ETV Bharat / entertainment

'হাত মোটা, ডবল চিন দেখা যাচ্ছে...', হিরোইনসুলভ আচরণকে বিদায় স্বস্তিকার - Swastika Mukherjee

Swastika Mukherjee Protest on RG Kar Case: রূপোলি জগতে অভিনেত্রীদের দেখলে চোখ আটকে যায় তাঁদের সৌন্দর্য ও ব্যক্তিত্বে ৷ কিন্তু সেই সুন্দরতা যখন হ্রাস পায় তখন তাঁরাই হয়ে যান কটাক্ষের শিকার ৷ তবে সেই সব কিছু বর্তমান সময়ে দাঁড়িয়ে মাথায় আনতে নারাজ প্রতিবাদী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷

Swastika Mukherjee
হিরোইনসুলভ আচরণকে বিদায় স্বস্তিকার (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 7:55 PM IST

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: সিলভার স্ক্রিনে এক অভিনেত্রীর অভিনয় যেমন নজর কাড়ে তেমনই চোখে পড়ে তাঁর গঠন ও সৌন্দর্য ৷ যেমন পর্দায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখলে অভিনয়ের পাশাপাশি দর্শক মুখে শোনা যায় তাঁর রূপবাহারের প্রশংসা ৷ তাঁদেরও সেই রূপটান ধরে রাখতে করতে হয় নানা কসরত ৷ কিন্তু সেই সব কিছু দূরে সরিয়ে রাখছেন অভিনেত্রী স্বস্তিকা ৷ গ্ল্যামারাস অভিনেত্রী আগে যে ছবি কখনও প্রকাশ্যে আনতে চাইতেন না, আজ সেই ছবি পোস্ট করেই ভালো থাকতে চাইছেন প্রতিবাদী স্বস্তিকা ৷

বর্তমানে আরজি কর কাণ্ডে প্রতিবাদের ঝড় সর্বত্র ৷ শুরু থেকেই বিক্ষোভ-প্রতিবাদে সরব অভিনেত্রী স্বস্তিকাও ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় তেমনই কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ৷ ক্যাপশনে লেখেন, "লড়াই করেই বাঁচতে চাই ৷ মানি-মাম্মা দুঃখ করিস না, তুই সঙ্গেই আছিস । কয়েক মাস আগে হয়ত এই ছবিগুলো কোনওদিন শেয়ার করতাম না, হাত মোটা লাগছে, ডবল চিন দেখা যাচ্ছে, এই সেই ৷ এখন মনে হচ্ছে চুলোয়ে যাক, সর্বস্ব দিয়ে প্রতিবাদটা হোক। বিচার আসুক। তারপর শরীরের দিকে মন দেব। হিরোইন সুলভ আচরণের সময় আবার পরে আসবে।"

বিনোদন জগতের যেন সবকিছু রঙিন মনে হয় আমজনতার ৷ অভিনেতার হিরোসুলভ আচরণ কিংবা অভিনেত্রীর জিরো ফিগার থেকে রূপটান, সবেতেই মোহিত হয়ে যেতে হয় ৷ বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে ৷ কারণ তারকা মানেই চোখের সামনে ভেসে ওঠে তন্বী শরীর, চোখের গভীরতা, গোলাপের পাপড়ির মতো ঠোঁট ৷ তবে নির্যাতিতার বিচায় চেয়ে সরব স্বস্তিকা হিরোইন সুলভ সেই আচরণকে আপাতত দিয়েছেন ছুটি ৷

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: সিলভার স্ক্রিনে এক অভিনেত্রীর অভিনয় যেমন নজর কাড়ে তেমনই চোখে পড়ে তাঁর গঠন ও সৌন্দর্য ৷ যেমন পর্দায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখলে অভিনয়ের পাশাপাশি দর্শক মুখে শোনা যায় তাঁর রূপবাহারের প্রশংসা ৷ তাঁদেরও সেই রূপটান ধরে রাখতে করতে হয় নানা কসরত ৷ কিন্তু সেই সব কিছু দূরে সরিয়ে রাখছেন অভিনেত্রী স্বস্তিকা ৷ গ্ল্যামারাস অভিনেত্রী আগে যে ছবি কখনও প্রকাশ্যে আনতে চাইতেন না, আজ সেই ছবি পোস্ট করেই ভালো থাকতে চাইছেন প্রতিবাদী স্বস্তিকা ৷

বর্তমানে আরজি কর কাণ্ডে প্রতিবাদের ঝড় সর্বত্র ৷ শুরু থেকেই বিক্ষোভ-প্রতিবাদে সরব অভিনেত্রী স্বস্তিকাও ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় তেমনই কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ৷ ক্যাপশনে লেখেন, "লড়াই করেই বাঁচতে চাই ৷ মানি-মাম্মা দুঃখ করিস না, তুই সঙ্গেই আছিস । কয়েক মাস আগে হয়ত এই ছবিগুলো কোনওদিন শেয়ার করতাম না, হাত মোটা লাগছে, ডবল চিন দেখা যাচ্ছে, এই সেই ৷ এখন মনে হচ্ছে চুলোয়ে যাক, সর্বস্ব দিয়ে প্রতিবাদটা হোক। বিচার আসুক। তারপর শরীরের দিকে মন দেব। হিরোইন সুলভ আচরণের সময় আবার পরে আসবে।"

বিনোদন জগতের যেন সবকিছু রঙিন মনে হয় আমজনতার ৷ অভিনেতার হিরোসুলভ আচরণ কিংবা অভিনেত্রীর জিরো ফিগার থেকে রূপটান, সবেতেই মোহিত হয়ে যেতে হয় ৷ বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে ৷ কারণ তারকা মানেই চোখের সামনে ভেসে ওঠে তন্বী শরীর, চোখের গভীরতা, গোলাপের পাপড়ির মতো ঠোঁট ৷ তবে নির্যাতিতার বিচায় চেয়ে সরব স্বস্তিকা হিরোইন সুলভ সেই আচরণকে আপাতত দিয়েছেন ছুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.