ETV Bharat / entertainment

'মম' শ্রীদেবীর জন্মদিনে অতীতে ফিরলেন খুশি, 'মেরি জান' বলে শুভেচ্ছা বনির - Sridevi Birth Anniversary

Sridevi Birth Anniversary: আজ শ্রীদেবীর জন্মদিন ৷ বিশেষ দিনে মায়ের সঙ্গে কাটানো মিষ্টি স্মৃতি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খুশি কাপুর-জাহ্নবী কাপুর ৷ স্বামী বনিও আবেগঘন পোস্ট করেন 'শ্রী'-কে নিয়ে ৷

Sridevi Birth Anniversary
শ্রীদেবীর জন্মদিনে শুভেচ্ছা খুশি-বনির (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 13, 2024, 10:11 AM IST

হায়দরাবাদ, 13 অগস্ট: ভারতীয় চলচ্চিত্র জগতে অন্যতম সুন্দরী অভিনেত্রী শ্রীদেবী ৷ 'হাওয়া হাওয়াই' অভিনেত্রী বেঁচে থাকলে আজ ধুমধাম করে পালিত হত তাঁর 61তম জন্মবার্ষিকী। বিশেষ দিনে, শ্রীদেবীর স্বামী-পরিচালক বনি কাপুর এবং তাঁর দুই মেয়ে খুশি-জাহ্নবী কাপুর স্মরণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন না-দেখা ছবি ৷

নিজের ইন্সটা স্টোরিতে ছবিতে খুশি কাপুরকে ছোট পিক্সি চুলে মিষ্টি দেখাচ্ছে ৷ আর জাহ্নবী কাপুর যে বড়ই দুষ্টু ছিল তা অনুমান করা যায় সেই ছবি দেখে ৷ সেখানে 'বাওয়াল' অভিনেত্রীকে দেখা যায় মজার মুখ করে পোজ দিয়েছেন ৷ অন্যদিকে স্ত্রীকে স্মরণ করেছেন বনি কাপুর। বনি তার ইনস্টাগ্রামে শ্রীদেবীর একটি সুন্দর ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন মেরি জান'।

এই ছবিটি সম্ভবত শ্রীদেবীর 2012 সালের কমেডি-ড্রামা ফিল্ম 'ইংলিশ ভিংলিশ'-এর। বনি কাপুর পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে অনেক অনুরাগীর প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ 'মার্ডার মুবারক' অভিনেতা সঞ্জয় কাপুর, যিনি বনির ভাই এবং শ্রীদেবীর শ্যালক, তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মন্তব্য বিভাগে একটি রেড হার্ট ইমোজি দিয়েছেন। একই সঙ্গে অন্যান্য অনুরাগীরা শ্রীদেবীকে স্মরণ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, মায়ের জন্মদিনে তিরুপতি মন্দিরে পুজো দিয়েছেন মেয়ে জাহ্নবী কাপুর ৷ এদিন সোশাল মিডিয়ায় তিনি মন্দির ও মায়ের সঙ্গে কাটানো সুন্দর ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন মা ৷ তোমাকে ভীষণ ভালোবাসি ৷" এদিন তাঁর সঙ্গে ছিল চর্চিত বন্ধু তথা কাছের মানুষ শিখর পাহারিয়াও ৷ প্রতিবছর মায়ের জন্মদিনে ভগবান বালাজির মন্দিরে যান জাহ্নবী ৷ এবার তার অন্যথা হয়নি ৷

উল্লেখ্য, শ্রীদেবী পুরো নাম শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপান ৷ তিনি 1963 সালের আজকের দিনে তামিলনাড়ুর মীনামপাট্টি গ্রামে জন্মগ্রহণ করেন ৷ তাঁর বাবা ছিলেন একজন আইনজীবী ৷ মাত্র চার বছর বয়সেই রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন শ্রীদেবী ৷ তামিল ছবি 'কানধন কারুণাই' ছবিতে প্রথম অভিনয় তাঁর ৷ তেলুগু সিনেমায় তিনি পা রাখেন 1970 সালে ৷ বেবি শ্রীদেবী এরপর একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেন ৷

এরপর 1979 সালে প্রথমবার বলিউডে পা রাখেন অভিনেত্রী ৷ ছবির নাম 'শোলা শাওয়ান' ৷ চারবছর পর তিনি জীতেন্দ্রর বিপরীতে অভিনয় করেন 'হিম্মতওয়ালা' ছবিতে ৷ ছবিটির 1981 সালে শুটিং হলেও মুক্তি পায় 1983 সালে ৷ ছবির সাফল্য আর পিছন ফিরে তাকাতে হয়নি শ্রীদেবীকে ৷ বলিউডে তিনি পেয়ে যান স্থানীয় জায়গা ৷ শুধু তাই নয়, জীতেন্দ্র-শ্রীদেবী জুটি উপহার দিয়েছে 16টির মতো ছবি ৷

শ্রীদেবীর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় অবশ্যই বলতে হয় 'নাগিনা', 'মিস্টার ইন্ডিয়া', 'চাঁদনি', 'লমহে', 'জুদাই', 'ইংলিশ ভিংলিশ'-এর মতো ছবি ৷ 2018 সালের 24 ফেব্রুয়ারি আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শ্রীদেবী ৷ তবে আজও দক্ষিণী ও হিন্দি সিনেমা জগতে ছবির মধ্য দিয়ে তিনি রয়ে গিয়েছেন দর্শকের মনে ৷

হায়দরাবাদ, 13 অগস্ট: ভারতীয় চলচ্চিত্র জগতে অন্যতম সুন্দরী অভিনেত্রী শ্রীদেবী ৷ 'হাওয়া হাওয়াই' অভিনেত্রী বেঁচে থাকলে আজ ধুমধাম করে পালিত হত তাঁর 61তম জন্মবার্ষিকী। বিশেষ দিনে, শ্রীদেবীর স্বামী-পরিচালক বনি কাপুর এবং তাঁর দুই মেয়ে খুশি-জাহ্নবী কাপুর স্মরণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন না-দেখা ছবি ৷

নিজের ইন্সটা স্টোরিতে ছবিতে খুশি কাপুরকে ছোট পিক্সি চুলে মিষ্টি দেখাচ্ছে ৷ আর জাহ্নবী কাপুর যে বড়ই দুষ্টু ছিল তা অনুমান করা যায় সেই ছবি দেখে ৷ সেখানে 'বাওয়াল' অভিনেত্রীকে দেখা যায় মজার মুখ করে পোজ দিয়েছেন ৷ অন্যদিকে স্ত্রীকে স্মরণ করেছেন বনি কাপুর। বনি তার ইনস্টাগ্রামে শ্রীদেবীর একটি সুন্দর ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন মেরি জান'।

এই ছবিটি সম্ভবত শ্রীদেবীর 2012 সালের কমেডি-ড্রামা ফিল্ম 'ইংলিশ ভিংলিশ'-এর। বনি কাপুর পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে অনেক অনুরাগীর প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ 'মার্ডার মুবারক' অভিনেতা সঞ্জয় কাপুর, যিনি বনির ভাই এবং শ্রীদেবীর শ্যালক, তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মন্তব্য বিভাগে একটি রেড হার্ট ইমোজি দিয়েছেন। একই সঙ্গে অন্যান্য অনুরাগীরা শ্রীদেবীকে স্মরণ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, মায়ের জন্মদিনে তিরুপতি মন্দিরে পুজো দিয়েছেন মেয়ে জাহ্নবী কাপুর ৷ এদিন সোশাল মিডিয়ায় তিনি মন্দির ও মায়ের সঙ্গে কাটানো সুন্দর ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন মা ৷ তোমাকে ভীষণ ভালোবাসি ৷" এদিন তাঁর সঙ্গে ছিল চর্চিত বন্ধু তথা কাছের মানুষ শিখর পাহারিয়াও ৷ প্রতিবছর মায়ের জন্মদিনে ভগবান বালাজির মন্দিরে যান জাহ্নবী ৷ এবার তার অন্যথা হয়নি ৷

উল্লেখ্য, শ্রীদেবী পুরো নাম শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপান ৷ তিনি 1963 সালের আজকের দিনে তামিলনাড়ুর মীনামপাট্টি গ্রামে জন্মগ্রহণ করেন ৷ তাঁর বাবা ছিলেন একজন আইনজীবী ৷ মাত্র চার বছর বয়সেই রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন শ্রীদেবী ৷ তামিল ছবি 'কানধন কারুণাই' ছবিতে প্রথম অভিনয় তাঁর ৷ তেলুগু সিনেমায় তিনি পা রাখেন 1970 সালে ৷ বেবি শ্রীদেবী এরপর একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেন ৷

এরপর 1979 সালে প্রথমবার বলিউডে পা রাখেন অভিনেত্রী ৷ ছবির নাম 'শোলা শাওয়ান' ৷ চারবছর পর তিনি জীতেন্দ্রর বিপরীতে অভিনয় করেন 'হিম্মতওয়ালা' ছবিতে ৷ ছবিটির 1981 সালে শুটিং হলেও মুক্তি পায় 1983 সালে ৷ ছবির সাফল্য আর পিছন ফিরে তাকাতে হয়নি শ্রীদেবীকে ৷ বলিউডে তিনি পেয়ে যান স্থানীয় জায়গা ৷ শুধু তাই নয়, জীতেন্দ্র-শ্রীদেবী জুটি উপহার দিয়েছে 16টির মতো ছবি ৷

শ্রীদেবীর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় অবশ্যই বলতে হয় 'নাগিনা', 'মিস্টার ইন্ডিয়া', 'চাঁদনি', 'লমহে', 'জুদাই', 'ইংলিশ ভিংলিশ'-এর মতো ছবি ৷ 2018 সালের 24 ফেব্রুয়ারি আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শ্রীদেবী ৷ তবে আজও দক্ষিণী ও হিন্দি সিনেমা জগতে ছবির মধ্য দিয়ে তিনি রয়ে গিয়েছেন দর্শকের মনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.