ETV Bharat / entertainment

দীপিকার 'মস্তানি' নাচে 'দিওয়ানা' অ্যাকাডেমি, কী বললেন রণবীর ! - DEEPIKA PADUKONE - DEEPIKA PADUKONE

Deepika featured by The Academy: 'মস্তানি গার্ল' দিপীকা পাড়ুকোনের নাচের 'দিওয়ানি' এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আধিকারিকরা ৷ ইন্সটাগ্রাম হ্যান্ডেলে দিওয়ানি নাচের ভিডিয়ো শেয়ার করতেই মন্তব্য করেন রণবীর সিং ৷

Deepika featured by The Academy
'মস্তানি গার্ল' দিপীকা পাড়ুকোন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 5:51 PM IST

হায়দরবাদ, 4 এপ্রিল: 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষক হিসেবে নজর কেড়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷ গত বছর 'নাতু নাতু' গানকে উপস্থিত দর্শকের সামনে পরিচয় করান দীপিকা ৷ এবার অভিনেত্রীর প্রশংসায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ৷

2015 সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'বাজিরাও মস্তানি' ৷ বক্স অফিসে এই ছবি ব্যাপক সাফল্য আনে ৷ এই ছবিতেই রয়েছে দিওয়ানি মস্তানি গান ৷ যেখানে অপরূপ নৃত্যশৈলী ফুটিয়ে তোলেন অভিনেত্রী দীপিকা ৷ সেই ভিডিয়ো ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ৷

নাচের একটি ছোট্ট ভিডিয়ো ক্লিপিংস শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "বাজিরাও মস্তানি ছবি থেকে দীপিকা পাড়ুকোনের দিওয়ানি মস্তানি পার্ফরম্যান্স ৷ গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ৷ পরিচালনা করেছেন সঞ্জয়লীলা বনশালি ৷ অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷" অ্যাকাডেমি কর্তৃপক্ষের তরফ থেকে এই প্রশংসা সত্যিই আপ্লুত করেছে ছবির তারকা-সহ অনুরাগীদের ৷

ভিডিয়োতে শ্রেয়া ঘোষালের পাশাপাশি, স্ত্রী'র গর্বে গর্বিত স্বামী রণবীরও কমেন্ট করেন ৷ শ্রেয়া ঘোষাল অ্যাকাডেমিকে কমেন্ট সেকশনে ধন্যবাদ জানান ৷ অন্যদিকে, দীপিকা ভিডিয়ো দেখে রণবীর লেখেন, 'মনোমুগ্ধকর ৷' অন্যদিকে, কোরিয়োগ্রাফার রেমো ডি'সুজা একাধিক ভালোবাসার ইমোজি ব্যবহার করেন কমেন্ট সেকশনে ৷ পাশাপাশি, এক অনুরাগী লিখেছেন, "দীপিকার সৌন্দর্য এই গানে ধরা পড়েছে ৷ আমার মনে হয় না এই গানে বিশ্বের অন্য কোনও অভিনেত্রী এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেন ৷ হিন্দি সিনে পর্দায় তিনি অসামান্য ৷" আবার আর এক অনুরাগী লিখেছেন, "দীপিকা মস্তানি হিসাবে আইকনিক একটা চরিত্র ৷"

এদিকে দীপিকা পাড়ুকোন সন্তানসম্ভবা ৷ এই মুহূর্তে কাজ থেকে বিরতি নিয়ে একান্ত সময় কাটাতে ব্যস্ত তিনি ৷ কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে খুশির এই খবর শেয়ার করে নিয়েছিলেন ৷ এখন অনুরাগীরাও অপেক্ষা আছেন জুনিয়র সিংয়ের আগমন নিয়ে ৷

আরও পড়ুন:

1. প্রথা ভেঙে সাজ তাপসীর, প্রকাশ্যে 'হাসিন দিলরুবা'র বিয়ের ভিডিয়ো

2. প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল বিজয়-ম্রুণালের 'ফ্যামিলি স্টার'

3. 20 বছর পর এখনও ডেটে গিয়ে কী করেন অক্ষয়, গোপন তথ্য ফাঁস স্ত্রী টুইঙ্কলের

হায়দরবাদ, 4 এপ্রিল: 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষক হিসেবে নজর কেড়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷ গত বছর 'নাতু নাতু' গানকে উপস্থিত দর্শকের সামনে পরিচয় করান দীপিকা ৷ এবার অভিনেত্রীর প্রশংসায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ৷

2015 সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'বাজিরাও মস্তানি' ৷ বক্স অফিসে এই ছবি ব্যাপক সাফল্য আনে ৷ এই ছবিতেই রয়েছে দিওয়ানি মস্তানি গান ৷ যেখানে অপরূপ নৃত্যশৈলী ফুটিয়ে তোলেন অভিনেত্রী দীপিকা ৷ সেই ভিডিয়ো ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ৷

নাচের একটি ছোট্ট ভিডিয়ো ক্লিপিংস শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "বাজিরাও মস্তানি ছবি থেকে দীপিকা পাড়ুকোনের দিওয়ানি মস্তানি পার্ফরম্যান্স ৷ গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ৷ পরিচালনা করেছেন সঞ্জয়লীলা বনশালি ৷ অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷" অ্যাকাডেমি কর্তৃপক্ষের তরফ থেকে এই প্রশংসা সত্যিই আপ্লুত করেছে ছবির তারকা-সহ অনুরাগীদের ৷

ভিডিয়োতে শ্রেয়া ঘোষালের পাশাপাশি, স্ত্রী'র গর্বে গর্বিত স্বামী রণবীরও কমেন্ট করেন ৷ শ্রেয়া ঘোষাল অ্যাকাডেমিকে কমেন্ট সেকশনে ধন্যবাদ জানান ৷ অন্যদিকে, দীপিকা ভিডিয়ো দেখে রণবীর লেখেন, 'মনোমুগ্ধকর ৷' অন্যদিকে, কোরিয়োগ্রাফার রেমো ডি'সুজা একাধিক ভালোবাসার ইমোজি ব্যবহার করেন কমেন্ট সেকশনে ৷ পাশাপাশি, এক অনুরাগী লিখেছেন, "দীপিকার সৌন্দর্য এই গানে ধরা পড়েছে ৷ আমার মনে হয় না এই গানে বিশ্বের অন্য কোনও অভিনেত্রী এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেন ৷ হিন্দি সিনে পর্দায় তিনি অসামান্য ৷" আবার আর এক অনুরাগী লিখেছেন, "দীপিকা মস্তানি হিসাবে আইকনিক একটা চরিত্র ৷"

এদিকে দীপিকা পাড়ুকোন সন্তানসম্ভবা ৷ এই মুহূর্তে কাজ থেকে বিরতি নিয়ে একান্ত সময় কাটাতে ব্যস্ত তিনি ৷ কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে খুশির এই খবর শেয়ার করে নিয়েছিলেন ৷ এখন অনুরাগীরাও অপেক্ষা আছেন জুনিয়র সিংয়ের আগমন নিয়ে ৷

আরও পড়ুন:

1. প্রথা ভেঙে সাজ তাপসীর, প্রকাশ্যে 'হাসিন দিলরুবা'র বিয়ের ভিডিয়ো

2. প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল বিজয়-ম্রুণালের 'ফ্যামিলি স্টার'

3. 20 বছর পর এখনও ডেটে গিয়ে কী করেন অক্ষয়, গোপন তথ্য ফাঁস স্ত্রী টুইঙ্কলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.