নয়াদিল্লি, 23 মার্চ: আর্থিক প্রতারণা মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর ৷ তিনি প্রথম থেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ৷ এবার গ্রেফতারির পর নতুন করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি ৷ 'সত্যের জয় হয়েছে', মন্তব্য করে উচ্ছ্বসিত সুকেশ ৷ শনিবার এক চিঠি লিখে তিনি জানিয়েছেন, কেজরিওয়ালের পর্দা ফাঁস করবেন তিনি ৷
এদিন, কড়া নিরাপত্তার ঘেরাটোপে সুকেশ চন্দ্রশেখরকে আনা হয় দিল্লি আদালতে ৷ সেখানেই তিনি বলেন, আমি কেজরিওয়াল ও তাঁর দলের বিরুদ্ধে আগেও সাক্ষী দিয়েছি ৷ এবার সরকারি সাক্ষী হব ৷ তাঁদের বিরুদ্ধে যত তথ্যপ্রমাণ রয়েছে তা তুলে ধরব ৷" এরপরেই তিনি বলেন, "সত্যের জয় হয়েছে। আমি কেজরিওয়ালকে তিহাড় জেলে স্বাগত জানাই।" তবে এই প্রথমবার নয় ৷ এর আগে একাধিক সময়ে কেজরিওয়ালের সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন 200 কোটি টাকার জালিয়াতির অভিযোগে জেলবন্দি সুকেশ ৷ তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের তারকা জ্যাকলিন ফার্নান্দেজেরও ৷ এদিন সুকেশ আরও অভিযোগ করেছেন ৷ তিনি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে যে বয়ান দিয়েছিলেন, তা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ৷
উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি ৷ আদালতে পেশ করা হলে তাঁকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ অন্যদিকে এই ঘটনায় জেলবন্দি সুকেশ, কেজরিওয়ালের মুখোশ খোলার দাবি করেছেন ৷ কিছুদিন আগেই তিনি কেজরিওয়ালকে চিঠি লিখে জানিয়েছিলেন আগামী বিধানসভা নির্বাচনে তিনি ভোটে দাঁড়াবেন দিল্লি থেকে ৷ শুধু তাই নয়, কেজরিওয়ালের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে তাঁকে হারাবেন ৷ ফের একবার দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন জেলবন্দি সুকেশ ৷
আরও পড়ুন:
1. 5 লক্ষের বিনিময়ে এক ঘণ্টা ! অনুরাগ কাশ্যপের রেটচার্ট দেখে 'থ' নেটপাড়া
2. শাড়ির আঁচলে তরজা অব্যহত, মমতার মন্তব্যে কী বলছেন বিশিষ্টরা ?
3. ছবির পর্দায় মিউজিক মায়েস্ত্রো ইলাইয়ারাজার জীবনী, নাম ভূমিকায় ধনুশ