ETV Bharat / entertainment

দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর দিয়ে বিয়ের পিঁড়িতে তাপসী, পাত্র কে? - Taapsee Pannu Wedding

Taapsee Pannu Wedding: বলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই ৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শাহরুখের 'ডানকি' নায়িকা তাপসী পান্নু ৷ পাত্র কে? কোথায় বিয়ে হচ্ছে যুগলের জেনে নিন প্রতিবেদনে ৷

এবার বিয়ের পিঁড়িতে বসছেন তাপসী পান্নু
Taapsee Pannu Wedding
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 11:43 AM IST

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানির পর ফের বিয়ের সানাই বাজতে বি-টাউনে ৷ পাত্রী তাপসী পান্নু ৷ অভিনেত্রীর লাভ লাইফ কারও অজানা নয়। ভারতের ব্যাডমিন্টন দলের (ডাবলস) কোচ ম্যাথিয়াস বো'র সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন 'পিঙ্ক' অভিনেত্রী। নয় নয় করে সম্পর্কের বয়স 10 বছর। সেই সম্পর্কে সিলমোহর দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দু'জনে। তাঁদের চারহাত এক হতে চলেছে রাজস্থানের উদয়পুরে ৷ শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন যুগল ৷ শিখ ও খ্রিস্টান দুই মতেই বিয়ে সারবেন তাঁরা। অতএব এটা পরিষ্কার বেশ কয়েকদিন চলবে বিয়ের পর্ব।

দিন জানা না-গেলেও সূত্রের খবর, আগামী মাসের শেষদিকে শুভ কাজটা সেরে ফেলবেন তাপসী-ম্যাথিয়াস। ট্রেন্ডে গা ভাসিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন দু'জনে। প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, পরিণীতিদের মতো তাপসীও রাজস্থানেই দুলহন সাজবেন। উদয়পুরে বসবে বিয়ের আসর। তবে গ্র্যান্ড আয়োজন নয়, বলিউডের ভিড় নয় কাছের মানুষ ও পরিবারকে নিয়ে বিয়েটা সারবেন তাঁরা। বহু বছর আগে খেলার মাঠেই প্রথম আলাপ দু'জনের। তখন দক্ষিণী ছবির পরিচিত মুখ তাপসী সবে বলিউডে পা রেখেছেন। ম্যাচ দেখতে হাজির ছিলেন তাপসী। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে।

ম্যাথিয়াস বো ডেনমার্কের বাসিন্দা। দেশের হয়ে অজস্র নজির গড়েছেন এই শাটলার। 2012 সালের অলিম্পিকে মেনস সিঙ্গলসে রুপো জিতেছিলেন তাপসীর হবু স্বামী। পাশাপাশি থমাস কাপ জয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। 2020 সালে 39 বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ হিসাবে যোগ দেন।

অন্যদিকে বলিউডে স্পষ্টভাষী হিসাবেই পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু। কোনও বিতর্ক হোক বা ব্যক্তিগত প্রশ্ন, যে কোনও বিষয়েই কোনও রাখঢাক নয়, সরাসরি নিজের মন্তব্য জানিয়ে দেন তিনি। যদিও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না তাঁকে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ডানকি ছবিতে শাহরুখ খানের বিপরীতে। আপতত অক্ষয় কুমারের সঙ্গে 'খেল খেল মে'র শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

আরও পড়ুন:

  1. মেয়ে ভামিকার সঙ্গে ফুড ডেটে কোহলি, ভাইরাল ছবি
  2. সাগর কিনারে সাত পাক ঘুরলেন রাকুল-জ্যাকি, সৈকত রাজ্যে শুরু হল নয়া পথচলা
  3. 'মল্লিকবাবু তুমি শুধু আমার'...বিয়ের পর একগুচ্ছ ছবি পোস্ট শ্রীময়ীর, দেখুন ফটো অ্যালবাম

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানির পর ফের বিয়ের সানাই বাজতে বি-টাউনে ৷ পাত্রী তাপসী পান্নু ৷ অভিনেত্রীর লাভ লাইফ কারও অজানা নয়। ভারতের ব্যাডমিন্টন দলের (ডাবলস) কোচ ম্যাথিয়াস বো'র সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন 'পিঙ্ক' অভিনেত্রী। নয় নয় করে সম্পর্কের বয়স 10 বছর। সেই সম্পর্কে সিলমোহর দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দু'জনে। তাঁদের চারহাত এক হতে চলেছে রাজস্থানের উদয়পুরে ৷ শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন যুগল ৷ শিখ ও খ্রিস্টান দুই মতেই বিয়ে সারবেন তাঁরা। অতএব এটা পরিষ্কার বেশ কয়েকদিন চলবে বিয়ের পর্ব।

দিন জানা না-গেলেও সূত্রের খবর, আগামী মাসের শেষদিকে শুভ কাজটা সেরে ফেলবেন তাপসী-ম্যাথিয়াস। ট্রেন্ডে গা ভাসিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন দু'জনে। প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, পরিণীতিদের মতো তাপসীও রাজস্থানেই দুলহন সাজবেন। উদয়পুরে বসবে বিয়ের আসর। তবে গ্র্যান্ড আয়োজন নয়, বলিউডের ভিড় নয় কাছের মানুষ ও পরিবারকে নিয়ে বিয়েটা সারবেন তাঁরা। বহু বছর আগে খেলার মাঠেই প্রথম আলাপ দু'জনের। তখন দক্ষিণী ছবির পরিচিত মুখ তাপসী সবে বলিউডে পা রেখেছেন। ম্যাচ দেখতে হাজির ছিলেন তাপসী। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে।

ম্যাথিয়াস বো ডেনমার্কের বাসিন্দা। দেশের হয়ে অজস্র নজির গড়েছেন এই শাটলার। 2012 সালের অলিম্পিকে মেনস সিঙ্গলসে রুপো জিতেছিলেন তাপসীর হবু স্বামী। পাশাপাশি থমাস কাপ জয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। 2020 সালে 39 বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ হিসাবে যোগ দেন।

অন্যদিকে বলিউডে স্পষ্টভাষী হিসাবেই পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু। কোনও বিতর্ক হোক বা ব্যক্তিগত প্রশ্ন, যে কোনও বিষয়েই কোনও রাখঢাক নয়, সরাসরি নিজের মন্তব্য জানিয়ে দেন তিনি। যদিও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না তাঁকে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ডানকি ছবিতে শাহরুখ খানের বিপরীতে। আপতত অক্ষয় কুমারের সঙ্গে 'খেল খেল মে'র শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

আরও পড়ুন:

  1. মেয়ে ভামিকার সঙ্গে ফুড ডেটে কোহলি, ভাইরাল ছবি
  2. সাগর কিনারে সাত পাক ঘুরলেন রাকুল-জ্যাকি, সৈকত রাজ্যে শুরু হল নয়া পথচলা
  3. 'মল্লিকবাবু তুমি শুধু আমার'...বিয়ের পর একগুচ্ছ ছবি পোস্ট শ্রীময়ীর, দেখুন ফটো অ্যালবাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.