ETV Bharat / entertainment

প্রয়াত 'উড়ান' খ্যাত অভিনেত্রী কবিতা, শোকের ছায়া বলিমহলে - Udaan Fame Actor Kavita

Television actor Kavita Chaudhary Died: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরী ৷ 67 বছর বয়সী অভিনেত্রী মারা গিয়েছেন অমৃতসরে ৷

Television actor Kavita Chaudhary Died
প্রয়াত 'উড়ান' খ্যাত অভিনেত্রী কবিতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 5:09 PM IST

হায়দরাবাদ, 16 ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা কবিতা চৌধুরী ৷ তিনি পরিচিত ছিলেন উড়ান ধারাবাহিকের জন্য ৷ পাশাপশি এক ডিটারজেন্ট পাউডারের কর্মাশিয়াল অ্যাডেও তিনি বেশ পরিচিত ললিতাজি নামে ৷ বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ তাঁর প্রয়াণের খবর জানান, অভিনেত্রীর ভাইপো অজয় স্যান্যাল ৷

তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে 67 বছর বয়সে প্রয়াত হয়েছেন অন্যতম এই অভিনেত্রী ৷ তিনি আরও জানান, বয়সজনিত কারণে তাঁর চিকিৎসা চলছিল অমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে ৷ বৃহস্পতিবার রাত 8.30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেত্রী কবিতার বন্ধু আনঙ্গ দেশাই ৷ তিনি কবিতার সঙ্গে ন্যাশনাল স্কুল ড্রামায় পড়াশোনা করেছেন ৷ অভিনেতা আনঙ্গ জানিয়েছেন, কবিতার প্রয়াণের খবরে তিনি শোকাহত ৷ এত তাড়াতাড়ি এক কাছের বন্ধুকে হারালেন তিনি ৷

অভিনেতা আরও জানান, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় তিনি ও কবিতা সহপাঠী ছিলেন ৷ তাঁরা একসঙ্গে তিনবছর সেখানে ট্রেনিং নিয়েছেন ৷ শুধু তাই নয়, কবিতা ও আনঙ্গের সঙ্গে সহপাঠী হিসাবে ছিলেন সতীশ কৌশিক, অনুপম খের ও গোবিন্দ নামদেব ৷ তিনি জানান, কবিতা বেশ কিছু বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৷ মারণ রোগের সঙ্গে তাঁর যুদ্ধ চলছিল ৷ তার মাঝেই কবিতার সঙ্গে দেখা করেছিলেন তিনি ৷ শুধু তাই নয়, ক্যানসারের বিষয়টি তিনি গোপন রাখতে চেয়েছিলেন বলেও জানান অভিনেতা ৷

আনঙ্গ বলেন, "অমৃতসরেই জন্ম হয়েছিল কবিতার ৷ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ ঠিক 15 দিন আগেই কবিতার সঙ্গে কথা হয়েছিল আমার ৷ তখন তিনি মুম্বইতে ছিলেন ৷ তখন থেকে কবিতার স্বাস্থ্য ভালো যাচ্ছিল না ৷ শুক্রবার কবিতার ভাইপো তাঁর মৃত্যুর খবর জানায় ৷" উল্লেখ্য, দূরদর্শনে 1989 সালে ধারাবাহিক উড়ান জনপ্রিয় হয় ৷ সেখানে আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্রে দেখা গিয়েছিল কবিতাকে ৷ অভিনয়ের পাশাপাশি, তিনি এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ৷ ধারাবাহিকটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি ৷ কবিতার বোন কাঞ্চন চৌধুরী ভট্টাচার্যের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই শো ৷ কিরণ বেদির পরে দ্বিতীয় আইপিএস অফিসার হয়েছিলেন কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য।

আরও পড়ুন

1. ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে নন্দনে জায়গা পেল না 'পারিয়া', আশাহত পরিচালক

2. বন্যপ্রাণ শিকারের সত্য ঘটনা নিয়ে আসছে 'পোচার', ট্রেলার লঞ্চে নজর কাড়লেন প্রযোজক আলিয়া

3. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

হায়দরাবাদ, 16 ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা কবিতা চৌধুরী ৷ তিনি পরিচিত ছিলেন উড়ান ধারাবাহিকের জন্য ৷ পাশাপশি এক ডিটারজেন্ট পাউডারের কর্মাশিয়াল অ্যাডেও তিনি বেশ পরিচিত ললিতাজি নামে ৷ বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ তাঁর প্রয়াণের খবর জানান, অভিনেত্রীর ভাইপো অজয় স্যান্যাল ৷

তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে 67 বছর বয়সে প্রয়াত হয়েছেন অন্যতম এই অভিনেত্রী ৷ তিনি আরও জানান, বয়সজনিত কারণে তাঁর চিকিৎসা চলছিল অমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে ৷ বৃহস্পতিবার রাত 8.30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেত্রী কবিতার বন্ধু আনঙ্গ দেশাই ৷ তিনি কবিতার সঙ্গে ন্যাশনাল স্কুল ড্রামায় পড়াশোনা করেছেন ৷ অভিনেতা আনঙ্গ জানিয়েছেন, কবিতার প্রয়াণের খবরে তিনি শোকাহত ৷ এত তাড়াতাড়ি এক কাছের বন্ধুকে হারালেন তিনি ৷

অভিনেতা আরও জানান, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় তিনি ও কবিতা সহপাঠী ছিলেন ৷ তাঁরা একসঙ্গে তিনবছর সেখানে ট্রেনিং নিয়েছেন ৷ শুধু তাই নয়, কবিতা ও আনঙ্গের সঙ্গে সহপাঠী হিসাবে ছিলেন সতীশ কৌশিক, অনুপম খের ও গোবিন্দ নামদেব ৷ তিনি জানান, কবিতা বেশ কিছু বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৷ মারণ রোগের সঙ্গে তাঁর যুদ্ধ চলছিল ৷ তার মাঝেই কবিতার সঙ্গে দেখা করেছিলেন তিনি ৷ শুধু তাই নয়, ক্যানসারের বিষয়টি তিনি গোপন রাখতে চেয়েছিলেন বলেও জানান অভিনেতা ৷

আনঙ্গ বলেন, "অমৃতসরেই জন্ম হয়েছিল কবিতার ৷ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ ঠিক 15 দিন আগেই কবিতার সঙ্গে কথা হয়েছিল আমার ৷ তখন তিনি মুম্বইতে ছিলেন ৷ তখন থেকে কবিতার স্বাস্থ্য ভালো যাচ্ছিল না ৷ শুক্রবার কবিতার ভাইপো তাঁর মৃত্যুর খবর জানায় ৷" উল্লেখ্য, দূরদর্শনে 1989 সালে ধারাবাহিক উড়ান জনপ্রিয় হয় ৷ সেখানে আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্রে দেখা গিয়েছিল কবিতাকে ৷ অভিনয়ের পাশাপাশি, তিনি এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ৷ ধারাবাহিকটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি ৷ কবিতার বোন কাঞ্চন চৌধুরী ভট্টাচার্যের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই শো ৷ কিরণ বেদির পরে দ্বিতীয় আইপিএস অফিসার হয়েছিলেন কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য।

আরও পড়ুন

1. ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে নন্দনে জায়গা পেল না 'পারিয়া', আশাহত পরিচালক

2. বন্যপ্রাণ শিকারের সত্য ঘটনা নিয়ে আসছে 'পোচার', ট্রেলার লঞ্চে নজর কাড়লেন প্রযোজক আলিয়া

3. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.