ETV Bharat / entertainment

সাতবছরে এই প্রথম! তৃতীয় সপ্তাহে 'বাহুবলী' প্রভাসের রেকর্ড ভাঙল 'স্ত্রী 2' - STREE 2 BOX OFFICE COLLECTION

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 2, 2024, 4:37 PM IST

Stree 2 Box Office: বক্সঅফিসে বিজয় রথ থামার কোনও লক্ষণ নেই রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2'-এর ৷ অমর কৌশিক পরিচালিত হরর-কমেডি ছবি তৃতীয় সপ্তাহে ভেঙে দিল প্রভাসের 'বাহুবলি 2'-এর রেকর্ড ৷

Stree 2 Box Office
'বাহুবলী' প্রভাসের রেকর্ড ভাঙল 'স্ত্রী 2' (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: 'কল্কি 2898 এডি' ছবির পর চলতি বছর 'স্ত্রী 2' ভারতীয় বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলল ৷ রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' অপ্রতিরোধ্য সিনে মার্কেটে ৷ একটার পর এটা রেকর্ড ভেঙে প্রথম সারিতে উঠে আসছে এই ছবি ৷ এবার তৃতীয় সপ্তাহে প্রভাসের 'বাহুবলি 2' যে রেকর্ড গড়েছিল তাও ভেঙে দিল 'স্ত্রী 2' ৷ রেবেল স্টার প্রভাসের সাত বছরের রেকর্ড নিমেষে ভেঙে দিল বলিউডের এই ছবি ৷

  • স্ত্রী 2 রেকর্ড ব্রেকিং কালেকশন

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, 'স্ত্রী 2' গত তিনদিনে আয় করেছে 48.75 কোটি টাকা ৷ রবিবারই শুধু আয় হয়েছে 22.10 কোটি টাকা ৷ ফলে ছবির ডোমেস্টিক কালেকশন পৌঁছে গিয়েছে 502.35 কোটি টাকায় ৷ যে কারণে 'স্ত্রী 2' তৃতীয় সপ্তাহে হাইয়েস্ট কালেকশন হিন্দি ছবি হিসাবে রেকর্ড তৈরি করল ৷ এই রেকর্ড সাতবছর আগে তৈরি করেছিল প্রভাসের 'বাহুবলি 2' ৷ তৃতীয় সপ্তাহে এসএস রাজামৌলি পরিচালিত এই ছবি আয় করেছিল 42.55 কোটি টাকা ৷ সেই জায়গা এবার দখল করল 'স্ত্রী' ৷ শুধু তাই নয়, প্রভাসের হিন্দি ভার্সন ছবি 'কল্কি 2898 এডি'-র কালেকশনকেও টপকে গেল রাজকুমার-শ্রদ্ধার ছবি ৷

  • 18তম দিনে স্ত্রী 2 বক্সঅফিস কালেকশন

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী 18তম দিনে 'স্ত্রী2' আয় করেছে 22 কোটি টাকা ৷ তৃতীয় রবিবার ছবির আয় বাড়ে 33.33 শতাংশ ৷ শুধু মাত্র হিন্দিতেই ছবির দর্শক সংখ্যা বেড়ে দাঁড়ায় 44.05 শতাংশ ৷

  • প্রতিযোগিতা ও সাফল্য

'স্ত্রী 2' এখন প্রতিযোগিতায় রয়েছে শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবির সঙ্গে ৷ 2023 সালের হাইয়েস্ট গ্রসিং ছবি হিসাবে শীর্ষ স্থানে ছিল অ্যাটলি পরিচালিত এই ছবি ৷ 18 দিনে 'জওয়ান' বক্সঅফিসে আয় করে নেয় 500 কোটি টাকা ৷

  • স্ত্রী 2 ওয়ার্ল্ডওয়াইড কালেকশন ও আগামী প্রতিযোগিতা

গোব্লালি 'স্ত্রী 2' আয় করেছে 688.25 কোটি টাকা ৷ অমর কৌশিক পরিচালিত এই ছবি সেইভাবে বক্সঅফিসে প্রতিযোগিতার সম্মুখীন হয়নি ৷ কারণ অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ' ও জন আব্রাহামের 'ভেদা' একই সময়ে অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তি পায় ৷ তবে কোনওভাবেই অক্ষয়-জনের ছবির বক্সঅফিস ছুঁতে পারেনি 'স্ত্রী 2'-কে ৷ পাশাপাশি চলতি সপ্তাহেও কঙ্গনা রানাওয়াত পরিচালিত-অভিনীত 'এমারজেন্সি' মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে সার্টিফিকেট না পাওয়ার কারণে ৷ ফলে দক্ষিণী ছবি 'গোট' (থালাপথি বিজয় অভিনীত)-এর সঙ্গে প্রতিযোগিতা হতে পারে 'স্ত্রী 2'-এর ৷

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: 'কল্কি 2898 এডি' ছবির পর চলতি বছর 'স্ত্রী 2' ভারতীয় বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলল ৷ রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' অপ্রতিরোধ্য সিনে মার্কেটে ৷ একটার পর এটা রেকর্ড ভেঙে প্রথম সারিতে উঠে আসছে এই ছবি ৷ এবার তৃতীয় সপ্তাহে প্রভাসের 'বাহুবলি 2' যে রেকর্ড গড়েছিল তাও ভেঙে দিল 'স্ত্রী 2' ৷ রেবেল স্টার প্রভাসের সাত বছরের রেকর্ড নিমেষে ভেঙে দিল বলিউডের এই ছবি ৷

  • স্ত্রী 2 রেকর্ড ব্রেকিং কালেকশন

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, 'স্ত্রী 2' গত তিনদিনে আয় করেছে 48.75 কোটি টাকা ৷ রবিবারই শুধু আয় হয়েছে 22.10 কোটি টাকা ৷ ফলে ছবির ডোমেস্টিক কালেকশন পৌঁছে গিয়েছে 502.35 কোটি টাকায় ৷ যে কারণে 'স্ত্রী 2' তৃতীয় সপ্তাহে হাইয়েস্ট কালেকশন হিন্দি ছবি হিসাবে রেকর্ড তৈরি করল ৷ এই রেকর্ড সাতবছর আগে তৈরি করেছিল প্রভাসের 'বাহুবলি 2' ৷ তৃতীয় সপ্তাহে এসএস রাজামৌলি পরিচালিত এই ছবি আয় করেছিল 42.55 কোটি টাকা ৷ সেই জায়গা এবার দখল করল 'স্ত্রী' ৷ শুধু তাই নয়, প্রভাসের হিন্দি ভার্সন ছবি 'কল্কি 2898 এডি'-র কালেকশনকেও টপকে গেল রাজকুমার-শ্রদ্ধার ছবি ৷

  • 18তম দিনে স্ত্রী 2 বক্সঅফিস কালেকশন

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী 18তম দিনে 'স্ত্রী2' আয় করেছে 22 কোটি টাকা ৷ তৃতীয় রবিবার ছবির আয় বাড়ে 33.33 শতাংশ ৷ শুধু মাত্র হিন্দিতেই ছবির দর্শক সংখ্যা বেড়ে দাঁড়ায় 44.05 শতাংশ ৷

  • প্রতিযোগিতা ও সাফল্য

'স্ত্রী 2' এখন প্রতিযোগিতায় রয়েছে শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবির সঙ্গে ৷ 2023 সালের হাইয়েস্ট গ্রসিং ছবি হিসাবে শীর্ষ স্থানে ছিল অ্যাটলি পরিচালিত এই ছবি ৷ 18 দিনে 'জওয়ান' বক্সঅফিসে আয় করে নেয় 500 কোটি টাকা ৷

  • স্ত্রী 2 ওয়ার্ল্ডওয়াইড কালেকশন ও আগামী প্রতিযোগিতা

গোব্লালি 'স্ত্রী 2' আয় করেছে 688.25 কোটি টাকা ৷ অমর কৌশিক পরিচালিত এই ছবি সেইভাবে বক্সঅফিসে প্রতিযোগিতার সম্মুখীন হয়নি ৷ কারণ অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ' ও জন আব্রাহামের 'ভেদা' একই সময়ে অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তি পায় ৷ তবে কোনওভাবেই অক্ষয়-জনের ছবির বক্সঅফিস ছুঁতে পারেনি 'স্ত্রী 2'-কে ৷ পাশাপাশি চলতি সপ্তাহেও কঙ্গনা রানাওয়াত পরিচালিত-অভিনীত 'এমারজেন্সি' মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে সার্টিফিকেট না পাওয়ার কারণে ৷ ফলে দক্ষিণী ছবি 'গোট' (থালাপথি বিজয় অভিনীত)-এর সঙ্গে প্রতিযোগিতা হতে পারে 'স্ত্রী 2'-এর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.