ETV Bharat / entertainment

প্রথা ভেঙে সাজ তাপসীর, প্রকাশ্যে 'হাসিন দিলরুবা'র বিয়ের ভিডিয়ো - Taapsee Pannu Weeding Video - TAAPSEE PANNU WEEDING VIDEO

Taapsee-Mathias wedding in Rajasthan: বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই খবর এখন পর্যন্ত অফিসিয়ালি প্রকাশ্যে আনেননি তাপসী পান্নু ৷ তবে সোশাল মিডিয়ায় বিয়ের ভিডিয়ো সামনে আসতেই অবাক নেটিজেনরা ৷

Etv Bharat
প্রকাশ্যে 'হাসিন দিলরুবা'র বিয়ের ভিডিয়ো
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 5:21 PM IST

Updated : Apr 3, 2024, 7:13 PM IST

হায়দরাবাদ, 3 মার্চ: বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু ও ডেনমার্কের প্রাক্তন ব্যাটমিন্টন তারকা ম্যাথিয়াস বো ৷ কয়েকদিন আগেই সেই খবরে ছেয়ে গিয়েছিল সোশাল মিডিয়া ৷ তবে তারকা জুটির তরফে কোনও ছবি বা ভিডিয়ো প্রকাশ্যে এনে ঘোষণা করা হয়নি ৷ ফলে কোথাও একটা বিয়ে নিয়ে ধোঁয়াশাও রয়ে গিয়েছিল অনুরাগীদের মনে ৷ অপেক্ষার অবসান অবশেষে ৷ বৃহস্পতিবার একটি ভিডিয়োতে আপাতত ছেয়ে গিয়েছে নেটপাড়া ৷ প্রকাশ্যে এসেছে তাপসী-ম্যাথিয়াসের বিয়ের ভিডিয়ো ৷ তা দেখে সকলেই আপ্লুত ৷

এদিন ছোট্ট এই ভিডিয়োতে দেখা গিয়েছে, লাল রঙের আনারকলি চুড়িদার পড়ে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন তাপসী ৷ ব্যাকগ্রাউন্ডে চলছে একটি পঞ্জাবি গান ৷ সেই গানে তাল মিলিয়ে হালকা কোমর দোলাতে দোলাতে তাপসী এগিয়ে যান হবু বরের দিকে ৷ অন্যদিকে, ম্যাথিয়াসকে দেখা যায়, সাদা রঙের শেরওয়ানিতে ৷ মজার বিষয় হল, বিয়ে হয়েছে সকালের কোনও সময়ে। ভিডিয়ো দেখেই সেটা বোঝা গিয়েছে ৷ ফলে প্রচণ্ড রোদ থাকার কারণে বধূ বেশে তাপসীর চোখে দেখা গিয়েছে সানগ্লাস ৷

তাপসীর সাজের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, প্রচলিত তারকাদের বিয়ের সাজ যেমন দেখে অভ্যস্ত অনুরাগীরা তার থেকে অনেক দূরে ছিলেন 'নাম শাবানা'র0 অভিনেত্রী ৷ অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদবানির মতো অনেক অভিনেত্রীই বিয়ের সাজ হিসেবে বেছে নেন লেহেঙ্গাকে ৷ কিন্তু আনারকলি চুড়িদার পরে বিয়ের মণ্ডপে যাওয়া বেশ ব্যতিক্রম ৷ একদম পঞ্জাবি সাজে তাপসীর লুক মন কেড়েছে সকলের ৷ মিষ্টি ভিডিয়োতে তারকা জুটির মালাবদলের ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, তারকা জুটি প্রেম নিয়ে সরব হলেও বিয়েটা সেরেছেন একদম গোপনে ৷ কাছের পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছেন তাঁরা ৷ 20 মার্চ তাপসী-ম্যাথিয়াস রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন ৷

আরও পড়ুন

1. প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল বিজয়-ম্রুণালের 'ফ্যামিলি স্টার'

2. 20 বছর পর এখনও ডেটে গিয়ে কী করেন অক্ষয়, গোপন তথ্য ফাঁস স্ত্রী টুইঙ্কলের

3. ছবি বানানোর স্বপ্ন দেখছেন? বিনা খরচায় শেখাবে রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ

হায়দরাবাদ, 3 মার্চ: বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু ও ডেনমার্কের প্রাক্তন ব্যাটমিন্টন তারকা ম্যাথিয়াস বো ৷ কয়েকদিন আগেই সেই খবরে ছেয়ে গিয়েছিল সোশাল মিডিয়া ৷ তবে তারকা জুটির তরফে কোনও ছবি বা ভিডিয়ো প্রকাশ্যে এনে ঘোষণা করা হয়নি ৷ ফলে কোথাও একটা বিয়ে নিয়ে ধোঁয়াশাও রয়ে গিয়েছিল অনুরাগীদের মনে ৷ অপেক্ষার অবসান অবশেষে ৷ বৃহস্পতিবার একটি ভিডিয়োতে আপাতত ছেয়ে গিয়েছে নেটপাড়া ৷ প্রকাশ্যে এসেছে তাপসী-ম্যাথিয়াসের বিয়ের ভিডিয়ো ৷ তা দেখে সকলেই আপ্লুত ৷

এদিন ছোট্ট এই ভিডিয়োতে দেখা গিয়েছে, লাল রঙের আনারকলি চুড়িদার পড়ে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন তাপসী ৷ ব্যাকগ্রাউন্ডে চলছে একটি পঞ্জাবি গান ৷ সেই গানে তাল মিলিয়ে হালকা কোমর দোলাতে দোলাতে তাপসী এগিয়ে যান হবু বরের দিকে ৷ অন্যদিকে, ম্যাথিয়াসকে দেখা যায়, সাদা রঙের শেরওয়ানিতে ৷ মজার বিষয় হল, বিয়ে হয়েছে সকালের কোনও সময়ে। ভিডিয়ো দেখেই সেটা বোঝা গিয়েছে ৷ ফলে প্রচণ্ড রোদ থাকার কারণে বধূ বেশে তাপসীর চোখে দেখা গিয়েছে সানগ্লাস ৷

তাপসীর সাজের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, প্রচলিত তারকাদের বিয়ের সাজ যেমন দেখে অভ্যস্ত অনুরাগীরা তার থেকে অনেক দূরে ছিলেন 'নাম শাবানা'র0 অভিনেত্রী ৷ অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদবানির মতো অনেক অভিনেত্রীই বিয়ের সাজ হিসেবে বেছে নেন লেহেঙ্গাকে ৷ কিন্তু আনারকলি চুড়িদার পরে বিয়ের মণ্ডপে যাওয়া বেশ ব্যতিক্রম ৷ একদম পঞ্জাবি সাজে তাপসীর লুক মন কেড়েছে সকলের ৷ মিষ্টি ভিডিয়োতে তারকা জুটির মালাবদলের ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, তারকা জুটি প্রেম নিয়ে সরব হলেও বিয়েটা সেরেছেন একদম গোপনে ৷ কাছের পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছেন তাঁরা ৷ 20 মার্চ তাপসী-ম্যাথিয়াস রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন ৷

আরও পড়ুন

1. প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল বিজয়-ম্রুণালের 'ফ্যামিলি স্টার'

2. 20 বছর পর এখনও ডেটে গিয়ে কী করেন অক্ষয়, গোপন তথ্য ফাঁস স্ত্রী টুইঙ্কলের

3. ছবি বানানোর স্বপ্ন দেখছেন? বিনা খরচায় শেখাবে রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ

Last Updated : Apr 3, 2024, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.