরিত্র জেনিসকে এমনভাবে দেখাতে হবে যেখানে সে সত্যিই নেশায় বুঁদ হয়ে থাকবে ৷" এরপর অভিনেত্রী ছবির একটি দৃশ্যের ছবি শেয়ার করে বলেন, "সবচেয়ে সহজ পথ ছিল হিপ্পিদের ছিল্লাম থেকে টান মারা ৷ সেটাই করতে থাকলাম ৷ শুটিংয়ে একটার পর একটা টেক অরজিনাল নেওয়ার জন্য আমি নেশা করতে শুরু করি ৷"

'হরে রামা হরে কৃষ্ণা' ছবিতে জিনাতের চরিত্রের নাম ছিল জসবীর 'জেনিস' জয়সওয়াল ৷ ছবি পরিচালনার পাশাপাশি মুখ্যচরিত্রে দেখা গিয়েছে দেব আনন্দকে ৷ এই ছবিতে আমনের চরিত্র দেখানো হয়েছ, ছোটবেলায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি ৷ তারপর অসৎ সঙ্গে পড়ে তিনি মদ্যপান-ড্রাগসের মতো নেশায় ডুবে যান ৷

এরপর শুটিং শেষ হলেও নেশা কাটত না জিনাতের ৷ তিনি জানান, নেশা এতচাই চড়ে যেত যে তিনি হোটেলে ফেরার ক্ষমতায় থাকতেন না ৷ একটা অদ্ভুত ঘোরের মধ্যে থাকতেন তিনি ৷ কখনও ভীষণ খুশি থাকতেন, আবার কখনও মাথা ঘুরতে থাকত আবার কখনও চোখের সামনে ধোঁয়া-ধোঁয়া দেখতেন ৷ তিনি বলেন, "আমার টিমের সদস্যরা ওই অবস্থা থেকে নিজেরাই গাড়িতে তুলে দিতেন ৷ তারপর নিয়ে যেতেন একটা সুন্দর জায়গায় ৷ যেখানে পাহাড়ী ঠান্ডা বাতাস আমাকে আচ্ছন্ন করত ৷ আমি চোখের সামনে থাকা হিমালয় পর্বতকে দেখে কতকিছু ভাবতাম ৷ এইভাবেই সময় কাটার সঙ্গে সঙ্গে আমার নেশা একটু একটু করে কাটতে শুরু করত ৷"

অভিনেত্রী আরও বলেন, "আমি পরে জানতে পারি যে এই ঘটনার কথা আমার মা জানতে পেরে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল ৷ শুধু তাই নয়, অত কম বয়সে ছবির জন্য আমাকে নেশা করতে হওয়ায় টিম মেম্বারদের ভীষণ কথা শুনিয়েছিলেন ৷ ভাগ্যক্রমে আমি মায়ের ক্রোধের ঝাঁঝ থেকে বেঁচে গিয়েছি ৷" একই পোস্টে জিনস আমন জানিয়েছেন, তিনি মুম্বই, দিল্লি ও জয়পুরের সেইসব জায়গায় যাবেন যেখানে শুটিংয়ের সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ৷

চলতি বছর অক্টোবরে লাইভ ব্র্যান্ডের সঙ্গে তিনি সেইসব জায়গায় যাবেন বলে জানিয়েছেন ৷ এরপর তিনি অনুরোধ করেন তাঁর জেনারেশনের প্রিয় সেই সব গান শোনার জন্য অনুষ্ঠানের টিকিট কাটতে হবে ৷ তাই পরিবারের সকল সদস্যদের সঙ্গে বিশেষ সেই মুহূর্ত উপভোগ করার জন্য অনুষ্ঠানের টিকিট শীঘ্রই কাটতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.