ETV Bharat / entertainment

কোন জুটির প্রেমে মজবে দর্শকদের মন, ভাবাচ্ছে 'দুই শালিক' - Dui Shalik serial - DUI SHALIK SERIAL

Dui Shalik Mega Serial: জনপ্রিয় চ্যানেলে আসতে চলছে নতুন ধারাবাহিক 'দুই শালিক' ৷ ইতিমধ্যেই ধারাবাহিকের ছোট্ট ট্রেলার আগ্রহ বাড়িয়েছে দর্শকদের ৷ সিরিয়ালের মূল দুই হিরো তথা অভিনেতা কতটা আশাবাদী, শুনল ইটিভি ভারত ৷

Dui Shalik Mega Serial
আসছে ধারাবাহিক 'দুই শালিক' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 8:35 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিক 'দুই শালিক'। 30 সেপ্টেম্বর থেকে এক জোড়া নয় ধারাবাহিকে দেখা যাবে দুই জোড়া জুটিকে। সিরিয়ালের ট্রেন্ড জানান দেয় মূল জুটিকেও অনেক সময় ছাপিয়ে গিয়েছে পার্শ্বজুটি। যেমন 'দেশের মাটি'র নোয়া-কিয়ানের জুটিকে ছাপিয়ে গিয়েছিল রাজা-মাম্পির জুটি৷ তাঁদের নিয়েই চর্চা হয়েছে এক সময় বিস্তর। এবারও কি দুই শালিক ধারাবাহিকে একে অপরকে ছাড়িয়ে যাবে মুখ্য চরিত্র গৌরব-দেবা? কি মনে করছেন তাঁরা ?

অভিনেতা সায়ন বলেন, "একেবারেই না। আমি পড়াশুনার ক্ষেত্রেও এমনটা করিনি কখনও। এক্ষেত্রেও করব না। এটা নিয়ে ভাবছিই না। এটা একটা টিম ওয়ার্ক। 'দুই শালিক' জুটিটাই শেষ কথা। তা সে আমার সঙ্গে আমার নায়িকার বা অর্কর সঙ্গে অর্কর নায়িকার কিংবা বাবা-মায়ের জুটি। কথা দিলাম আমাদের সবার জুটিই সেরা জুটি হবে বাংলা টেলিভিশনে। কাজটা মন দিয়ে করব। ফল ফলের মতো হবে।" অর্কপ্রভ বলেন, "আমিও সায়নের সঙ্গে এক মত। কম্পিটিশনের কোনও জায়গা নেই।"

আসছে ধারাবাহিক 'দুই শালিক' (ইটিভি ভারত)

'দুই শালিক'-এ মুখ্য চরিত্রের নাম গৌরব, দেবা, আঁখি এবং পাখি। সায়ন-অর্কপ্রভর পাশাপাশি দেখা যাবে তিতিক্ষা দাস, নন্দিনী দাসকে। ধারাবাবিকের গল্প কিছুটা এইরকম---- আঁখি এবং পাখি দুই বোন, যাঁরা জন্মের সময়েই আলাদা হয়ে যান। কিন্তু ভাগ্য তাঁদের আবার অনেক বছর পর এক জায়গায় নিয়ে আসে। আঁখি খুব ভীতু প্রকৃতির। সে আশ্রিতা। যে বাড়িতে থাকেন তাঁদের ফাইফরমাশ খাটেন। অন্যদিকে পাখি ডাকাবুকো। নিজের কথা সে নিজেই বলতে জানেন। নারী শক্তি, নারীর অধিকার নিয়ে তিনি ভাবিত। মেয়েদের জুডো শেখান পাখি। নিজেকে জুডো ঝিলিক নাম দিয়েছেন তিনি। এদের জীবনে এন্ট্রি নেয় গৌরব ও দেবা ৷

তবে, এখানে কে কার সঙ্গে জুটিতে তা এখনও জানাননি চ্যানেল কর্তৃপক্ষ। জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি। তবে, জুটি থাকবে দুটি। কোন জুটি কাকে পিছনে ফেলে এগিয়ে যাবে, কোন জুটি সেরা, কোন জুটি প্রিয়, কোন জুটিকে মানাচ্ছে এই নিয়ে দর্শকের আগ্রহ থাকবে, মতামত থাকবে তা বলাই বাহুল্য। আর এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে 30 সেপ্টেম্বর ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর: টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিক 'দুই শালিক'। 30 সেপ্টেম্বর থেকে এক জোড়া নয় ধারাবাহিকে দেখা যাবে দুই জোড়া জুটিকে। সিরিয়ালের ট্রেন্ড জানান দেয় মূল জুটিকেও অনেক সময় ছাপিয়ে গিয়েছে পার্শ্বজুটি। যেমন 'দেশের মাটি'র নোয়া-কিয়ানের জুটিকে ছাপিয়ে গিয়েছিল রাজা-মাম্পির জুটি৷ তাঁদের নিয়েই চর্চা হয়েছে এক সময় বিস্তর। এবারও কি দুই শালিক ধারাবাহিকে একে অপরকে ছাড়িয়ে যাবে মুখ্য চরিত্র গৌরব-দেবা? কি মনে করছেন তাঁরা ?

অভিনেতা সায়ন বলেন, "একেবারেই না। আমি পড়াশুনার ক্ষেত্রেও এমনটা করিনি কখনও। এক্ষেত্রেও করব না। এটা নিয়ে ভাবছিই না। এটা একটা টিম ওয়ার্ক। 'দুই শালিক' জুটিটাই শেষ কথা। তা সে আমার সঙ্গে আমার নায়িকার বা অর্কর সঙ্গে অর্কর নায়িকার কিংবা বাবা-মায়ের জুটি। কথা দিলাম আমাদের সবার জুটিই সেরা জুটি হবে বাংলা টেলিভিশনে। কাজটা মন দিয়ে করব। ফল ফলের মতো হবে।" অর্কপ্রভ বলেন, "আমিও সায়নের সঙ্গে এক মত। কম্পিটিশনের কোনও জায়গা নেই।"

আসছে ধারাবাহিক 'দুই শালিক' (ইটিভি ভারত)

'দুই শালিক'-এ মুখ্য চরিত্রের নাম গৌরব, দেবা, আঁখি এবং পাখি। সায়ন-অর্কপ্রভর পাশাপাশি দেখা যাবে তিতিক্ষা দাস, নন্দিনী দাসকে। ধারাবাবিকের গল্প কিছুটা এইরকম---- আঁখি এবং পাখি দুই বোন, যাঁরা জন্মের সময়েই আলাদা হয়ে যান। কিন্তু ভাগ্য তাঁদের আবার অনেক বছর পর এক জায়গায় নিয়ে আসে। আঁখি খুব ভীতু প্রকৃতির। সে আশ্রিতা। যে বাড়িতে থাকেন তাঁদের ফাইফরমাশ খাটেন। অন্যদিকে পাখি ডাকাবুকো। নিজের কথা সে নিজেই বলতে জানেন। নারী শক্তি, নারীর অধিকার নিয়ে তিনি ভাবিত। মেয়েদের জুডো শেখান পাখি। নিজেকে জুডো ঝিলিক নাম দিয়েছেন তিনি। এদের জীবনে এন্ট্রি নেয় গৌরব ও দেবা ৷

তবে, এখানে কে কার সঙ্গে জুটিতে তা এখনও জানাননি চ্যানেল কর্তৃপক্ষ। জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি। তবে, জুটি থাকবে দুটি। কোন জুটি কাকে পিছনে ফেলে এগিয়ে যাবে, কোন জুটি সেরা, কোন জুটি প্রিয়, কোন জুটিকে মানাচ্ছে এই নিয়ে দর্শকের আগ্রহ থাকবে, মতামত থাকবে তা বলাই বাহুল্য। আর এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে 30 সেপ্টেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.