ETV Bharat / entertainment

ছোটপর্দায় ফের জুটিতে তথাগত ও পায়েল, আসছে 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' - New Bengali Serial - NEW BENGALI SERIAL

Kon Se Alor Swapna Niye Serial: তিন বছর পর আবার ছোটপর্দায় জুটি বাঁধছেন তথাগত মুখোপাধ্যায় ও পায়েল দে ৷ খুব শীঘ্র আসছে তাঁদের ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ৷ জেনে নিন তাঁদের চরিত্র ও গল্পের খুঁটিনাটি ৷

Kon se alor swapna niye serial
অভিনেত্রী পায়েল দে ও অভিনেতা তথাগত মুখোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 6:15 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী পায়েল দে । আসছে তাঁদের নয়া ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। প্রেম, পরিবার সব নিয়েই এগোবে এই ধারাবাহিকের গল্প । ধারাবাহিকটির পরিচালক কিরণ ধর ৷ প্রযোজনা করছে বাংলা টকিজ ৷

'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকের কেন্দ্রীয় নারী চরিত্র আলো ওরফে আলোলিকা সিংহ রায় । তিনি বিখ্যাত সংবাদপত্র 'সূর্যোদয়' পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পুত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী । সংসারের প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে । কিন্তু বাড়ির কোনও সদস্যের তাঁর প্রতি কোনও নজর নেই ।

15 বছরের দীর্ঘ সংসার জীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পাননি । তাঁর মনের খবর রাখে না কেউ । তাই তিনি মনে করেন, এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে । সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার । কিন্তু প্রতিনিয়ত আলোকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার । এই সব প্রতিকূলতার মাঝেই আলো নিজের একটা পরিচয় গড়ে তুলতে চান । সেই স্বপ্ন কি পূরণ হবে তাঁর ? জানতে হলে দেখতে হবে নতুন ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে', যা শীঘ্রই আসছে সান বাংলায় । কবে থেকে টেলি পর্দায় দেখা যাবে ধারাবাহিকটি, তার দিনক্ষণ এখনও সামনে আসেনি ।

অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের কথায়, "আমি আর পায়েল তিন বছর পর আবার একসঙ্গে মুখ্য জুটি হিসেবে কাজ করছি । এর আগে 2021 সালে 'দেশের মাটি' ধারাবাহিকে জুটি বেঁধে কাজ করেছিলাম । ফলে আমাদের মধ্যে একটা খুব ভালো বোঝাপড়া রয়েছে । পায়েল আমার খুব ভালো বন্ধু ৷ ফলে একসঙ্গে কাজ করতে পারাটা আবার খুব আনন্দের । ধারাবাহিকে আমার চরিত্র ব্যাংকের উঁচু পোস্টে কর্মরত । পারিবারিক ব্যবসা থাকলেও তাতে যোগ দেয় না । দোর্দণ্ডপ্রতাপ বাবা বা ভাই, কারও সঙ্গেই বিশেষ গভীর সম্পর্ক নয় । এমনকি বিশেষ পরিস্থিতিতে বিয়ে করে বাড়ি নিয়ে আসা স্ত্রী'র সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক নয় তার । তবে এই চরিত্রটা ভালো মানুষের, কিন্তু পছন্দ-অপছন্দগুলো স্পষ্ট । খানিক রগচটা বলা যায় ।"

পায়েল বলেন, "আমার চরিত্রের নাম আলো । বাড়ির বড় বউ সে । পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে থাকে আলো । সবসময় পরিবারের সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করে সে । এই পরিবারের এক একজন এক এক রকমের । তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করে আলো । কিন্তু কোথাও গিয়ে দিন দিন নিজের সত্ত্বাটা হারিয়ে ফেলতে শুরু করে সে । এমনই এক সময়ে আলো নিজেকে নিজে প্রশ্ন করে যে, এই বাড়ির বড় বউ হয়ে থাকাটাই কি তার একমাত্র পরিচয়? শুরু থেকেই দেখা যায় যে আলোকে তাচ্ছিল্য করা হয় । কারণ তার বেশিদূর পড়াশোনা নেই, ইংরেজিটা সে ভালো বলতে পারে না । সবকিছুর সঙ্গে মোকাবিলা করে সে কি নিজের পরিচয় গড়ে তুলতে পারবে? সেটাই দেখবে দর্শক । "

প্রসঙ্গত, তথাগত এই মুহূর্তে অভিনয় করছেন 'রোশনাই' ধারাবাহিকে । নেগেটিভ চরিত্র তাঁর । তবে এবার আবাক আপাদমস্তক পজিটিভ চরিত্রে দেখা যাবে তাঁকে । পাশাপাশি তাঁর চরিত্রে যে অন্য ঝাঁঝ আছে, তা নিজেই জানিয়েছেন অভিনেতা । অপেক্ষা ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় আসার ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর: ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী পায়েল দে । আসছে তাঁদের নয়া ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। প্রেম, পরিবার সব নিয়েই এগোবে এই ধারাবাহিকের গল্প । ধারাবাহিকটির পরিচালক কিরণ ধর ৷ প্রযোজনা করছে বাংলা টকিজ ৷

'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকের কেন্দ্রীয় নারী চরিত্র আলো ওরফে আলোলিকা সিংহ রায় । তিনি বিখ্যাত সংবাদপত্র 'সূর্যোদয়' পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পুত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী । সংসারের প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে । কিন্তু বাড়ির কোনও সদস্যের তাঁর প্রতি কোনও নজর নেই ।

15 বছরের দীর্ঘ সংসার জীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পাননি । তাঁর মনের খবর রাখে না কেউ । তাই তিনি মনে করেন, এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে । সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার । কিন্তু প্রতিনিয়ত আলোকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার । এই সব প্রতিকূলতার মাঝেই আলো নিজের একটা পরিচয় গড়ে তুলতে চান । সেই স্বপ্ন কি পূরণ হবে তাঁর ? জানতে হলে দেখতে হবে নতুন ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে', যা শীঘ্রই আসছে সান বাংলায় । কবে থেকে টেলি পর্দায় দেখা যাবে ধারাবাহিকটি, তার দিনক্ষণ এখনও সামনে আসেনি ।

অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের কথায়, "আমি আর পায়েল তিন বছর পর আবার একসঙ্গে মুখ্য জুটি হিসেবে কাজ করছি । এর আগে 2021 সালে 'দেশের মাটি' ধারাবাহিকে জুটি বেঁধে কাজ করেছিলাম । ফলে আমাদের মধ্যে একটা খুব ভালো বোঝাপড়া রয়েছে । পায়েল আমার খুব ভালো বন্ধু ৷ ফলে একসঙ্গে কাজ করতে পারাটা আবার খুব আনন্দের । ধারাবাহিকে আমার চরিত্র ব্যাংকের উঁচু পোস্টে কর্মরত । পারিবারিক ব্যবসা থাকলেও তাতে যোগ দেয় না । দোর্দণ্ডপ্রতাপ বাবা বা ভাই, কারও সঙ্গেই বিশেষ গভীর সম্পর্ক নয় । এমনকি বিশেষ পরিস্থিতিতে বিয়ে করে বাড়ি নিয়ে আসা স্ত্রী'র সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক নয় তার । তবে এই চরিত্রটা ভালো মানুষের, কিন্তু পছন্দ-অপছন্দগুলো স্পষ্ট । খানিক রগচটা বলা যায় ।"

পায়েল বলেন, "আমার চরিত্রের নাম আলো । বাড়ির বড় বউ সে । পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে থাকে আলো । সবসময় পরিবারের সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করে সে । এই পরিবারের এক একজন এক এক রকমের । তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করে আলো । কিন্তু কোথাও গিয়ে দিন দিন নিজের সত্ত্বাটা হারিয়ে ফেলতে শুরু করে সে । এমনই এক সময়ে আলো নিজেকে নিজে প্রশ্ন করে যে, এই বাড়ির বড় বউ হয়ে থাকাটাই কি তার একমাত্র পরিচয়? শুরু থেকেই দেখা যায় যে আলোকে তাচ্ছিল্য করা হয় । কারণ তার বেশিদূর পড়াশোনা নেই, ইংরেজিটা সে ভালো বলতে পারে না । সবকিছুর সঙ্গে মোকাবিলা করে সে কি নিজের পরিচয় গড়ে তুলতে পারবে? সেটাই দেখবে দর্শক । "

প্রসঙ্গত, তথাগত এই মুহূর্তে অভিনয় করছেন 'রোশনাই' ধারাবাহিকে । নেগেটিভ চরিত্র তাঁর । তবে এবার আবাক আপাদমস্তক পজিটিভ চরিত্রে দেখা যাবে তাঁকে । পাশাপাশি তাঁর চরিত্রে যে অন্য ঝাঁঝ আছে, তা নিজেই জানিয়েছেন অভিনেতা । অপেক্ষা ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় আসার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.