ETV Bharat / entertainment

দুবাইয়ের অনুষ্ঠানটা অরুণ দা'কে উৎসর্গ করলামঃ সৌমিত্র - SOUMITRA RAY ON ARUN CHAKRABORTY

কবি অরুণ চক্রবর্তীর লেখা গান গেয়েই জনপ্রিয়তা-খ্যাতি এসেছে 'ভূমি' ব্যান্ডের ঘরে ৷ আজ তাঁর প্রয়াণে শোকে কাতর শিল্পী সৌমিত্র রায় ৷

Poet Arun Chakraborty passes away
কবি অরুণ চক্রবর্তীর স্মৃতিচারণায় সৌমিত্র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 23, 2024, 3:14 PM IST

কলকাতা, 23 নভেম্বর: দুবাইতে অনুষ্ঠান করতে গিয়েছে 'ভূমি'। সকালে ইটিভি ভারতের কাছ থেকে কবি অরুণ চক্রবর্তীর মৃত্যু সংবাদ পেয়ে শোকে বিহ্বল 'ভূমি'র সৌমিত্র রায়, হেমন্ত গোস্বামী-সহ গোটা দল। সৌমিত্র এদিন শোক প্রকাশ করে বলেন, "ওঁর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। অরুণ বাবুকে মিস করব খুব ৷"

সৌমিত্র আরও বলেন, "সবথেকে বেশি মিস করব ওঁনার চকলেট। দেখা হলেই হাতে একটা চকলেট ধরিয়ে দিতেন। প্রাণোচ্ছল এবং পরিপূর্ণ মানুষ ছিলেন। ওঁর 'লাল পাহাড়ির দেশে যা' গানটা আমাদের বিখ্যাত করে দিয়ে গিয়েছে। প্রত্যেকে ভাবে এটা আমাদের গান। আমি আজ দুবাইয়ের শো অরুণ দা'কে উৎসর্গ করব। শো'র শুরুতেই বলব সেই কথা।"

সঙ্গীতশিল্পী বলেন, "অ্যালবামে গানটাতে ওঁর নাম দিইনি। এর জন্য আমরা ক্ষমাও চেয়েছি। আমরা না জেনে কাজটা করেছি। এর পর থেকে যতবার দেখা হয়েছে বলেছি, তুমি আমাকে এখনও ক্ষমা করোনি? আমাকে বলতেন ধুর পাগলা, সেই কবেই ক্ষমা করে দিয়েছি তোকে। তুই মনের আনন্দে গেয়ে যা।... আমরা তো অনেকেই জানতাম না এটা ওনার গান। গানটা আমাদের বাসুদেব দাস বাউলের কণ্ঠে শোনা। আমি যতবার যেখানে গানটা গাই অরুণ দা'র নাম নিয়েই গাই। আজ বড় খারাপ একটা দিন। কত কথা মনে পড়ছে।"

উল্লেখ্য, শুক্রবার রাত একটা নাগাদ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তাঁর 'সোনাঝুড়ি' বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কবি অরুণ চক্রবর্তী। এরপরেই কবর দেওয়া হয় চিকিৎসককে ৷ বাড়িতে স্থানীয় চিকিৎসক এসে প্রবীণ কবিকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত্যুকালে কবির বয়স হয়েছিল 78 বছর। কবির স্ত্রী দুই ছেলে বৌমা ও নাতিরা রয়েছেন। পরিবারের তরফে জানা গিয়েছে, কবির মরদেহ বাড়ি থেকে নিয়ে গিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে শায়িত থাকবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর গুণগ্রাহীরা। পরে শ্যাম বাবুর ঘাটে হবে শেষকৃত্য সম্পন্ন হবে।

কলকাতা, 23 নভেম্বর: দুবাইতে অনুষ্ঠান করতে গিয়েছে 'ভূমি'। সকালে ইটিভি ভারতের কাছ থেকে কবি অরুণ চক্রবর্তীর মৃত্যু সংবাদ পেয়ে শোকে বিহ্বল 'ভূমি'র সৌমিত্র রায়, হেমন্ত গোস্বামী-সহ গোটা দল। সৌমিত্র এদিন শোক প্রকাশ করে বলেন, "ওঁর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। অরুণ বাবুকে মিস করব খুব ৷"

সৌমিত্র আরও বলেন, "সবথেকে বেশি মিস করব ওঁনার চকলেট। দেখা হলেই হাতে একটা চকলেট ধরিয়ে দিতেন। প্রাণোচ্ছল এবং পরিপূর্ণ মানুষ ছিলেন। ওঁর 'লাল পাহাড়ির দেশে যা' গানটা আমাদের বিখ্যাত করে দিয়ে গিয়েছে। প্রত্যেকে ভাবে এটা আমাদের গান। আমি আজ দুবাইয়ের শো অরুণ দা'কে উৎসর্গ করব। শো'র শুরুতেই বলব সেই কথা।"

সঙ্গীতশিল্পী বলেন, "অ্যালবামে গানটাতে ওঁর নাম দিইনি। এর জন্য আমরা ক্ষমাও চেয়েছি। আমরা না জেনে কাজটা করেছি। এর পর থেকে যতবার দেখা হয়েছে বলেছি, তুমি আমাকে এখনও ক্ষমা করোনি? আমাকে বলতেন ধুর পাগলা, সেই কবেই ক্ষমা করে দিয়েছি তোকে। তুই মনের আনন্দে গেয়ে যা।... আমরা তো অনেকেই জানতাম না এটা ওনার গান। গানটা আমাদের বাসুদেব দাস বাউলের কণ্ঠে শোনা। আমি যতবার যেখানে গানটা গাই অরুণ দা'র নাম নিয়েই গাই। আজ বড় খারাপ একটা দিন। কত কথা মনে পড়ছে।"

উল্লেখ্য, শুক্রবার রাত একটা নাগাদ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তাঁর 'সোনাঝুড়ি' বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কবি অরুণ চক্রবর্তী। এরপরেই কবর দেওয়া হয় চিকিৎসককে ৷ বাড়িতে স্থানীয় চিকিৎসক এসে প্রবীণ কবিকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত্যুকালে কবির বয়স হয়েছিল 78 বছর। কবির স্ত্রী দুই ছেলে বৌমা ও নাতিরা রয়েছেন। পরিবারের তরফে জানা গিয়েছে, কবির মরদেহ বাড়ি থেকে নিয়ে গিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে শায়িত থাকবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর গুণগ্রাহীরা। পরে শ্যাম বাবুর ঘাটে হবে শেষকৃত্য সম্পন্ন হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.