ETV Bharat / entertainment

মেয়েবেলা উদযাপনে স্বস্তিকা-নুসরত-শ্রাবন্তী, নেপথ্যে ক্যাপ্টেন রাজর্ষি - SWASTIKA NUSSRAT SRABANTI IN MOVIE

বন্ধুদের সঙ্গে মুহূর্তগুলো আরও সুন্দর করে তুলতে ব্যস্ত পরিচালক রাজর্ষি দে ৷ প্রথমবার একসঙ্গে বড়পর্দায় টলিউডের তিন সুন্দরী ৷

Etv Bharat
স্বস্তিকা-নুসরত-শ্রাবন্তীর নয়া সফরনামা (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 3, 2024, 9:35 AM IST

কলকাতা, 3 নভেম্বর: 'দিল চাহতা হ্যায়' বা 'জিন্দেগী না মিলেগী দোবারা'-র মতো ছবিতে বন্ধুত্ব যাপন ও ভ্রমণের স্বাদ পেয়েছেন দর্শক ৷ এবার কি তেমনই রসদ আনছেন পরিচালক রাজর্ষি দে ? সম্প্রতি নতুন ছবির ঘোষণা তেমনই যেন ইঙ্গিত দিচ্ছে ৷

'সাদা রঙের পৃথিবী'র পর এবার 'ও মন ভ্রমণ'। ছবির কেন্দ্রে তিন নারী চরিত্র। দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং নুসরত জাহানকে। এ ছাড়া রয়েছেন জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সায়ন্তনী গুহ ঠাকুরতা, পায়েল দেব, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শাহিল ফুল সহ একঝাঁক তারকা ৷

ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই গল্পও বন্ধুত্ব উদ্‌যাপনের। আরও ভেঙে বলতে গেলে মেয়েবেলা উদযাপনের। 'ও মন ভ্রমণ' ছবির পটভূমিকায় রয়েছে এক টুকরো থাইল্যান্ড। ছবির প্রথম পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এনেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজর্ষি দে, স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ বাকি অনেকেই। নারী মনের সুখ, যন্ত্রণা সর্বোপরি নিভৃত কোণে লেখার মাধ্যমে দর্শককে প্রবেশ করানোর চেষ্টা করেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।

তিন নায়িকাকে কেন্দ্রে রেখে তৈরি এই গল্পে ফুটে উঠবে মেয়েবেলার টুকরো টুকরো সব মুহূর্ত। থাকবে সম্পর্কের জটিলতা, স্বচ্ছতা। এই ছবি ঘিরে আছে এক বড় চমক। রাজর্ষি দের এই ছবিতে টলিউডের সঙ্গে রয়েছে বলিউড যোগও। সূত্রের খবর, ছবিতে নুসরতের বিপরীতে দেখা যাবে অভিনেতা সাহিল ফুলকে। সাহিল হিন্দি টেলিভিশন জগতের চেনা মুখ। এই প্রথমবার বাংলা ছবিতে দর্শক দেখবেন তাঁকে। অন্যদিকে, নুসরতও এই প্রথমবার অভিনয় করনেন বলি তারকার সঙ্গে। সবদিক ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে 'ও মন ভ্রমণ'।

কলকাতা, 3 নভেম্বর: 'দিল চাহতা হ্যায়' বা 'জিন্দেগী না মিলেগী দোবারা'-র মতো ছবিতে বন্ধুত্ব যাপন ও ভ্রমণের স্বাদ পেয়েছেন দর্শক ৷ এবার কি তেমনই রসদ আনছেন পরিচালক রাজর্ষি দে ? সম্প্রতি নতুন ছবির ঘোষণা তেমনই যেন ইঙ্গিত দিচ্ছে ৷

'সাদা রঙের পৃথিবী'র পর এবার 'ও মন ভ্রমণ'। ছবির কেন্দ্রে তিন নারী চরিত্র। দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং নুসরত জাহানকে। এ ছাড়া রয়েছেন জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সায়ন্তনী গুহ ঠাকুরতা, পায়েল দেব, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শাহিল ফুল সহ একঝাঁক তারকা ৷

ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই গল্পও বন্ধুত্ব উদ্‌যাপনের। আরও ভেঙে বলতে গেলে মেয়েবেলা উদযাপনের। 'ও মন ভ্রমণ' ছবির পটভূমিকায় রয়েছে এক টুকরো থাইল্যান্ড। ছবির প্রথম পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এনেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজর্ষি দে, স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ বাকি অনেকেই। নারী মনের সুখ, যন্ত্রণা সর্বোপরি নিভৃত কোণে লেখার মাধ্যমে দর্শককে প্রবেশ করানোর চেষ্টা করেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।

তিন নায়িকাকে কেন্দ্রে রেখে তৈরি এই গল্পে ফুটে উঠবে মেয়েবেলার টুকরো টুকরো সব মুহূর্ত। থাকবে সম্পর্কের জটিলতা, স্বচ্ছতা। এই ছবি ঘিরে আছে এক বড় চমক। রাজর্ষি দের এই ছবিতে টলিউডের সঙ্গে রয়েছে বলিউড যোগও। সূত্রের খবর, ছবিতে নুসরতের বিপরীতে দেখা যাবে অভিনেতা সাহিল ফুলকে। সাহিল হিন্দি টেলিভিশন জগতের চেনা মুখ। এই প্রথমবার বাংলা ছবিতে দর্শক দেখবেন তাঁকে। অন্যদিকে, নুসরতও এই প্রথমবার অভিনয় করনেন বলি তারকার সঙ্গে। সবদিক ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে 'ও মন ভ্রমণ'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.