ETV Bharat / entertainment

বিয়ের পিঁড়িতে সুস্মিতা সেন! প্রেমিক রহমানকে নিয়ে বড় ঘোষণা অভিনেত্রীর - Sushmita Sen on wedding rumours

Sushmita Sen Weeding: সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সুস্মিতা সেন? সম্প্রতি প্রেমিক রহমান শলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেতেই শুরু জল্পনা ৷ তারপরেই বিয়ে নিয়ে মুখ খুললেন 'আরিয়া' অভিনেত্রী ৷

Etv Bharat
প্রেমিক রহমানকে নিয়ে বড় ঘোষণা অভিনেত্রীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 3:53 PM IST

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: অবশেষে বিয়ে নিয়ে বিশেষ চিন্তাভাবনা অভিনেত্রী সুস্মিতা সেনের ৷ 'আরিয়া' সিরিজের সাফল্যের পর ব্যক্তিগত জীবনে নজর দিতে চলেছেন অভিনেত্রী ৷ বিয়ে নিয়ে কী পরিকল্পনা, নিজেই জানালেন সুস্মিতা ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে 'ম্যায় হুঁ না' অভিনেত্রী স্পষ্ট জানান, বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনও পরিকল্পনা না-থাকলেও আগামিদিনে যে তিনি এই বিষয় নিয়ে ভাববেন না; এমনটা নয় ৷ অর্থাৎ, অভিনেত্রী বিয়ের জল্পনা একেবারে উড়িয়ে না-দিয়ে তা জিইয়ে রাখলেন ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন বিশ্বসুন্দরীকে ৷ তিনি বলেন, "আমি জানি, অনেকেই এবার চান আমি যাতে জীবনে সেটল ডাউন করি ৷ কে কি বলল বা ভাবল, সেটা নিয়ে আমি চিন্তা করি না ৷ আমি মন থেকে বিয়ে নামক প্রতিষ্ঠানকে ভালোবাসি ও সম্মান করি ৷ আমি এমন অনেক মানুষকে জানি যাঁরা বিয়ে কে ভীষণ ভালো আছেন ৷ বিশেষ করে নাম বলতে চাই আরিয়া পরিচালক রাম মাধবানি ও প্রযোজক অমিতা মাধানির কথা ৷ কিন্তু আমি বিশ্বাস করি কম্প্যানিয়নশিপ ও বন্ধুত্বে ৷ আর যদি সত্যই সেটা থেকে থাকে তাহলে বিয়ের মতো বিষয় নিশ্চই হবে ৷"

তিনি আরও বলেন, "সবকিছুর থেকে আমি উপরে রাখি এই বন্ধুত্ব ও ভালোবাসাকে ৷ সঙ্গে স্বাধীনতা অবশ্যই গুরুত্বপূর্ণ ৷ ফলে যে কোনও সম্পর্কে স্বাধীনতা থাকার দিকে অবশ্যই নজর দেওয়া উচিত ৷" সুস্মিতার এই সাক্ষাৎকার থেকে বলা যায়, অভিনেত্রী বিয়ে নামক প্রতিষ্ঠানকে সম্মান করলেও সম্পর্কে স্বাধীনতা, তাঁর কাছে বেশি প্রাধান্য পায় ৷ উল্লেখ্য, 2018 সালে সোশাল মিডিয়া মারফত আরিয়া অভিনেত্রীর পরিচয় হয় মডেল তথা অভিনেতা রহমন শলের সঙ্গে ৷ কিন্তু 2021 সালে সেই সম্পর্ক ভেঙে যায় ৷ সুস্মিতা সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "আমরা বন্ধুত্ব দিয়ে শুরু করেছিলাম ৷ বন্ধু থাকব ৷ সম্পর্ক শেষ হয়ে গেলেও ভালোবাসা থাকবে ৷" তবে পরবর্তী সময়ে ফের সুস্মিতা-রহমানকে নানা অনুষ্ঠানে দেখা যায় একসঙ্গে ৷ তারপরেই শুরু হয় বিয়ে নিয়ে জল্পনা ৷ যদিও সুস্মিতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই৷

কাজের দিকে নজর দিলে দেখা যাবে, 'আরিয়া' সিরিজের সাফল্য নিয়ে আপ্লুত সুস্মিতা ৷ তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ এর আগে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে বেস্ট ড্রামা বিভাগে নমিনেশন পেয়েছিল 'আরিয়া' সিরিজ ৷ এই সিরিজের শেষ ভাগ 'আরিয়া সিজন 3- অন্তিম বার' আসতে চলেছে ডিজনিপ্লাস হটস্টারে ৷ 9 ফেব্রুয়ারি থেকে এই সিরিজ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে ৷

আরও পড়ুন:

1. সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নেটমাধ্যমে বেজায় ট্রল, সমালোচকদের পালটা ললিত মোদির

2. সিনেমার প্রস্তাব দিতেই 'অ্যানিম্যাল' পরিচালকের ওপর চোটলেন কঙ্গনা

3. 'মন কিঁউ বহেকা রে বহেকা...' সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি আলোড়ন তোলে আজও

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: অবশেষে বিয়ে নিয়ে বিশেষ চিন্তাভাবনা অভিনেত্রী সুস্মিতা সেনের ৷ 'আরিয়া' সিরিজের সাফল্যের পর ব্যক্তিগত জীবনে নজর দিতে চলেছেন অভিনেত্রী ৷ বিয়ে নিয়ে কী পরিকল্পনা, নিজেই জানালেন সুস্মিতা ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে 'ম্যায় হুঁ না' অভিনেত্রী স্পষ্ট জানান, বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনও পরিকল্পনা না-থাকলেও আগামিদিনে যে তিনি এই বিষয় নিয়ে ভাববেন না; এমনটা নয় ৷ অর্থাৎ, অভিনেত্রী বিয়ের জল্পনা একেবারে উড়িয়ে না-দিয়ে তা জিইয়ে রাখলেন ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন বিশ্বসুন্দরীকে ৷ তিনি বলেন, "আমি জানি, অনেকেই এবার চান আমি যাতে জীবনে সেটল ডাউন করি ৷ কে কি বলল বা ভাবল, সেটা নিয়ে আমি চিন্তা করি না ৷ আমি মন থেকে বিয়ে নামক প্রতিষ্ঠানকে ভালোবাসি ও সম্মান করি ৷ আমি এমন অনেক মানুষকে জানি যাঁরা বিয়ে কে ভীষণ ভালো আছেন ৷ বিশেষ করে নাম বলতে চাই আরিয়া পরিচালক রাম মাধবানি ও প্রযোজক অমিতা মাধানির কথা ৷ কিন্তু আমি বিশ্বাস করি কম্প্যানিয়নশিপ ও বন্ধুত্বে ৷ আর যদি সত্যই সেটা থেকে থাকে তাহলে বিয়ের মতো বিষয় নিশ্চই হবে ৷"

তিনি আরও বলেন, "সবকিছুর থেকে আমি উপরে রাখি এই বন্ধুত্ব ও ভালোবাসাকে ৷ সঙ্গে স্বাধীনতা অবশ্যই গুরুত্বপূর্ণ ৷ ফলে যে কোনও সম্পর্কে স্বাধীনতা থাকার দিকে অবশ্যই নজর দেওয়া উচিত ৷" সুস্মিতার এই সাক্ষাৎকার থেকে বলা যায়, অভিনেত্রী বিয়ে নামক প্রতিষ্ঠানকে সম্মান করলেও সম্পর্কে স্বাধীনতা, তাঁর কাছে বেশি প্রাধান্য পায় ৷ উল্লেখ্য, 2018 সালে সোশাল মিডিয়া মারফত আরিয়া অভিনেত্রীর পরিচয় হয় মডেল তথা অভিনেতা রহমন শলের সঙ্গে ৷ কিন্তু 2021 সালে সেই সম্পর্ক ভেঙে যায় ৷ সুস্মিতা সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "আমরা বন্ধুত্ব দিয়ে শুরু করেছিলাম ৷ বন্ধু থাকব ৷ সম্পর্ক শেষ হয়ে গেলেও ভালোবাসা থাকবে ৷" তবে পরবর্তী সময়ে ফের সুস্মিতা-রহমানকে নানা অনুষ্ঠানে দেখা যায় একসঙ্গে ৷ তারপরেই শুরু হয় বিয়ে নিয়ে জল্পনা ৷ যদিও সুস্মিতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই৷

কাজের দিকে নজর দিলে দেখা যাবে, 'আরিয়া' সিরিজের সাফল্য নিয়ে আপ্লুত সুস্মিতা ৷ তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ এর আগে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে বেস্ট ড্রামা বিভাগে নমিনেশন পেয়েছিল 'আরিয়া' সিরিজ ৷ এই সিরিজের শেষ ভাগ 'আরিয়া সিজন 3- অন্তিম বার' আসতে চলেছে ডিজনিপ্লাস হটস্টারে ৷ 9 ফেব্রুয়ারি থেকে এই সিরিজ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে ৷

আরও পড়ুন:

1. সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নেটমাধ্যমে বেজায় ট্রল, সমালোচকদের পালটা ললিত মোদির

2. সিনেমার প্রস্তাব দিতেই 'অ্যানিম্যাল' পরিচালকের ওপর চোটলেন কঙ্গনা

3. 'মন কিঁউ বহেকা রে বহেকা...' সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি আলোড়ন তোলে আজও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.