ETV Bharat / entertainment

'টু কিল আ টাইগার' তথ্যচিত্র দিয়ে অস্কারের দৌড়ে ভারতের এন্ট্রি - best documentary feature

To Kill a Tiger Documentary Film: 'টু কিল আ টাইগার' তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে এক ব্যক্তির ন্যায় পাওয়ার লড়াই, যাঁর 13 বছরের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করে তিন ব্যক্তি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 10:00 PM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: অস্কারের মঞ্চে ভারত থেকে গেল প্রথম নমিনেশন ৷ 2024 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে তথ্যচিত্র তালিকায় ভারত থেকে নির্বাচিত হয়েছে 'টু কিল আ টাইগার' ৷ মঙ্গলবার সামনে এসেছে খুশির এই খবর ৷

বেস্ট ডকুমেন্টারি বিভাগে তথ্যচিত্রটি নির্বাচিত হয়েছে ৷ এটি বানিয়েছেন দিল্লিতে জন্ম হওয়া নিশা পাহুজা ৷ বর্তমানে টরেন্টোর বাসিন্দা নিশা এমি অ্যাওয়ার্ডের জন্যও নির্বাচিত হয়েছেন ৷ এর আগে 2022 সালে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল 'টু কিল আ টাইগার' তথ্যচিত্রটির ৷ সেখানে বেস্ট কানাডিয়ান ফিচার ফিল্ম হিসাবে অ্যামপ্লিফাই ভয়সেস অ্যাওয়ার্ড পায় তথ্যচিত্রটি ৷

ছবির গল্পের প্রেক্ষাপট এগিয়েছে নাবালিকা মেয়ের যৌন হেনস্থার জন্য ন্যায়বিচার চেয়ে এক অসহায় বাবার লড়াই ৷ রঞ্জিত পুলিশের কাছে যায় অভিযোগ নিয়ে ৷ তিন অভিযুক্তদের পুলিশ গ্রেফতারও করে ৷ কিন্তু রঞ্জিতের পরিবার পরে বিপদে ৷ গ্রামবাসীরা পরিবারকে চাপ দিতে থাকে তিন অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেওয়ার জন্য ৷ সিনেমার মতোই বানানো হয়েছে তথ্যচিত্রটি ৷ সমাজের এক অন্ধকার দিক তুলে ধরেছেন পরিচালক নিশা পাহুজা ৷ ছবিটি প্রযোজনা করেছেন কর্নেলিয়া প্রিন্সিপ এবং ডেভিড ওপেনহেইম।

বেস্ট ডকুমেন্টারি ফিচারে আরও যে চারটি তথ্যচিত্র নির্বাচিত হয়েছে তা হল 'ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট', 'দ্য ইটারনাল মেমোরি', 'ফোর ডটার্স' ও '20 ডেস ইন মারিউপোল' ৷ এছাড়াও 96তম অস্কার প্রতিযোগিতার দৌড়ে একাধিক নমিনেশন নিয়ে এগিয়ে রয়েছে ওপেনহাইমার ও বার্বি ৷ এর মধ্যে বার্বি 6টি বিভাগে মনোনয়ন পেয়েছে ৷ যার মধ্যে রয়েছে বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল, কস্টিউম ডিজাইন, বেস্ট অ্যাকট্রেস ইন সাপোর্টিং রোল, অরজিনাল সং, প্রোডাকশন ডিজাইন ও বেস্ট পিকচার বিভাগ ৷ অন্যদিকে ওপেনহাইমার বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল, কস্টিউম ডিজাইন, বেস্ট অ্যাকট্রেস ইন সাপোর্টিং রোল, অরজিনাল স্কোর, প্রোডাকশন ডিজাইন, ফিল্ম এডিটিং, মেক-আপ অ্যান্ড হেয়ারস্টাইল বিভাগ-সহ মোট 13টি মনোনয়ন পেয়েছে ৷ এছাড়া সেরা পরিচালকের তালিকায় রয়েছে স্কোরসেস, নোলানের মতো বিশিষ্টরা ৷ অন্যান্য মনোনীতরা হলেন, ল্যান্থিমোস, 'অ্যানাটমি অফ আ ফল'-এর জন্য জাস্টিন ট্রিয়েট এবং 'দ্য জোন অফ ইন্টারেস্ট'- এর জন্য জোনাথন গ্লেজার।

10 মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে 96তম অস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে ৷ চতুর্থবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখা যাবে আমেরিকান টিভি তারকা জিমি কিমেলকে ৷ গত বছরের মতো এই বছর তথ্যচিত্রের হাত ধরে ভারতে অস্কার আসে কি না, সেই দিকে তাকিয়ে সকলেই ৷

আরও পড়ুন:

1. মুক্তির অপেক্ষায় হৃতিকের 'ফাইটার', রিয়েল হিরোদের সঙ্গে সাক্ষাৎ রিল হিরোর

2. 'ভারতের নতুন অধ্যায়ের সূচনা', রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন আল্লু অর্জুন

3. হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ, কবে ফিরছেন শুটিং ফ্লোরে ?

নয়াদিল্লি, 23 জানুয়ারি: অস্কারের মঞ্চে ভারত থেকে গেল প্রথম নমিনেশন ৷ 2024 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে তথ্যচিত্র তালিকায় ভারত থেকে নির্বাচিত হয়েছে 'টু কিল আ টাইগার' ৷ মঙ্গলবার সামনে এসেছে খুশির এই খবর ৷

বেস্ট ডকুমেন্টারি বিভাগে তথ্যচিত্রটি নির্বাচিত হয়েছে ৷ এটি বানিয়েছেন দিল্লিতে জন্ম হওয়া নিশা পাহুজা ৷ বর্তমানে টরেন্টোর বাসিন্দা নিশা এমি অ্যাওয়ার্ডের জন্যও নির্বাচিত হয়েছেন ৷ এর আগে 2022 সালে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল 'টু কিল আ টাইগার' তথ্যচিত্রটির ৷ সেখানে বেস্ট কানাডিয়ান ফিচার ফিল্ম হিসাবে অ্যামপ্লিফাই ভয়সেস অ্যাওয়ার্ড পায় তথ্যচিত্রটি ৷

ছবির গল্পের প্রেক্ষাপট এগিয়েছে নাবালিকা মেয়ের যৌন হেনস্থার জন্য ন্যায়বিচার চেয়ে এক অসহায় বাবার লড়াই ৷ রঞ্জিত পুলিশের কাছে যায় অভিযোগ নিয়ে ৷ তিন অভিযুক্তদের পুলিশ গ্রেফতারও করে ৷ কিন্তু রঞ্জিতের পরিবার পরে বিপদে ৷ গ্রামবাসীরা পরিবারকে চাপ দিতে থাকে তিন অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেওয়ার জন্য ৷ সিনেমার মতোই বানানো হয়েছে তথ্যচিত্রটি ৷ সমাজের এক অন্ধকার দিক তুলে ধরেছেন পরিচালক নিশা পাহুজা ৷ ছবিটি প্রযোজনা করেছেন কর্নেলিয়া প্রিন্সিপ এবং ডেভিড ওপেনহেইম।

বেস্ট ডকুমেন্টারি ফিচারে আরও যে চারটি তথ্যচিত্র নির্বাচিত হয়েছে তা হল 'ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট', 'দ্য ইটারনাল মেমোরি', 'ফোর ডটার্স' ও '20 ডেস ইন মারিউপোল' ৷ এছাড়াও 96তম অস্কার প্রতিযোগিতার দৌড়ে একাধিক নমিনেশন নিয়ে এগিয়ে রয়েছে ওপেনহাইমার ও বার্বি ৷ এর মধ্যে বার্বি 6টি বিভাগে মনোনয়ন পেয়েছে ৷ যার মধ্যে রয়েছে বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল, কস্টিউম ডিজাইন, বেস্ট অ্যাকট্রেস ইন সাপোর্টিং রোল, অরজিনাল সং, প্রোডাকশন ডিজাইন ও বেস্ট পিকচার বিভাগ ৷ অন্যদিকে ওপেনহাইমার বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল, কস্টিউম ডিজাইন, বেস্ট অ্যাকট্রেস ইন সাপোর্টিং রোল, অরজিনাল স্কোর, প্রোডাকশন ডিজাইন, ফিল্ম এডিটিং, মেক-আপ অ্যান্ড হেয়ারস্টাইল বিভাগ-সহ মোট 13টি মনোনয়ন পেয়েছে ৷ এছাড়া সেরা পরিচালকের তালিকায় রয়েছে স্কোরসেস, নোলানের মতো বিশিষ্টরা ৷ অন্যান্য মনোনীতরা হলেন, ল্যান্থিমোস, 'অ্যানাটমি অফ আ ফল'-এর জন্য জাস্টিন ট্রিয়েট এবং 'দ্য জোন অফ ইন্টারেস্ট'- এর জন্য জোনাথন গ্লেজার।

10 মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে 96তম অস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে ৷ চতুর্থবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখা যাবে আমেরিকান টিভি তারকা জিমি কিমেলকে ৷ গত বছরের মতো এই বছর তথ্যচিত্রের হাত ধরে ভারতে অস্কার আসে কি না, সেই দিকে তাকিয়ে সকলেই ৷

আরও পড়ুন:

1. মুক্তির অপেক্ষায় হৃতিকের 'ফাইটার', রিয়েল হিরোদের সঙ্গে সাক্ষাৎ রিল হিরোর

2. 'ভারতের নতুন অধ্যায়ের সূচনা', রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন আল্লু অর্জুন

3. হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ, কবে ফিরছেন শুটিং ফ্লোরে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.