কলকাতা, 22 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে ইতিমধ্যেই নারীদের সুরক্ষা নিয়ে পথে নেমেছেন হাজার হাজার নারী-পুরুষ। তবে বাস্তবে কাজের জায়গা যে একেবারেই অসুরক্ষিত তা বলছে সিনেদুনিয়া ৷ আরজি কর-কাণ্ডের পর 'কর্মক্ষেত্রে কোনওরকম হেনস্থা আর হজম করা হবে না', এই দাবি তুলে সরব টলিপাড়া ৷ এই ঘটনা গতকাল সামনে আনেন সুদীপ্তা চক্রবর্তী ৷ ওই শিল্পী সুদীপ্তার হাত ধরেই বিনো দুনিয়ায় এসেছিলেন ৷
উল্লেখ্য, 'কাজ করতে দিচ্ছে না', এমন অভিযোগ জানিয়ে গতকাল আত্মহত্যার চেষ্টা করেন এক কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস ৷ শনিবার হোয়াটসঅ্য়াপে সাধারণ সদস্যদের গ্রুপে পুরো বিষয়টি জানিয়ে একটি ভয়েস ম্যাসেজ করেন ৷ একটা চিঠিও লেখেন তিনি ৷ এরপর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ৷ শেষ মুহূর্তে মেয়ে এসে বাঁচায় তাঁকে ৷ জানা গিয়েছে, এই মুহূর্তে ওই হেয়ারড্রেসার বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। তারপর থেকেই টলিপাড়া তপ্ত ৷ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা মুখোপাধ্যায়, বেণী বসু থেকে একাধিক অভিনেত্রীরা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷
অভিনেত্রী সুদীপ্তা সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমার হাত ধরেই ওঁর ইন্ডাস্ট্রিতে আসা। কর্মক্ষেত্রে হেনস্থা কোন পর্যায়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আমার চোখের সামনে। আর এর শেষ দেখে ছাড়ব, কথা দিলাম।"
সুদীপ্তার এই পোস্টটি শেয়ার করে অভিনেত্রী স্বস্তিকা লিখেছেন, "আরও কয়েকটা গিল্ড হোক। আরও লোকজন ক্ষমতা প্রয়োগ করে মানুষের পেটে লাথি মেরে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিক ৷ কোন জায়গাটা এরা ছেড়ে রেখেছে কেউ জানে? আর কোন কোন জিনিস নিয়ে প্রতিবাদ করবে মানুষ?"
এরপর 'টেক্কা' অভিনেত্রী স্বস্তিকা বলেছেন, "ছাড়া হবে না। কর্মক্ষেত্রে কোনওরকম হেনস্থা আর হজম করা হবে না। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে জমিদারি প্রথা বিলোপ হওয়ার সময় হয়েছে।"
এরপর অভিনেত্রী দামিনী বেণী বসুর পোস্ট শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্য়ায় লেখেন, "কোন জায়গাটা এরা ছাড়ছে? থ্রেট কালচার ইজ নিউ কালচার ৷" শিল্পী তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন গায়িকা ইমন চক্রব্রতী ও অভিনেত্রী শ্রীলেখা মিত্রও ৷
- তিনমাস কাজ নেই, ফেডারেশন-গিল্ডের বিরুদ্ধে ক্ষোভ ! হতাশায় আত্মহত্যার চেষ্টা কেশসজ্জা শিল্পীর