ETV Bharat / entertainment

ভাড়া করা পোশাক ও গয়না পরে আম্বানিদের বিয়েতে! কাদের উদ্দেশ্যে তোপ শ্রীলেখার - Sreelekha Mitra on Ambani Wedding - SREELEKHA MITRA ON AMBANI WEDDING

Sreelekha Mitra: এক সপ্তাহের বেশি সময় ধরে আলোচনায় রয়েছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের খবর ৷ সেই বিয়ের রিসেপশন পার্টিতে দেখা গেল টলিউড তথা বাংলার তারকাদের ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক মন্তব্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রর ৷ 'নোংরা একজিবিশন' চলছে বলে তীর্যক মন্তব্য অভিনেত্রীর ৷

Sreelekha Mitra
টলি তারকাদের তোপ শ্রীলেখা মিত্রর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 12:17 PM IST

হায়দরাবাদ, 16 জুলাই: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রিসেপশন পার্টিতে বাঙালি তারকা তথা টলিউডের অভিনেতা-অভিনেত্রীর উপস্থিতি নজর কাড়ে ৷ তবে আম্বানি পরিবারের অনুষ্ঠানে টলিউড যোগকে ভালো চোখে দেখছেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ মঙ্গলবার ফের নিজের সোশাল হ্যান্ডেলে এক বিস্ফোরক পোস্ট করেন অভিনেত্রী ৷ 'নোংরা একজিবিশন' থেকে 'সেলেব্রিটিরা ভাড়া করা পোশাক ও গয়না পরেছেন', এমটাই লেখেন ঠোঁটকাটা শ্রীলেখা ৷

বড় ছেলে আকাশ ও মেয়ে ইশা আম্বানির বিয়েতেও মনে হয় এত চমকালো হয়নি যতটা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দেখা গিয়েছে ৷ জামনগর ও ইতালিতে ক্রুজে প্রি-ওয়েডিং সেলিব্রেশন থেকে বিয়ে-রিসেপশনে লাক্সারিয়াস ব্যবস্থা চোখ ধাঁধিয়েছে সকলের ৷ সেই বিয়েতে বাংলার রুক্মিনী মৈত্র, যশ-নুসরতের উপস্থিতি এসেছে আরও বেশি চর্চায় ৷

তবে এ নিয়ে তোপ দেগেছেন শ্রীলেখা ৷ তিনি এদিন সোশাল মিডিয়ায় লেখেন, "নোংরা একজিবিশন চলছে ৷ মানুষ সেগুলো গিলছে ৷ আমাদের এখানকার সেলেব্রিটিরা ভাড়া করা জামা-গয়না পরে গিয়ে ছবি তুলে বোঝাচ্ছেন তাঁরা ভিভিআইপি ৷ আর কিছু মানুষ তাঁদের দেখে বলছেন, বাঙালি হিসাবে 'গব্বো'বোধ হচ্ছে ৷"

তিনি আরও লেখেন, "এবার আমার বোধহয় যাওয়ার সময় হয়ে গিয়েছে ৷ পার্সোনাল ডিগনিটি বলে আর কিছু রইল না ৷ সকলের হাতে কালার ব্রেসলেট লক্ষ্য করবেন ৷ তাতে নির্ধারিত আপনি কোন এরিয়া পর্যন্ত যেতে পারবেন আর তারপর যেতে দেবে না ৷"

শ্রীলেখার এই মন্তব্যের পর ঝড় উঠেছে কমেন্ট বক্সে ৷ কেউ প্রশ্ন করেছেন, "ভাড়া কার পোশাকে তারকারা উপস্থিত হন? সেই পোশাক হয় না-কোথায় পাওয়া যায়?" আবার কেউ লিখেছেন, "একশো শতাংশ সত্যি ৷ এদের মান সম্মানবোধ আর কিচ্ছু নেই!" আবার এক নেটিজেন লিখেছেন, "বিয়ের নামে এইরকম ক্রাউড ফান্ডিং করা সার্কাস প্রথম দেখলাম বাপু ৷ আর ধ্যাস্টামো দেখলেই জনগণ সেটা মাথায় তুলে নাচে ৷ আজব বিষয় ৷" আবার কেউ লিখেছেন, "লজ্জার একশেষ অবস্থা! হ্যাংলামিও কী ঘটনাবহুল আর গর্বের!"

হায়দরাবাদ, 16 জুলাই: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রিসেপশন পার্টিতে বাঙালি তারকা তথা টলিউডের অভিনেতা-অভিনেত্রীর উপস্থিতি নজর কাড়ে ৷ তবে আম্বানি পরিবারের অনুষ্ঠানে টলিউড যোগকে ভালো চোখে দেখছেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ মঙ্গলবার ফের নিজের সোশাল হ্যান্ডেলে এক বিস্ফোরক পোস্ট করেন অভিনেত্রী ৷ 'নোংরা একজিবিশন' থেকে 'সেলেব্রিটিরা ভাড়া করা পোশাক ও গয়না পরেছেন', এমটাই লেখেন ঠোঁটকাটা শ্রীলেখা ৷

বড় ছেলে আকাশ ও মেয়ে ইশা আম্বানির বিয়েতেও মনে হয় এত চমকালো হয়নি যতটা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দেখা গিয়েছে ৷ জামনগর ও ইতালিতে ক্রুজে প্রি-ওয়েডিং সেলিব্রেশন থেকে বিয়ে-রিসেপশনে লাক্সারিয়াস ব্যবস্থা চোখ ধাঁধিয়েছে সকলের ৷ সেই বিয়েতে বাংলার রুক্মিনী মৈত্র, যশ-নুসরতের উপস্থিতি এসেছে আরও বেশি চর্চায় ৷

তবে এ নিয়ে তোপ দেগেছেন শ্রীলেখা ৷ তিনি এদিন সোশাল মিডিয়ায় লেখেন, "নোংরা একজিবিশন চলছে ৷ মানুষ সেগুলো গিলছে ৷ আমাদের এখানকার সেলেব্রিটিরা ভাড়া করা জামা-গয়না পরে গিয়ে ছবি তুলে বোঝাচ্ছেন তাঁরা ভিভিআইপি ৷ আর কিছু মানুষ তাঁদের দেখে বলছেন, বাঙালি হিসাবে 'গব্বো'বোধ হচ্ছে ৷"

তিনি আরও লেখেন, "এবার আমার বোধহয় যাওয়ার সময় হয়ে গিয়েছে ৷ পার্সোনাল ডিগনিটি বলে আর কিছু রইল না ৷ সকলের হাতে কালার ব্রেসলেট লক্ষ্য করবেন ৷ তাতে নির্ধারিত আপনি কোন এরিয়া পর্যন্ত যেতে পারবেন আর তারপর যেতে দেবে না ৷"

শ্রীলেখার এই মন্তব্যের পর ঝড় উঠেছে কমেন্ট বক্সে ৷ কেউ প্রশ্ন করেছেন, "ভাড়া কার পোশাকে তারকারা উপস্থিত হন? সেই পোশাক হয় না-কোথায় পাওয়া যায়?" আবার কেউ লিখেছেন, "একশো শতাংশ সত্যি ৷ এদের মান সম্মানবোধ আর কিচ্ছু নেই!" আবার এক নেটিজেন লিখেছেন, "বিয়ের নামে এইরকম ক্রাউড ফান্ডিং করা সার্কাস প্রথম দেখলাম বাপু ৷ আর ধ্যাস্টামো দেখলেই জনগণ সেটা মাথায় তুলে নাচে ৷ আজব বিষয় ৷" আবার কেউ লিখেছেন, "লজ্জার একশেষ অবস্থা! হ্যাংলামিও কী ঘটনাবহুল আর গর্বের!"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.