ETV Bharat / entertainment

মাস্ট্রার স্ট্রোক রোহিতের, ধুন্ধুমার অ্যাকশনে চুলবুল পাণ্ডে

মুক্তির পরেই নেটপাড়ায় সাড়া ফেলেছে রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন' ৷ অজয় দেবগণের সঙ্গে নজর কাড়লেন বলিউডের বিশেষ এই তারকা ৷

SINGHAM AGAIN X REVIEW
রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন' এক্স রিভিউ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 1, 2024, 5:38 PM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর: একেই বলে অ্যাকশন, একেই বলে রোহিত শেঠ্ঠীর মাস্ট্রার স্ট্রোক! দিওয়ালিতে মুক্তি পাওয়া 'সিংঘম এগেইন' ছবিতে কিছুটা চেনা প্লট হলেও পরিচালক পর্দায় খেলা ঘুরিয়েছেন ৷ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে সকাল সাতটার শো পেয়েছে এই ছবি ৷ বাজিরাও সিংঘম হিসাবে পর্দায় অনবদ্য অজয় দেবগণ ৷ আইকনিক চরিত্রে দর্শক বিভোর হলেও 'সিটি মার' দৃশ্য হয়ে থাকল চুলবুল পাণ্ডে অর্থাৎ সলমন খানের বিগ এন্ট্রি ৷

বলা ভাল, ছবিতে এটাই যেন রোহিতের তুরুপের তাস৷ ইতিমধ্যেই ফার্স্ট ডে শো যাঁরা দেখে ফেলেছেন তাঁরা নেটপাড়ায় রিভিউ দিয়েছেন ৷ এই উইকএন্ডে প্রেক্ষাগৃহে ঢুঁ মারার আগে নজর বুলিয়ে নিতে পারেন নেটিজেনদের প্রতিক্রিয়ায় ৷ এক্স হ্যান্ডেলে অজয় দেবগণের অভিনয়ের প্রশংসা করা হয়েছে ৷ এক অনুরাগী লেখেন, "রোহিত শেঠ্ঠীর ম্যাজিক আর অজয় দেবগণের সোয়্যাগ ৷ সিংঘম এগেইন-এ সবকিছু নেক্সট লেভেল ৷"

প্রথমবার সিলভার স্ক্রিনে নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছেন অর্জুন কাপুর ৷ খলনায়কের ভূমিকায় নজরে ও অভিনয় দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন ক্রুরতা ৷ এক নেটিজেন লেখেন, "অসাধারণ সিনেমা ৷ অর্জুন কাপুরের ভিলেনের চরিত্র কাঁপিয়ে দিয়েছে ৷" হাই-ভোল্টেজ সিনেমায় নজর কেড়েছেন বাকি তারকারাও ৷ যা নিয়ে সোশাল বাজ চলছে শুরু থেকেই ৷ এক অনুরাগী লিখেছেন, "অজয় দেবগণের পাওয়ারফুল এন্ট্রি ৷ হলে বসে দর্শকরা এই সিনেমায় ভরপুর বিনোদন পাবেন ৷"

এরপরেই আসে সেই বিশেষ মুহূর্ত যখন পর্দায় এন্ট্রি হয় চুলবুল পাণ্ডে সলমন খানের ৷ দাবাং স্টাইলে সলমনের উপস্থিতিকে নেটপাড়ায় 'কিলার এন্ট্রি' বলেছেন নেটিজেনরা ৷ এক্স হ্যান্ডেলে এক ইউজার লেখেন, "সিংঘম এগেইন ছবিতে সলমন খানের এন্ট্রি যেভাবে দেখানো হয়েছে তা ভোলার নয় ৷ এই ছবি ব্লকব্লাস্টার হতে চলেছে ৷" এখানেই শেষ নয় ৷ তালিকা থেকে বাদ যাননি অক্ষয় কুমারও ৷ খিলাড়ি কুমারের এন্ট্রিও ছবির এনার্জি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ ৷

ছবিতে লেডি সিংঘম দীপিকা পাড়ুকোন কেমন করেন, তা দেখার অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা ৷ এসপি শক্তি শেঠ্ঠী চরিত্র নিয়ে এক নেটিজেন লেখেন, "সিংঘম এগেইন দেখলাম ৷ ছবিতে দীপিকার চরিত্র মিসফিট ৷ পরিচালককে এই নিয়ে আরও একটু ভাবতে হত ৷ আমার কাছে এই ছবি অ্যাভারেজ মার্কস পাবে ৷" আবার কেউ লিখেছেন, "ছবির স্টোরি লাইন আরও ভালো হতে পারত ৷ অনেক জায়গায় খামতি থেকে গিয়েছে ৷" বক্সঅফিসে প্রথমদিনে এখনও পর্যন্ত সিংঘম এগেইন ঘরে তুলেছে 20.46 কোটি টাকা ৷ উইকএন্ডে কেমন ব্যবসা করে এই ছবি নজর থাকবে সেই দিকে ৷

হায়দরাবাদ, 1 নভেম্বর: একেই বলে অ্যাকশন, একেই বলে রোহিত শেঠ্ঠীর মাস্ট্রার স্ট্রোক! দিওয়ালিতে মুক্তি পাওয়া 'সিংঘম এগেইন' ছবিতে কিছুটা চেনা প্লট হলেও পরিচালক পর্দায় খেলা ঘুরিয়েছেন ৷ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে সকাল সাতটার শো পেয়েছে এই ছবি ৷ বাজিরাও সিংঘম হিসাবে পর্দায় অনবদ্য অজয় দেবগণ ৷ আইকনিক চরিত্রে দর্শক বিভোর হলেও 'সিটি মার' দৃশ্য হয়ে থাকল চুলবুল পাণ্ডে অর্থাৎ সলমন খানের বিগ এন্ট্রি ৷

বলা ভাল, ছবিতে এটাই যেন রোহিতের তুরুপের তাস৷ ইতিমধ্যেই ফার্স্ট ডে শো যাঁরা দেখে ফেলেছেন তাঁরা নেটপাড়ায় রিভিউ দিয়েছেন ৷ এই উইকএন্ডে প্রেক্ষাগৃহে ঢুঁ মারার আগে নজর বুলিয়ে নিতে পারেন নেটিজেনদের প্রতিক্রিয়ায় ৷ এক্স হ্যান্ডেলে অজয় দেবগণের অভিনয়ের প্রশংসা করা হয়েছে ৷ এক অনুরাগী লেখেন, "রোহিত শেঠ্ঠীর ম্যাজিক আর অজয় দেবগণের সোয়্যাগ ৷ সিংঘম এগেইন-এ সবকিছু নেক্সট লেভেল ৷"

প্রথমবার সিলভার স্ক্রিনে নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছেন অর্জুন কাপুর ৷ খলনায়কের ভূমিকায় নজরে ও অভিনয় দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন ক্রুরতা ৷ এক নেটিজেন লেখেন, "অসাধারণ সিনেমা ৷ অর্জুন কাপুরের ভিলেনের চরিত্র কাঁপিয়ে দিয়েছে ৷" হাই-ভোল্টেজ সিনেমায় নজর কেড়েছেন বাকি তারকারাও ৷ যা নিয়ে সোশাল বাজ চলছে শুরু থেকেই ৷ এক অনুরাগী লিখেছেন, "অজয় দেবগণের পাওয়ারফুল এন্ট্রি ৷ হলে বসে দর্শকরা এই সিনেমায় ভরপুর বিনোদন পাবেন ৷"

এরপরেই আসে সেই বিশেষ মুহূর্ত যখন পর্দায় এন্ট্রি হয় চুলবুল পাণ্ডে সলমন খানের ৷ দাবাং স্টাইলে সলমনের উপস্থিতিকে নেটপাড়ায় 'কিলার এন্ট্রি' বলেছেন নেটিজেনরা ৷ এক্স হ্যান্ডেলে এক ইউজার লেখেন, "সিংঘম এগেইন ছবিতে সলমন খানের এন্ট্রি যেভাবে দেখানো হয়েছে তা ভোলার নয় ৷ এই ছবি ব্লকব্লাস্টার হতে চলেছে ৷" এখানেই শেষ নয় ৷ তালিকা থেকে বাদ যাননি অক্ষয় কুমারও ৷ খিলাড়ি কুমারের এন্ট্রিও ছবির এনার্জি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ ৷

ছবিতে লেডি সিংঘম দীপিকা পাড়ুকোন কেমন করেন, তা দেখার অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা ৷ এসপি শক্তি শেঠ্ঠী চরিত্র নিয়ে এক নেটিজেন লেখেন, "সিংঘম এগেইন দেখলাম ৷ ছবিতে দীপিকার চরিত্র মিসফিট ৷ পরিচালককে এই নিয়ে আরও একটু ভাবতে হত ৷ আমার কাছে এই ছবি অ্যাভারেজ মার্কস পাবে ৷" আবার কেউ লিখেছেন, "ছবির স্টোরি লাইন আরও ভালো হতে পারত ৷ অনেক জায়গায় খামতি থেকে গিয়েছে ৷" বক্সঅফিসে প্রথমদিনে এখনও পর্যন্ত সিংঘম এগেইন ঘরে তুলেছে 20.46 কোটি টাকা ৷ উইকএন্ডে কেমন ব্যবসা করে এই ছবি নজর থাকবে সেই দিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.