ETV Bharat / entertainment

তিলোত্তমার বিচার চেয়ে মেয়ে সানার সঙ্গে রাজপথে সৌরভ, কটাক্ষ ভুলে মোমবাতি জ্বালিয়ে করলেন প্রতিবাদ - Kolkata Doctor Rape Murder Case - KOLKATA DOCTOR RAPE MURDER CASE

Sourav Ganguly joins candlelight Protest: ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানার সঙ্গে আরজি কর ঘটনার প্রতিবাদে রাজপথে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিচার চেয়ে মেয়ের সঙ্গে মোমবাতি জ্বালালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক।

Sourav Ganguly joins candlelight Protest
আরজি কর কাণ্ডে প্রতিবাদে সানা-সৌরভ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 22, 2024, 12:29 PM IST

কলকাতা, 22 অগস্ট: মেয়ে সানা গঙ্গোপাধ্যায় ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজপথে প্রতিবাদে সামিল প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আরজি কর ঘটনার প্রতিবাদে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের প্রতিষ্ঠান 'দীক্ষামঞ্জরী' বুধবার বৃষ্টি মাথায় নিয়ে পথে নামেন ৷ মৃত ডাক্তারি পড়ুয়ার আত্মার শান্তি কামনায় ও শহরে মেয়েদের নিরাপত্তার দাবিতে মোমবাতি জ্বালালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল সৌরভ-সানা (ইটিভি ভারত)

এদিন ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, "সবাই প্রতিবাদে সামিল হতে চেয়েছিল। ওদের চাওয়াটা আমারও চাওয়া ছিল। সবাই নিজের ইচ্ছাতে প্রতিবাদে সামিল হয়েছে। একটা সুস্থ স্বাভাবিক সমাজ আমরা সকলেই আশা করি। সেটাই কাম্য। আর মেয়েরা রাতে কাজ করবে না এই কথার কোনও মানেই নেই।"

সৌরভ কন্যা সানাও সংবাদ মাধ্যমের কাছে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, "সবাই সমান আর সবার নিরাপত্তা দরকার। অপরাধীর এমন শাস্তি হোক যেন আর জীবনে এরকম কিছু ভাবতেও না পারে। আর আমাদেরও যেন ওদেরকে নিয়ে ভাবতে না হয়, এমন শাস্তি ওদের পাওয়া দরকার। একজন ডাক্তার নয়, সমাজের সব স্তরের মেয়ের নিরাপত্তা দরকার।" এদিনের মিছিলে মেয়ে সানার সঙ্গে প্রতিবাদে পথে নামলেও সৌরভ কোনও মন্তব্য করেননি ৷

প্রসঙ্গত, আরজি কর ঘটনার পর সৌরভের মন্তব্য নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র ৷ তাঁকে আরজি কর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন তিনি বলেন, "কোনও একটি বিচ্ছিন্ন ঘটনায় সবকিছু বিচার করা উচিত বলে মনে করি না ৷ সবকিছু বা সবাই এর জন্য নিরাপদ নই ভাবার জায়গা নেই। পৃথিবীর সব জায়গাতেই এইরকম দুর্ঘটনা ঘটে। তাই মেয়েদের নিরাপত্তা নেই, নিরাপদ নয় ভাবা ভুল ৷ পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতের সবজায়গায় মেয়েদের নিরাপত্তা রয়েছে । আমরা যেখানে বাস করি সেটা সেরা জায়গা ৷ একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় ৷"

এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এরপর তড়িঘড়ি তিনি জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ তবে সব বিতর্ককে সরিয়ে রেখে তিলোত্তমার বিচার চেয়ে ও মেয়েদের নিরাপত্তার দাবি তুলে 'দীক্ষামঞ্জরী'র সদস্যদের সঙ্গে পা মেলান প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

কলকাতা, 22 অগস্ট: মেয়ে সানা গঙ্গোপাধ্যায় ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজপথে প্রতিবাদে সামিল প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আরজি কর ঘটনার প্রতিবাদে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের প্রতিষ্ঠান 'দীক্ষামঞ্জরী' বুধবার বৃষ্টি মাথায় নিয়ে পথে নামেন ৷ মৃত ডাক্তারি পড়ুয়ার আত্মার শান্তি কামনায় ও শহরে মেয়েদের নিরাপত্তার দাবিতে মোমবাতি জ্বালালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল সৌরভ-সানা (ইটিভি ভারত)

এদিন ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, "সবাই প্রতিবাদে সামিল হতে চেয়েছিল। ওদের চাওয়াটা আমারও চাওয়া ছিল। সবাই নিজের ইচ্ছাতে প্রতিবাদে সামিল হয়েছে। একটা সুস্থ স্বাভাবিক সমাজ আমরা সকলেই আশা করি। সেটাই কাম্য। আর মেয়েরা রাতে কাজ করবে না এই কথার কোনও মানেই নেই।"

সৌরভ কন্যা সানাও সংবাদ মাধ্যমের কাছে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, "সবাই সমান আর সবার নিরাপত্তা দরকার। অপরাধীর এমন শাস্তি হোক যেন আর জীবনে এরকম কিছু ভাবতেও না পারে। আর আমাদেরও যেন ওদেরকে নিয়ে ভাবতে না হয়, এমন শাস্তি ওদের পাওয়া দরকার। একজন ডাক্তার নয়, সমাজের সব স্তরের মেয়ের নিরাপত্তা দরকার।" এদিনের মিছিলে মেয়ে সানার সঙ্গে প্রতিবাদে পথে নামলেও সৌরভ কোনও মন্তব্য করেননি ৷

প্রসঙ্গত, আরজি কর ঘটনার পর সৌরভের মন্তব্য নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র ৷ তাঁকে আরজি কর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন তিনি বলেন, "কোনও একটি বিচ্ছিন্ন ঘটনায় সবকিছু বিচার করা উচিত বলে মনে করি না ৷ সবকিছু বা সবাই এর জন্য নিরাপদ নই ভাবার জায়গা নেই। পৃথিবীর সব জায়গাতেই এইরকম দুর্ঘটনা ঘটে। তাই মেয়েদের নিরাপত্তা নেই, নিরাপদ নয় ভাবা ভুল ৷ পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতের সবজায়গায় মেয়েদের নিরাপত্তা রয়েছে । আমরা যেখানে বাস করি সেটা সেরা জায়গা ৷ একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় ৷"

এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এরপর তড়িঘড়ি তিনি জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ তবে সব বিতর্ককে সরিয়ে রেখে তিলোত্তমার বিচার চেয়ে ও মেয়েদের নিরাপত্তার দাবি তুলে 'দীক্ষামঞ্জরী'র সদস্যদের সঙ্গে পা মেলান প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.