ETV Bharat / entertainment

'বাংলা এখন বাঙালিদের বৃদ্ধাশ্রম'!- মানলেন সুদীপ্তা

সোশাল মিডিয়ায় এক ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷ সেখানেই উঠে এসেছে বাংলায় বাঙালির অবস্থানের কথা ৷

Etv Bharat
সুদীপ্তা চক্রবর্তী (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 2, 2024, 3:43 PM IST

হায়দরাবাদ, 2 নভেম্বর: "ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড, / সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা প’ড়ে?বিমান ছেড়ে ঠেলায় চড়ে?/ বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না/ জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।" ভবানীপ্রসাদ মজুমদারের লেখা এই কবিতার সঙ্গে এখন অনেকেই বাংলার বাস্তব চিত্রটা মিলিয়ে নিতে পারছেন ৷

কিছুদিন আগেই অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় পোস্ট করে জানিয়েছিলেন হিন্দি ছবির কারণে হল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলা সিনেমা ৷ পশ্চিমবঙ্গে কি বাংলা তথা বাঙালি ক্রমেই ব্রাত্য হয়ে পড়ছে? সমাজ মাধ্যমে পোস্ট শেয়ার করে ইঙ্গিত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর ৷

কি রয়েছে সেই পোস্টে?

অপর্ণ গুপ্ত, যিনি 'দাবাড়ু' ও 'শ্রীমান ভার্সেস শ্রীমতি' সিনেমার সংলাপ লিখেছেন তিনি একটি করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে তাঁর এক পিসির বাসে চড়ার অভিজ্ঞতা তুলে ধরেন ৷ সেই কথা বলতে গিয়ে তিনি পশ্চিমবাংলায় বাঙালির অবস্থা বিশ্লেষণ করেন ৷ দীর্ঘ পোস্টে এক জায়গা তিনি লেখেন, "পুজোয় রিলিজ করা বাংলা ছবি, রমরমিয়ে ব্যবসা করেছে। কিন্তু হিন্দী ছবি আসা মাত্রই হল কমিয়ে হিন্দী ছবিকে দেওয়া হল, কারণ? বাংলার মাটি থেকে সালার, স্ত্রী-র মতো ছবিগুলি যে টাকা তুলে নিয়ে গেছে এতদিনে বাংলা ছবি তার অর্ধেকও তুলতে পারেনি। এর কারণ বাংলায় বাঙালি নেই। বাংলা এখন বাঙালিদের বৃদ্ধাশ্রম, আর বিহারী-উত্তরপ্রদেশীয় গোঁড়াদের চারণভূমি। হিন্দীভাষী জনতার কাছে যাতে অপশন বাড়ে, তাই বাংলা ছবিতে কোপ। অর্থাৎ বাংলার মাটিতে বাঙালি এখন সংখ্যালঘু।"

সেই পোস্টে অনেক নেটিজেন মন্তব্য করেন ৷ সেই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷ ক্যাপশনে লেখেন, "সত্য। সর্বৈব সত্য।" সম্প্রতি বিদেশের মাটিতে প্রশংসিত হওয়া দ্য স্ক্যাভেঞ্জার্স অফ ড্রিমস দেখানো হয়েছে কলকাতায় ৷ আর্বজনায় ভাগাড়ের মধ্যেও স্বপ্ন দেখার বার্তা দেয় এই ছবি ৷ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে সুমন ঘোষ পরিচালিত এই ছবির ৷ এছাড়াও মুম্বই ও আমেরিকাতে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে সুদীপ্তা চক্রবর্তী, শার্দুল ভরদ্বাজের অভিনয় ৷

হায়দরাবাদ, 2 নভেম্বর: "ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড, / সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা প’ড়ে?বিমান ছেড়ে ঠেলায় চড়ে?/ বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না/ জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।" ভবানীপ্রসাদ মজুমদারের লেখা এই কবিতার সঙ্গে এখন অনেকেই বাংলার বাস্তব চিত্রটা মিলিয়ে নিতে পারছেন ৷

কিছুদিন আগেই অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় পোস্ট করে জানিয়েছিলেন হিন্দি ছবির কারণে হল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলা সিনেমা ৷ পশ্চিমবঙ্গে কি বাংলা তথা বাঙালি ক্রমেই ব্রাত্য হয়ে পড়ছে? সমাজ মাধ্যমে পোস্ট শেয়ার করে ইঙ্গিত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর ৷

কি রয়েছে সেই পোস্টে?

অপর্ণ গুপ্ত, যিনি 'দাবাড়ু' ও 'শ্রীমান ভার্সেস শ্রীমতি' সিনেমার সংলাপ লিখেছেন তিনি একটি করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে তাঁর এক পিসির বাসে চড়ার অভিজ্ঞতা তুলে ধরেন ৷ সেই কথা বলতে গিয়ে তিনি পশ্চিমবাংলায় বাঙালির অবস্থা বিশ্লেষণ করেন ৷ দীর্ঘ পোস্টে এক জায়গা তিনি লেখেন, "পুজোয় রিলিজ করা বাংলা ছবি, রমরমিয়ে ব্যবসা করেছে। কিন্তু হিন্দী ছবি আসা মাত্রই হল কমিয়ে হিন্দী ছবিকে দেওয়া হল, কারণ? বাংলার মাটি থেকে সালার, স্ত্রী-র মতো ছবিগুলি যে টাকা তুলে নিয়ে গেছে এতদিনে বাংলা ছবি তার অর্ধেকও তুলতে পারেনি। এর কারণ বাংলায় বাঙালি নেই। বাংলা এখন বাঙালিদের বৃদ্ধাশ্রম, আর বিহারী-উত্তরপ্রদেশীয় গোঁড়াদের চারণভূমি। হিন্দীভাষী জনতার কাছে যাতে অপশন বাড়ে, তাই বাংলা ছবিতে কোপ। অর্থাৎ বাংলার মাটিতে বাঙালি এখন সংখ্যালঘু।"

সেই পোস্টে অনেক নেটিজেন মন্তব্য করেন ৷ সেই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷ ক্যাপশনে লেখেন, "সত্য। সর্বৈব সত্য।" সম্প্রতি বিদেশের মাটিতে প্রশংসিত হওয়া দ্য স্ক্যাভেঞ্জার্স অফ ড্রিমস দেখানো হয়েছে কলকাতায় ৷ আর্বজনায় ভাগাড়ের মধ্যেও স্বপ্ন দেখার বার্তা দেয় এই ছবি ৷ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে সুমন ঘোষ পরিচালিত এই ছবির ৷ এছাড়াও মুম্বই ও আমেরিকাতে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে সুদীপ্তা চক্রবর্তী, শার্দুল ভরদ্বাজের অভিনয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.