ETV Bharat / entertainment

বিশেষ স্ক্রিনিংয়ে 'ফাইটার', হৃতিক-দীপিকার পাশে দাঁড়ালেন শাহরুখ - Deepika Padukone

Fighter screening: 'ফাইটার' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত শাহরুখ খান ৷ প্রাক্তন স্বামীর পাশে থাকতে উপস্থিত হলেন সুজান খানও ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল ৷

Etv Bharat
বিশেষ স্ক্রিনিংয়ে 'ফাইটার'
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 10:07 AM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস আবহে অবশেষে মুক্তি পেল 'ফাইটার' ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল-অ্যাকশন ছবির বিশেষ স্ক্রিনিংয়ে চাঁদের হাট ৷ হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এলেন বাদশা শাহরুখ খান থেকে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও ৷

মুম্বইয়ে বুধবার 'ফাইটার' ছবির স্পেশাল স্ক্রিনিং আয়োজন করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ সেখানে শুধুমাত্র বিনোদন দুনিয়ার তারকারাই নিমন্ত্রিত ছিলেন ৷ ছবিকে সাপোর্ট করতে এসে পৌঁছন 'জওয়ান' শাহরুখ ৷ সাদা রঙের জাগুয়ার গাড়ি এসে পৌঁছতেই প্রস্তুত হয়ে যান পাপারাৎজিরা ৷ কারণ একটাই তিনি কিং খান ৷ এরপর গাড়ি থেকে নামতেই ফ্রেমবন্দি হন বলিউডের বেতাজ বাদশা ৷

শাহরুখ খান ছাড়া বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন রাকেশ রোশন, আয়ুষ্মান খুরানা, বাণী কাপুর এবং জায়েদ খান ৷ পাশাপাশি এসে পৌঁছন ছবির কলাকুশলীরাও ৷ শুধু তাই নয়, এদিন হৃতিকের মনোবল বাড়াতে উপস্থিত হন প্রাক্তন স্ত্রী সুজান খানও ৷ সঙ্গে ছিল দুই ছেলে হরেহান ও হৃধান ৷

ছবিতে হৃতিক-দীপিকার পাশাপাশি দেখা যাবে অনিল কাপুর, করণ সিং গ্রোভার থেকে শুরু করে অক্ষয় ওবেরয়দের ৷ এই প্রথমবার 'ফাইটার' ছবিতে হৃতিকের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে ৷ ছবিতে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাঠোরের ভূমিকায় ৷ অন্যদিকে, অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷

সূত্রের খবর 'ফাইটার' ছবির বাজেট নাকি 250 কোটি টাকা ! ছবির শুটিংয়ের জন্য সত্যিকারের যুদ্ধবিমানও ব্যবহার করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ অসমের তেজপুর এয়ার ফোর্স স্টেশনে সুখই যুদ্ধবিমান নিয়ে হয়েছে ছবির শুটিং ৷ অন্যদিকে, কাশ্মীরের পহেলগাম বেস ও হায়দরাবাদে দুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমিতেও শুটিং হয়েছে 'ফাইটার' ছবির৷

আরও পড়ুন:

1. 'টু কিল আ টাইগার' তথ্যচিত্র দিয়ে অস্কারের দৌড়ে ভারতের এন্ট্রি

2. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার

3. 'ভারতের নতুন অধ্যায়ের সূচনা', রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন আল্লু অর্জুন

হায়দরাবাদ, 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস আবহে অবশেষে মুক্তি পেল 'ফাইটার' ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল-অ্যাকশন ছবির বিশেষ স্ক্রিনিংয়ে চাঁদের হাট ৷ হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এলেন বাদশা শাহরুখ খান থেকে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও ৷

মুম্বইয়ে বুধবার 'ফাইটার' ছবির স্পেশাল স্ক্রিনিং আয়োজন করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ সেখানে শুধুমাত্র বিনোদন দুনিয়ার তারকারাই নিমন্ত্রিত ছিলেন ৷ ছবিকে সাপোর্ট করতে এসে পৌঁছন 'জওয়ান' শাহরুখ ৷ সাদা রঙের জাগুয়ার গাড়ি এসে পৌঁছতেই প্রস্তুত হয়ে যান পাপারাৎজিরা ৷ কারণ একটাই তিনি কিং খান ৷ এরপর গাড়ি থেকে নামতেই ফ্রেমবন্দি হন বলিউডের বেতাজ বাদশা ৷

শাহরুখ খান ছাড়া বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন রাকেশ রোশন, আয়ুষ্মান খুরানা, বাণী কাপুর এবং জায়েদ খান ৷ পাশাপাশি এসে পৌঁছন ছবির কলাকুশলীরাও ৷ শুধু তাই নয়, এদিন হৃতিকের মনোবল বাড়াতে উপস্থিত হন প্রাক্তন স্ত্রী সুজান খানও ৷ সঙ্গে ছিল দুই ছেলে হরেহান ও হৃধান ৷

ছবিতে হৃতিক-দীপিকার পাশাপাশি দেখা যাবে অনিল কাপুর, করণ সিং গ্রোভার থেকে শুরু করে অক্ষয় ওবেরয়দের ৷ এই প্রথমবার 'ফাইটার' ছবিতে হৃতিকের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে ৷ ছবিতে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাঠোরের ভূমিকায় ৷ অন্যদিকে, অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷

সূত্রের খবর 'ফাইটার' ছবির বাজেট নাকি 250 কোটি টাকা ! ছবির শুটিংয়ের জন্য সত্যিকারের যুদ্ধবিমানও ব্যবহার করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ অসমের তেজপুর এয়ার ফোর্স স্টেশনে সুখই যুদ্ধবিমান নিয়ে হয়েছে ছবির শুটিং ৷ অন্যদিকে, কাশ্মীরের পহেলগাম বেস ও হায়দরাবাদে দুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমিতেও শুটিং হয়েছে 'ফাইটার' ছবির৷

আরও পড়ুন:

1. 'টু কিল আ টাইগার' তথ্যচিত্র দিয়ে অস্কারের দৌড়ে ভারতের এন্ট্রি

2. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার

3. 'ভারতের নতুন অধ্যায়ের সূচনা', রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন আল্লু অর্জুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.